18/03/2024
প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও -এর মৃত্যুবার্ষিকী পালন
আজ ১৮ মার্চ, রমনা ক্যার্থিডাল চার্চে প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও -এর ১৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়। খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা ধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন ডি’ ক্রুজ, ওএমআই। সাথে ছিলেন নব মনোনীত ঢাকা ধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ ও বিশপ থিওটনিয়াস গমেজ, সিএসসি।
খ্রীষ্টযাগ শেষে তাঁর সমাধি আশির্বাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা (ঢাকা ক্রেডিট), বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:সহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ হতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা -এর সেক্রেটারি মাইকেল জন গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনিকা গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য মলয় নাথ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ডিরেক্টর প্রতাপ এ গমেজ, প্রদীপ এ গমেজ, উজ্জ্বল রিবেরু, জেমস ডি’রোজারিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, ফাদার, ব্রাদার, সিস্টার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খ্রীষ্টযাগের শুরুতে খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচাক ফাদার বুলবুল রিবেরু’র পরিচালনায় আর্চবিশপ মাইকেল রোজারিও -এর উপরে নির্মিত ডকোমেন্টারী প্রদর্শন ও তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সবশেষে ফাদার আলবার্ট রোজারিও -এর ধন্যবাদের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।