Tonny Akter vlogs

Tonny Akter vlogs Laugh-- All --the --way.
(4)

20/08/2025

"সবসময় একা থাকার মানসিক প্রস্তুতি রাখো। কারণ মানুষ হঠাৎই বদলে যায়। আজ যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে, কাল হয়তো তারাই তোমাকে উপেক্ষা করতে পারে।💜❤️ এটাই বাস্তব💜💚

শুভ রাত্রি
10/08/2025

শুভ রাত্রি

10/08/2025

゚viralfbreelsfypシ゚viral

07/08/2025

🌹নিজের সীমানা ছাড়িয়ে গায়ের জোর ও ধৃষ্টতা দেখিয়ে অন্যের জমিতে ঘর তৈরি করা চরম অন্যায় ও গুনাহ।আপনি জানেন—জায়গাটি আপনার না, তবুও জোর করে দখল নিচ্ছেন। অথচ কেউ যখন নিজের বৈধ জমিতে ঘর করতে যায়, তখন প্রতিবেশী হয়েও তাকে বাধা দেওয়া হয়—জানার পরও যে সে নিজের জায়গায় ঘর করছে।

🌹আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সব দেখছেন। এমন অন্যায়ের বিচার ভয়াবহ হবে। দুনিয়ায় না হলেও আখিরাতে এর কঠিন হিসাব অবশ্যই দিতে হবে।

🌹আর একটি কথা—যারা এসব জুলুমকারী লোকদের পক্ষ নিয়ে সায় দেয় বা অন্যায়ের পক্ষে কথা বলে, তারা যেন জেনে রাখে, আল্লাহর কাছে তাদেরও বিচার হবে।

🌹কারণ, জালিমের সহযোগীও জুলুমের অংশীদার। এখনই ফিরে আসুন সত্য ও ইনসাফের পথে—না হলে পরিণতি হবে অত্যন্ত ভয়ংকর।

06/08/2025

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা প্রত্যেক সন্তানের উত্তরাধিকারের অংশ নির্ধারণ করে দিয়েছেন।

যদি কোনো বাবা ইচ্ছাকৃতভাবে এক বা একাধিক সন্তানকে তাদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করে অন্য সন্তানকে দিয়ে দেন, তবে কিয়ামতের দিনে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন।

একইভাবে, যদি কিছু ভাই বা আত্মীয়-স্বজন জোরপূর্বক বা চাপে ফেলে বাবাকে দিয়ে তাদের ইচ্ছেমতো লিখিয়ে নেয় এবং অন্য ভাইদের ন্যায্য অধিকার হরণ করে—তবে তারাও এই অন্যায়ের দায় থেকে মুক্ত নয়।

হোক তা সন্তানের অন্যায়ের মাধ্যমে, কিংবা আল্লাহর গজবের মাধ্যমে—এ অবিচারের প্রতিফল অবশ্যই মিলবে। দুনিয়াতে যদি পারও পায়, আখিরাতে এর পরিণতি থেকে কেউ রেহাই পাবে না।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"যে ব্যক্তি অন্যের অধিকার অন্যায়ভাবে গ্রাস করে, সে যেন জেনে রাখে—কিয়ামতের দিন তা জ্বলন্ত আগুনরূপে পরিণত হবে।"
—সহীহ বুখারী, হাদীস ২৪৫৮

❤️আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন❤️

Address

Bijoy Rakeen City, A6-T2, Level-3-F/2
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Tonny Akter vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tonny Akter vlogs:

Share