BD Bioscope - বিডি বায়োস্কোপ

BD Bioscope - বিডি বায়োস্কোপ Subscribe ➤ https://youtube.com/

◥꧁💞꧂◤✧আমি প্রেমে পড়ার আগে তোমার মায়ায় জড়িয়ে গেছি, যে মায়া নেশার মতো, আমি চাইলে তোমার নেশা কাটিয়ে উঠতে পারি না।◥꧁💞...
26/06/2025

◥꧁💞꧂◤✧আমি প্রেমে পড়ার আগে তোমার মায়ায় জড়িয়ে গেছি, যে মায়া নেশার মতো, আমি চাইলে তোমার নেশা কাটিয়ে উঠতে পারি না।◥꧁💞꧂◤✧

ভালোবাসা করেছিলাম হৃদয় দিয়ে, অথচ তুমি খেলেছিলে মস্তিষ্ক দিয়ে.. 💔
09/02/2025

ভালোবাসা করেছিলাম হৃদয় দিয়ে, অথচ তুমি খেলেছিলে মস্তিষ্ক দিয়ে.. 💔

আমাদের পেজের জন্য আজ অফিশিয়াল ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে। সবাই অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ...
08/02/2025

আমাদের পেজের জন্য আজ অফিশিয়াল ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে। সবাই অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। সবাইকে অগ্রীম ধন্যবাদ। 🌹

ইউটিউব চ্যানেলের লিংক- https://youtube.com/

07/02/2025

"যে হৃদয়কে খেলনা ভেবেছিলে, সেদিন থেকেই সেটা পাথর হয়ে গেছে!"

বিভ্রম ও বাস্তবতাআমরা যা দেখি, তা সবসময় সত্য নাও হতে পারে। যেমন, আমরা আকাশকে মাথার ওপর দেখি বলেই মনে করি আকাশ ওপরে আর পৃ...
04/02/2025

বিভ্রম ও বাস্তবতা

আমরা যা দেখি, তা সবসময় সত্য নাও হতে পারে। যেমন, আমরা আকাশকে মাথার ওপর দেখি বলেই মনে করি আকাশ ওপরে আর পৃথিবী নিচে। কিন্তু বাস্তবে, "উপরে" বা "নিচে" বলে কিছু নেই—আকাশ চারদিক থেকে পৃথিবীকে ঘিরে রেখেছে।

আমরা অ্যান্টার্কটিকার তীব্র শীতলতাকে অনুভব করতে পারি, অথচ মহাকাশের শূন্যতার তুলনায় সেটি উষ্ণ। আমাদের চোখে সূর্য প্রতিদিন পৃথিবীকে প্রদক্ষিণ করছে বলেই মনে হয়, অথচ বাস্তবে পৃথিবীই সূর্যের চারপাশে ঘুরছে।

আমরা চাঁদকে রাতের আকাশের বৃহত্তম বস্তু হিসেবে দেখি, কিন্তু সৌরজগতে এটি তুলনামূলকভাবে ক্ষুদ্রতম উপগ্রহগুলোর একটি। আমরা লোহাকে কঠিন মনে করি, অথচ বিজ্ঞান বলে, এটি কেবল অসংখ্য ক্ষুদ্র কণার সমষ্টি। এসব কণার মধ্যে শূন্যস্থান এতটাই বিশাল যে, তা একেকটি নক্ষত্রের দূরত্বের মতোই বিস্তৃত। আমরা কঠিন পদার্থ স্পর্শ করি না, বরং বৈদ্যুতিক চুম্বকীয় আকর্ষণ অনুভব করি।

রঙের ক্ষেত্রেও একই বিভ্রম—আলো ছাড়া রঙের অস্তিত্ব নেই। অন্ধ চোখের জন্য রঙের কোনো অর্থ নেই, কারণ রঙ কেবল আলো প্রতিফলনের ফল। আমরা যাকে ভালোবাসার চুম্বন ভাবি, সেটিও মূলত শরীরের হরমোনের খেলা।

ইতিহাসের বিভ্রম

ইতিহাসও ঠিক তেমনই জটিল এবং বিভ্রমে ভরা। ইতিহাস মূলত সেইসব মানুষের গল্প, যারা ক্ষমতার কেন্দ্রে ছিলেন। আফ্রিকান একটি প্রবাদ আছে—"যতদিন হরিণ নিজে ইতিহাস লিখতে না পারবে, ততদিন শিকারীই বিজয়ী হিসেবে বিবেচিত হবে।"

ব্রিটিশ ইতিহাসে লর্ড ক্লাইভ একজন মহানায়ক, উমাইয়া যুগে ইয়াজিদ ছিল বীর, মহারাণী ভিক্টোরিয়া শত জাতির সম্পদ লুট করে গড়ে তুলেছিলেন এক সাম্রাজ্য। কলম্বাসকে আমেরিকার আদিবাসীরা প্রথমে পানিতে ভাসমান একজন মানুষ হিসেবে আবিষ্কার করেছিল, কিন্তু ইতিহাস তাকে "আবিষ্কারক" বানিয়েছে—যদিও বাস্তবে তিনি লুটপাট ও দাসত্বের ইতিহাস সৃষ্টি করেছেন।

সংবাদপত্রে কেউ বীর হতে পারে, অথচ বাস্তবে সে কাপুরুষ। কেউ প্রেমিকের খ্যাতি পেতে পারে, অথচ সে প্রতারক। সবচেয়ে দানবীর মানুষটিও হতে পারে আত্মীয়-স্বজনের সম্পদ লুটে নেওয়া এক স্বার্থপর। কেউ হয়তো সমাজের চোখে অপরাধী, অথচ প্রকৃত দোষী অন্য কেউ।

সত্য কত কঠিন?

সত্য জানা কঠিন, এবং সঠিক সত্যে পৌঁছানো আরও কঠিন। বাহ্যিকভাবে দেখে সিদ্ধান্তে পৌঁছানো শিশুসুলভ কাজ। চিন্তার ভাষা আর মুখের ভাষা এক নয়—কেউ হয়তো গভীর অনুভূতি লুকিয়ে রেখেছে, যা অনুধাবন করা মহাকাশের কোনো দূরবর্তী তারায় পৌঁছানোর চেয়েও কঠিন।

আমরা কজন নিশ্চিতভাবে বলতে পারি যে, আমরা সত্য জানি? বা আমরা নিজেদেরই পুরোপুরি চিনি?

এই একমাত্র সত্য যে, আমরা সবকিছু জানি না। এমনকি যা শুনি, যা দেখি, সেটাও পুরোপুরি সত্য নাও হতে পারে।

আমাদের এই সীমাবদ্ধতা উপলব্ধি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমরা বুঝতে পারতাম যে, যা জানি, তা আসলে কিছুই না—তাহলে আমাদের হৃদয়ে আরও দয়া ও ভালোবাসা জাগ্রত হতো। পৃথিবী হয়ে উঠত সহমর্মিতা, ভালোবাসা আর সৌহার্দ্যের এক অনন্য সংগীত।

তুমি যদি কখনো ফিরে আসো, আমি ঠিক আগের মতোই অপেক্ষা করবো। ❣️👩‍❤️‍👨
03/02/2025

তুমি যদি কখনো ফিরে আসো, আমি ঠিক আগের মতোই অপেক্ষা করবো। ❣️👩‍❤️‍👨

Address

Gopalgonj Sadar
Dhaka
8100

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Bioscope - বিডি বায়োস্কোপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

BD BIOSCOPE - বিডি বায়োস্কোপ

বিনোদনের পূর্ণ স্বাদ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রানিত করবেন।