মাহাফুজুল হাসান মেহেদী

মাহাফুজুল হাসান মেহেদী আল্লাহ্ সর্বশক্তিমান,লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Mehedi Hasan

11/07/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সালামের উত্তর দিন।

11/07/2025

Local Disk C Drive খালি করার সহজ উপায় | Laptop/PC Fast করার Tips Bangla Tutorial

09/03/2025
09/03/2025

Assalamu Alaikhumm wa rahmatullah

28/11/2024

আমার অভাবময় জীবনে ধাপে,ধাপে বাস্তবতা বুঝিয়ে দিতেছে যত স্বার্থপর হতে পারবা তত উন্নতি করতে পারবা। মুখের উপর যত না বলা শিখবা ততই এগিয়ে যাবা, হিসাবি আর অপচয় যত কমাবা ততই অভাবমুক্ত হবা। মেয়ে মানুষের যত সঙ্গ কমাবা ততই মানুষিক শান্তি পাবা।সৃষ্টিকর্তার সঙ্গ যত নিবা ততই সর্গ খুজে। পাবা। অভাবময় বাস্তবতা আরো বুঝিয়ে দিল জীবনের অধ্যায় তোমার শুরু, চলতে থাকো জগৎকে জানো নিজেকে চিনো তবেই সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আলোর মুখ দেখবে।

25/11/2024

আসসালামু আলাইকুম।
আসুন প্রতিদিন ৫ওয়াক্ত নামাজ পড়ি সুন্দর জীবন গড়ি।

আসসালামু আলাইকুম।সুপ্রভাত
18/11/2024

আসসালামু আলাইকুম।
সুপ্রভাত

শুভ সকাল নগরবাসী
17/11/2024

শুভ সকাল নগরবাসী

16/11/2024

০১.
তুমি যাকেই বিয়ে করো না কেন, তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানবেতিহাসে জন্মায়নি। দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে, তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০২.
প্রত্যেক মানুষেরই অতীত-গল্প আছে। ভালোমন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্যসাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে, দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৩.
প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই। দাম্পত্য ফুলবাগানও নয়, যুদ্ধক্ষেত্রও নয়। ল্যভ-ম্যারেজ বা সেটল্ড, যে-প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, দাম্পত্যজীবনই এরকম। এই সমস্যাগুলোকে দু'জনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্যপ্রেম। দাম্পত্য-সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান।

দাম্পত্য-সমস্যায় সংসারসাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৪.
প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা কোরো না। কোনো সংসারই ব্যর্থ নয়, প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে, নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত কোরো না।

পরিশ্রমহীন এই পরশ্রীকাতরতার বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৫.
সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো─ তুমি তোমার জীবন থেকে সংসার-বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ। উল্লিখিত সংসার-বিরুদ্ধ অভ্যাসগুলি─
ক. মূর্খতা,
খ. উচ্ছৃঙ্খলতা,
গ. শৃঙ্খলাহীনতা,
ঘ. পরচর্চা,
ঙ. পরশ্রীকাতরতা,
চ. তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস,
ছ. আলস্য,
জ. অশ্রদ্ধা,
ঝ. প্রেমহীনতা,
ঞ. ভাষার বাজে ব্যবহার,
ট. বিশ্বাসের সাথে প্রতারণা,
ঠ. পারস্পরিক আলাপে অনীহা।

উল্লিখিত বদভ্যাসগুলো পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়।

০৬.
নিখুঁত দাম্পত্যজীবন বলে কিছু নেই। রেডিমেড সংসার বলে কিছু নেই। শর্টকাট দাম্পত্যসুখ বলে কিছু নেই। সংসার অর্থ─ দু'টি মানুষের একইমাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম, এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্যজীবন হলো সেই চারাটি, যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহীরুহে পরিণত হবে একসময়; পরিচর্যা না-করলে, ধুঁকতে-ধুঁকতে, দ্রুতই মরে যাবে।

তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়

16/11/2024

Good morning

উত্তরবঙ্গের ৫ জেলায় বন্যার ভয়াবহ অবস্থা৷। মানুষের খাবার নাই, বিশুদ্ধ পানি নাই, থাকার জায়গা নাই।।
29/09/2024

উত্তরবঙ্গের ৫ জেলায় বন্যার ভয়াবহ অবস্থা৷। মানুষের খাবার নাই, বিশুদ্ধ পানি নাই, থাকার জায়গা নাই।।

29/09/2024

বন্যাকবলিত রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম!
সবাই এগিয়ে আসুন...
দেশবাসী দ্রুত আবারো এক হোওয়ার অনুরোধ !

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মাহাফুজুল হাসান মেহেদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাহাফুজুল হাসান মেহেদী:

Share

Category