21/07/2025
উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহত হয়ছে😭। স্কুল ড্রেস পরা ছোট ছোট বাচ্চাদের পুড়ে যাওয়া শরীর দেখতে খুব কষ্ট হচ্ছিল।😭 আহারে বাচ্চাগুলো প্রতিদিনের মত স্কুলে গেছে, স্কুল ছুটি হলে বাবা মায়ের সাথে বাড়িতে যাবে কিন্তু নিয়তির নির্মম পরিহাস ওদের এখন হাসপাতালে থাকতে হবে হয়ত বাকি জীবন এই পুড়া দাগও বয়ে বেড়াতে হবে। আসলে দুর্ঘটনা বলে কয়ে আসেনা তবে তদন্ত করে যদি পাওয়া যায় যে এই সব প্রশিক্ষণ বিমান পুরানো হয়ে গেছে। তাহলে আমি বলব এই যুদ্ধবিমান জনবহুল এলাকায় প্রশিক্ষণের জন্য ব্যবহার না করাই ভালো। আল্লাহ তুমি আমাদের সকল বালা-মুসিবত থেকে রক্ষা করো।🥲🥲🥲