27/10/2024
এইচ এস সি ২৫ এবং ২৬ ব্যাচ,
রুটিন দিয়ে দিলাম কীভাবে আমরা আগামী ৩ মাসে সবগুলো ক্লাস করবো, শুধু লাইভ ক্লাসই না, সাথে থাকছে বাংলা সৃজনশীল, এমসিকিউ আর আমার মেন্টরসিপ। সৃজনশীল লেখার প্র্যাকটিস শুরু হচ্ছে আগামীকাল থেকে, যারা আমাদের এই জার্নিতে জয়েন হতে চাও, আমাদের BANGLA CRACKERS গ্রুপে জয়েন করে ফেলো।
আমাদের পুরা প্ল্যানকে দুই ভাবে ভাগ করেছি, প্রথম ফেজে আমরা তোমাদের কলেজের প্রিটেস্ট পরীক্ষার কথা মাথায় রেখেছি, দ্বিতীয় ফেজে আমরা তোমাদের এইচ এস সি এর কথা মাথায় রেখেছি। যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আগামী ৩ মাস আমার চেষ্টার কোনও কমতি হবে না তোমাদের জন্য। ❤
যদি আমার এই প্রজেক্টটি তোমাদের কাছে ভালো মনে হয়, শুধু একজন বন্ধুর সাথে শেয়ার করে দিও, সবাই মিলে একসাথে শিখি।
দেখা হচ্ছে ক্লাসরুমে। 😍