প্রবাহ

প্রবাহ সময়ের প্রবাহের সাথে...

কক্সবাজারের হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছ...
08/07/2025

কক্সবাজারের হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।
মৃত শিক্ষার্থী হলেন, ঢাকা মিরপুরের পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে সাদমান রহমান সাবাব।
নিখোঁজ বাকি দুজন হলেন, বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে হিমছড়ি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন তারা। সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যান। তাদের মধ্যে দুজন বাঁধের উপরে বসে ছিলেন আর বাকি ৩ জন বাঁধের নিচে নেমে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান। যার মধ্যে সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন নিখোঁজ রয়েছেন। বৃষ্টি আর আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সাবাব নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিক্ষার্থীকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশি মারুফ উদ্দিন বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) বিভাগে সার্জেন্ট...
08/07/2025

বাংলাদেশি মারুফ উদ্দিন বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) বিভাগে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত শুক্রবার (২৭ জুন) সকালে নিউইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে জমকালো অনুষ্ঠানে মারুফ উদ্দিনসহ পদোন্নতিপ্রাপ্ত সকলের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ।
পদোন্নতিপ্রাপ্ত মোট পাঁচ বাংলাদেশির মধ্যে সার্জেন্ট পদে মোশারফ ভূঁইয়া ও মারুফ উদ্দিন এবং এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলাম ট্রাফিক পুলিশে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন।
মারুফ উদ্দিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে। তিনি ওই এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী ছমির উদ্দিন ও ছয়দুন নেহার দম্পতির ছেলে। বাংলাদেশি বংশোদ্ভূত মারুফ উদ্দিনের জন্ম ও পড়াশোনা যুক্তরাষ্ট্রে।
তার এই সাফল্যের পেছনে মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোনসহ পরিবার-পরিজন ও সহকর্মীদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করেন। তাছাড়া তার পদোন্নতিতে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন অভিনন্দন জানিয়েছে।

কুয়াকাটা সমুদ্র সৈকতে ‌‘অতিরিক্ত মদপান’ করে গোসলে নেমে ডুবে যাচ্ছিলেন এক পর্যটক। পরে তাকে জীবিত উদ্ধার করেছেন সৈকতে থাকা...
07/07/2025

কুয়াকাটা সমুদ্র সৈকতে ‌‘অতিরিক্ত মদপান’ করে গোসলে নেমে ডুবে যাচ্ছিলেন এক পর্যটক। পরে তাকে জীবিত উদ্ধার করেছেন সৈকতে থাকা ফটোগ্রাফাররা।
সোমবার বিকেলে সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে মদ্যপ অবস্থায় ওই পর্যটক সৈকতে আসেন। একপর্যায়ে গভীর পানির দিকে চলে যেতে থাকেন। বিষয়টি লক্ষ্য করেন রুবেল নামের স্থানীয় একজন ফটোগ্রাফার। তিনি ও তার সঙ্গে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা তাকে সমুদ্রে নামতে নিষেধ করেন। তারপরও সমুদ্রে নেমে পড়েন রুবেল।
এর কিছুক্ষণ পরই তিনি সমুদ্রে তলিয়ে যেতে থাকেন। এসময় স্থানীয় কয়েকজন ফটোগ্রাফার তাকে উদ্ধার করেন। পরে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই পর্যটকের নাম সোহেল রানা (৪০)। তার বাড়ি গাইবান্ধায়।
সৈকতের ফটোগ্রাফার রুবেল মিয়া জানান, ‘সৈকতে এসে প্রথমে ওই পর্যটক কিছুটা মাতলামি করেন। পরে তিনি দৌড়ে সমুদ্রের দিকে চলে যান। এর কিছুক্ষণ পরই দেখতে পাই, তিনি সমুদ্রে তলিয়ে যাচ্ছেন। পরে আমরা সবাই মিলে তাকে উদ্ধার করি।’
আরেক ফটোগ্রাফার রাকিব হোসেন বলেন, ‘তিনি প্রচুর পরিমাণে মদ খেয়েছেন। যে কারণে তার নিজের নামটি পর্যন্ত বলতে পারছেন না।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে পুলিশ বক্সে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি এখন সুস্থতার দিকে। পরিবারের লোকজন এলে তাদের হাতে তুলে দেওয়া হবে।’

প্রতি রাতে ৯ ঘণ্টা করে ৬০ দিন ঘুমানোর ইন্টার্নশিপে প্রথম হয়ে প্রায় ১৩ লাখ টাকা পুরস্কার পেয়েছেন এক তরূনী! জিতেছেন ‘স্লিপ...
07/07/2025

প্রতি রাতে ৯ ঘণ্টা করে ৬০ দিন ঘুমানোর ইন্টার্নশিপে প্রথম হয়ে প্রায় ১৩ লাখ টাকা পুরস্কার পেয়েছেন এক তরূনী! জিতেছেন ‘স্লিপ চ্যাম্পিয়ন খেতাব।
প্রতিবছর অভিনব এই ইন্টার্নশিপের আয়োজন করা হয় ভারতের বেঙ্গালুরুতে। মূল উদ্দেশ্য, ঘুমের ঘাটতি এবং তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা। প্রতিযোগীদের ঘুমের গুণমাণ পরীক্ষা করার জন্য দেয়া হয় স্লিপ ট্র্যাকার যন্ত্র এবং ওয়েকফিট ম্যাট্রেস।
মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের পূজা মাধব ওয়াভাল এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন।
এই বছর ওই ইন্টার্নশিপের চতুর্থ বছর। প্রতিযোগিতায় ১৫ জনের মধ্যে ৯১.৩৬ স্কোর করে প্রথম হয়েছেন পূজা, পেয়েছেন ৯লাখ রুপি বা প্রায় ১৩ লাখ টাকা। বাকি ১৪ জনের প্রত্যেকেই অংশগ্রহণের জন্য পেয়েছেন ১ রুপি করে।
স্লিপ ইন্টার্নশিপ মূলত এক ধরনের গবেষণামূলক প্রতিযোগিতা। নির্বাচিত ১৫ জন প্রতিযোগীকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমানোর চ্যালেঞ্জ নিতে হয়। সময় মেনে শুধু ঘুমই নয়, ঘুমের গুণগত মান ঠিক রাখার জন্য অংশগ্রহণকারীদের নানা রকম ইন্টারঅ্যাক্টিভ কাজের মধ্যেও রাখা হয়। যেমন শিক্ষামূলক কর্মশালা, চোখ বাঁধা অবস্থায় বিছানা তৈরি করা, লুকোনো জায়গা থেকে অ্যালার্ম ক্লক খুঁজে বার করা ইত্যাদি।
-ইন্ডিয়া টুডে

হারিয়ে যাওয়া ব্যাগে চিকিৎসার জন্য রাখা প্রায় ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ফিরিয়ে দিলেন একজন অটোচালক।গত ৫ জুল...
07/07/2025

হারিয়ে যাওয়া ব্যাগে চিকিৎসার জন্য রাখা প্রায় ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ফিরিয়ে দিলেন একজন অটোচালক।
গত ৫ জুলাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছিয়া বেগম তার অসুস্থ মেয়েকে হাসপাতালে ভর্তি করাতে আসেন। চিকিৎসা শেষে তিনি একটি অটোরিকশায় করে বাড়ির পথে রওনা হন। কিন্তু দুর্ভাগ্যবশত, ব্যস্ততায় তিনি একটি ভ্যানিটি ব্যাগটি অটোরিকশায় ফেলে যান। ব্যাগটিতে ছিল স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র।
অটোরিকশাচালক সবুজ পরে ওই ব্যাগ দেখতে পান এবং মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর ওই ব্যাগে থাকা মোবাইলে একটি ফোন আসলে সবুজ জানতে পারেন, এটি আছিয়া বেগমের মালিকানাধীন।
সবুজ দীর্ঘ অনুসন্ধানের পর তিনি নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গি গ্রামের বাসিন্দা আছিয়া বেগমের সঙ্গে যোগাযোগ করে ব্যাগটি সঠিকভাবে হস্তান্তর করেন।
ব্যাগ ফেরত দেওয়ার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন এবং অটোচালক সবুজের সততার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান।
আছিয়া বেগম তার হারিয়ে যাওয়া স্বর্ণলঙ্কার ফিরে পেয়ে আনন্দ আত্মহারা হন আরেকদিকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অটো চালক সবুজকে আশীর্বাদ করেন সততা নিয়ে বেঁচে থাকেন আজীবন।

ফেসবুকে দু’জনের পরিচয় হওয়ার পর কেউই কারো ভাষা জানতেন না। তখন সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের। আলাপ চালাতে থাকেন। পরিচয় থে...
06/07/2025

ফেসবুকে দু’জনের পরিচয় হওয়ার পর কেউই কারো ভাষা জানতেন না। তখন সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের। আলাপ চালাতে থাকেন। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় পরিণয়ে। তারপর প্রেমের টানে খুলনার দাকোপে চলে এসেছেন চীনের সিচুয়ান প্রদেশের যুবক ঝাং বুথাও। বিয়ে করেছেন দাকোপের চালনা পৌরসভার আসাভুয়া খ্রিস্টান পল্লীর বাসিন্দা পিংকি সরকারকে।
গত ২৯ জুন গোপালগঞ্জে আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয় এবং খ্রিস্টান রীতিতে তাদের বরণ করে নেওয়া হয়। বর্তমানে দাকোপে পিংকিদের বাড়িতেই অবস্থান করছে নব দম্পতি।
প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে মানুষ তাদের দেখতে আসছেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন তারা। ঝাং বুথাও-এর কথা বুঝতে না পেরে সবাই হাসাহাসি করছেন। শুরুতে খাবারে সমস্যা হলেও এখন বাংলাদেশি খাবারেই মানিয়ে নিয়েছেন ঝাং বুথাওয়ে।
নবদম্পতির সঙ্গে কথা বলে জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশে রেস্টুরেন্টের ব্যবসা ছিল ঝাং বুথাওয়ের। অন্যদিকে এসএসসি পরীক্ষার পর বাড়িতে থাকতেন পিংকি। তার বাবা স্বপন সরকার একজন ভ্যানচালক।
পিংকি সরদার বলেন, ‌‘শ্বশুরবাড়ির লোকজন অনলাইনে আমাদের বিয়ে দেখেছেন। তারাও ‍খুব খুশি। ঝাং বুথাও এখানে ছোট ব্যবসা করার পরিকল্পনা করছে। এর মাঝে আমার পাসপোর্ট ও ভিসা করাবে। আমার মন চাইলে আমাকে চীনে নিয়ে যাবে।’
পিংকির বাবা স্বপন সরকার বলেন, ‘প্রথম দিকে জামাইয়ের কথা বুঝতে পারতাম না। মোবাইলের অ্যাপের মাধ্যমে কথা বলি। ওর আচার ব্যবহার ভালো। ঈশ্বর ওদের সুখি করুক এটাই প্রার্থনা।’
মোবাইল অ্যাপের সাহায্যে ঝাং বলেন, পিংকি এবং ওদের পরিবারের সবাই খুব ভাল। বাংলাদেশের মানুষও অনেক ভালো। আমি এখানে থেকে ব্যবসা করতে চাই।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মবের (গণপিটুনি বা সংঘবদ্ধ সহিংসতা) ঘটনায়...
06/07/2025

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মবের (গণপিটুনি বা সংঘবদ্ধ সহিংসতা) ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি বলেন, আগে এমন অনেক ঘটনা ঘটলেও খবর পেতাম না। এখন বিস্তৃত পরিসরে (অপরাধ পর্যালোচনার প্ল্যাটফর্ম) মাধ্যমে সব তথ্য পাওয়া যাচ্ছে। আগে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি।
সূত্রঃ ঢাকা পোষ্ট

দুই বছর বয়সী অসুস্থ ছেলের গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পঞ্চগড় সদরের তিন মাইল সুরিভিটা এলাক...
06/07/2025

দুই বছর বয়সী অসুস্থ ছেলের গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পঞ্চগড় সদরের তিন মাইল সুরিভিটা এলাকায় একটি চা বাগানের কাছে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার গৃহবধূকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই গৃহবধূ এবং তার সন্তানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, পঞ্চগড়ে ভাড়া বাসায় থাকতেন ওই গৃহবধূ। শুক্রবার রাতে ইজিবাইকে অসুস্থ দুই বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পঞ্চগড় সদর ইউনিয়নের তিনমাইল সুরিভিটা এলাকায় পৌঁছান। এ সময় ইজিবাইকটির পেছনে থাকা আরেকটি ইজিবাইকচালক তার নাম ধরে ডাকেন এবং থামতে বলেন। ইজিবাইক থামিয়ে তাকে স্থানীয় জনিসহ কয়েকজন যুবক জোর করে তাকে সড়কের পাশে একটি চা বাগানে নিয়ে যান। সেখানে সঙ্গে থাকা দুই বছরের ছেলের গলায় ছুরি ধরে ওই গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন তারা। এক পর্যায়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে সড়কের পাশে ফেলে পালিয়ে যান ধর্ষকরা।
পরে ৯৯৯-এ খবর পেয়ে রাত একটার দিকে ওই গৃহবধূকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে সদর থানা পুলিশ।
ভূক্তভোগী নারী অভিযোগ করে জানান, তার ছোট্ট ছেলের গলায় ছুরি ধরেছিল ধর্ষকরা। এ সময় একে একে ছয়জন তাকে ধর্ষণ করে। তাদের মধ্যে চারজন পরিচিত এবং দুইজন অপরিচিত। ধর্ষণের শিকার হয়ে আমাকেই এখন আমার কাছের লোকজন আপোষের জন্য চাপ দিচ্ছে। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ ঘটনায় শনিবার বিকেলে ভূক্তভোগী নারী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এর আগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পঞ্চগড় উপজেলা সদরের জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম (২৭), একই এলাকার বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) ও সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত এলাকার সাদেকুল ইসলাম (২৮)।
সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, শুক্রবার দিবাগত রাতে ৯৯৯ নম্বরে ফোন কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে। সেখানে অচেতন অবস্থায় এক নারী এবং তার সঙ্গে থাকা একটি দুই বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নারীর জ্ঞান ফিরে এলে তিনি ধর্ষণ ঘটনার বিস্তারিত জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জয়দেবপুর থানায় গিয়ে নিজেকে এসআই হিসেবে পরিচয় দেন তানিয়া আক্তার। কিন্তু ভুলকরে এক কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ফেলায় ধরা পড়ে য...
05/07/2025

জয়দেবপুর থানায় গিয়ে নিজেকে এসআই হিসেবে পরিচয় দেন তানিয়া আক্তার। কিন্তু ভুলকরে এক কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ফেলায় ধরা পড়ে যান। শেষ পর্যন্ত কারাগারে পাঠানো হয় তাকে।
জয়দেবপুর থানার ওসি তৌফিক আহমেদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বোরকা পরিহিত এক নারী থানায় আসেন। তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। এ সময় দায়িত্বরত এক কনস্টেবলকে তিনি ‘স্যার’ বলে সম্বোধন করেন। এতেই সন্দেহ হয়। পরে দেখা যায় তিনি বোরকার নিচে পুলিশের পোশাক পরেই থানায় ঢুকেছেন। কিন্তু তিনি পুলিশের কোনো সদস্য নন। পরে তাকে আটক করা হয়। পরে শুক্রবার ওই নারীর বিরুদ্ধে জয়দেবপুর থানার এসআই শাহীন বাদী হয়ে মামলা দায়ের করেন।
৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। তবে রিমান্ডের শুনানি এখনও হয়নি।
পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার পিরুজারী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা আবু তালেবের মেয়ে তানিয়া। তার কাছ থেকে পুলিশের একটি ইউনিফর্ম জব্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে জিএমপির পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের এসব পোশাক কোথা থেকে এলো, তার উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করা হচ্ছে।

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জে...
04/07/2025

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মাহবুব (৪২)। ঘটনার পর থেকে ছেলে ইয়াসিন (২২ ) পলাতক।
এলাকাবাসী জানান, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করেন। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মাহবুব কৃষি কাজ করতেন। আর ছেলে মাদকাসক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এ হত্যাকাণ্ড। অভিযুক্ত ছেলে পলাতক, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এক হৃদয়বিদারক ঘটনা! একদিকে মায়ের দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। অন্যদিকে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন দুই শি...
03/07/2025

এক হৃদয়বিদারক ঘটনা! একদিকে মায়ের দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। অন্যদিকে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন দুই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে দাফনে অংশ নেবেন তারাও। ঘটনাটি টাঙ্গাইলের সখীপুর উপজেলায়।
হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে মারা যান তাদের দুজনের মা।
মা হারানো সায়মা আক্তার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টার আগে অশ্রুসিক্ত চোখে কেন্দ্রে আসে তারা। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয়।
জানা যায়, উপজেলার হতেয়া গ্রামের রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তার। সায়মার মা শিল্পী আক্তার কিডনি জনিত সমস্যার কারণে গতকাল দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতেই মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে।
অন্যদিকে কচুয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তার। তার মা সফিরন (৪৫) গতরাত সাড়ে নয়টার দিকে মারা যান।
দুই বাড়িতেই বইছে শোকের মাতম। মায়ের মৃত্যুর পর সায়মা আক্তার ও লাবনী আক্তার ভেঙে পড়লেও স্বজনদের কথায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তারা।

শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে মাঠের ডিপ কভার অঞ্চলে বড়সড় এক সাপকে ছুটতে দেখা গেছে।সাপ মাঠে রেখেই খেলা চালিয়ে গেছে দুই দল। বা...
02/07/2025

শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে মাঠের ডিপ কভার অঞ্চলে বড়সড় এক সাপকে ছুটতে দেখা গেছে।
সাপ মাঠে রেখেই খেলা চালিয়ে গেছে দুই দল।
বাংলাদেশ ব্যাটিং থামায়নি। পরে সাপ মাঠ থেকে বের হয়ে গেছে কিনা তাও জানা যায়নি।
বাংলাদেশের ওপেনিং জুটি অবশ্য ভেঙেছে ওই সাপ মাঠে দেখার কিছুক্ষণ পরই।
পারভেজ হোসেন ইমন ফিরেছেন আনলাকি-থার্টিনে (১৩)। ২৯ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

Address

Nikunja 2
Dhaka
1229

Telephone

+8801768647388

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাহ:

Share

Category