16/10/2025
গত ৭ মাসে কোনো ক্লাস নেইনি, পড়ানোর কোনো ভিডিও দেইনি, এই অধ্যায় থেকে দীর্ঘ ৬ বছর পরে লম্বা একটা বিরতি নিয়েছিলাম। স্টুডেন্টদের অনেক মিস করেছি।
আজকে সকালে রেজাল্ট এর পরে অনেক স্টুডেন্ট জানিয়েছে তাদের সাফল্যের কথা, অভিনন্দন এবং ভালোবাসা তোমাদের জন্য।
কিন্তু আজকের এই ফলাফল সবার জন্য সুখবর নিয়ে আসে নাই, দীর্ঘ ১৯ বছর পরে ফলাফলে ব্যাপক ধস। জানিনা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এমনটা দেখানো হয়েছে কিনা বাট যেই কারণেই হোক না কেন ফলাফল যাদের খারাপ হয়েছে তাদের জন্য সারাদিনে কোনো আওয়াজ দেখলাম না কিন্তু দুইটা দলকে দেখলাম-
একদল এই স্টুডেন্টদের ফাক ইউ বলে জাস্ট এমমিসন এবং পরবর্তী ব্যাচের কোর্স বিক্রিতে ব্যস্ত। (ভাই আপনারা পারেনও)
আরেক দল হচ্ছে তথাকথিত আমজনতা যারা বলছে এই এক রেজাল্ট দিয়ে কিছুই আসে যায় না। এই কথা বলা যতটা সহজ আসলে অনুভব করা ততটা সহজ কী? উত্তরটা দিতে পারবে যারা আজকে এই খারাপ করেছো।
যারা আজকে ভালো ফলাফল করতে পারো নাই, তাদের জন্য বড়ভাই হিসেবে কিছু কথা বলি, হয়তো সবগুলো কথা ভালো লাগবে না-
১। এই রেজাল্ট অবশ্যই তোমার শিক্ষা জীবনে একটা দাগ রেখে দিবে।
২। আশে পাশের মানুষ, পাড়াপ্রতিবেশী এমনকি শিক্ষাগত জীবনেও তোমাকে অসংখ্যবার ফেইস করতে হবে কেনো এমন হলো, নিজেকে এক্সপ্লেইন করতে হবে।
৩। অনেক ভালো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা না।
৪। মানসিকভাবে অনেক খারাপ লাগবে, বাবা মার চেহারা দেখলেই নিজেকে খুব অপরাধী লাগবে।
কিন্তু এই প্রত্যেকটি অনুভূতি তোমাকে আরও শক্তিশালী করবে, ক্লাসে সবসময় একটা কথা বলতাম, জীবনে চলার পথে অনেক বাধা আসে, এগুলো আমাদের অনেক কিছু শিখায়, ভয় না পেয়ে মেনে নিয়ে নতুন করে শুরু করতে হয়, নতুন আমিকে খুঁজে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়।
এই রেজাল্ট কোনো ম্যাটারই না এটা যেমন সত্যি না, ঠিক তেমনি আজকে রেজাল্ট খারাপ হয়েছে মানে জীবন শেষ এটাও না।
আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, বেচে থাকার সুযোগ দিবেন কিছু প্রাপ্তি নিয়ে, কিছু ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে।
জীবনটা তোমার, ভালো করার চেষ্টা করো। ভুল থেকে শিক্ষা নাও, সামনে এগিয়ে যাও। মন খারাপ হবেই, কিন্তু থেমে যাওয়া যাবে না। মনে রেখো, তোমার কাজের ফলাফল তোমার নিয়তের উপর নির্ভরশীল।
শুভকামনা রইলো সবার জন্য! ❤️