Masrur-মাসরুর প্রকাশনী

  • Home
  • Masrur-মাসরুর প্রকাশনী

Masrur-মাসরুর প্রকাশনী বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না,কোনদিন মনোমালিন্য হয় না।

28/10/2024

"লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ"
আল্লাহর সাহায্য ব্যতিত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই

সকাল সকাল লাল চায়ের দাওয়াত Dotpixelagency
16/10/2024

সকাল সকাল লাল চায়ের দাওয়াত Dotpixelagency

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি অজু করে রাত যাপন করেন তাঁর শিয়রে একজন ফেরেশতা রাত যাপন করেন। তিনি যখন ঘুম থে...
14/10/2024

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি অজু করে রাত যাপন করেন তাঁর শিয়রে একজন ফেরেশতা রাত যাপন করেন। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন (কোনো কোনো বর্ণনা মতে, যতবার ঘুমের ভেতর নড়াচড়া করেন) তখন ওই ফেরেশতা বলতে থাকেন, হে আল্লাহ, অমুককে মাফ করে দিন। কেননা তিনি পবিত্র অবস্থায় রাত যাপন করেছেন।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ১০৫১)

"রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা"হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মম...
03/10/2024

"রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা"
হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।

সূরা আল- ওয়াক্বিয়া’র গুরুত্ব ও পাঠের ফজিলতমহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সূরা ওয়াক্বিয়াহ  পাঠ ক...
02/05/2024

সূরা আল- ওয়াক্বিয়া’র গুরুত্ব ও পাঠের ফজিলত
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সূরা ওয়াক্বিয়াহ পাঠ করবে, সে কখনো ক্ষুধায় কষ্ট ভোগ করবে না। ’

এই সূরা পাঠ করলে দরিদ্রতা গ্রাস করতে পারেনা। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াক্বিয়াহ তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। হজরত ইবনে মাসউদ (রা.) তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এ সূরা তেলাওয়াত করার আদেশ করতেন। (বাইহাকি:শুআবুল ঈমান-২৪৯৮)

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াক্বিয়াহ তিলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। হজরত ইবনে মাসউদ (রা.) তাঁর মেয়েদেরকে প্রত্যেক রাতে এ সূরা তিলাওয়াত করার আদেশ করতেন। (বাইহাকি: শুআবুল ঈমান-২৪৯৮)

সুবহানআল্লাহ 🥰
21/04/2024

সুবহানআল্লাহ 🥰

‘আর রাহীকুল মাখতূম’ বই সম্পকে কিছু কথাঃসীরাতে নববী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মু...
09/10/2023

‘আর রাহীকুল মাখতূম’ বই সম্পকে কিছু কথাঃ
সীরাতে নববী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব জাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ পাক মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং বান্দাদের বন্দেগী থেকে বের করে আল্লাহর বন্দেগীর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন ।প্রিয় নবীর আদর্শ মুসলমানদের জন্যে এক বাস্তব নমুনা ও ঘটনাবহুল কর্মসূচী। এর আলোকে মুসলমানদের কথা ও কাজ নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে এটাই স্বাভাবিক। আল্লাহ রব্বুল আলামীনের সাথে মানুষের সম্পর্ক, আত্মীয় স্বজন, ভাই বন্ধুদের সাথে মানুষের সম্পর্ক আল্লাহর রসূলের আদর্শ অনুযায়ী হওয়া উচিত।

হযরত আয়েশাকে (রা:) জিজ্ঞাসা করা হয়েছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বলেছিলেন, পবিত্র কোরআনই ছিল তাঁর চরিত্র।কাজেই যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের যাবতীয় কাজে আল্লাহ পাকের পথের পথিক দুনিয়া থেকে মুক্তি পেতে চায়, তার জন্য আল্লাহর রসূলের অনুসরণ ছাড়া অন্য কোন পথ নেই। এ ধরনের মানুষকে যথেষ্ট ভেবে-চিন্তে, বুঝে-শুনে অবিচল বিশ্বাসের সাথে আল্লাহর রসূলের সীরাত অনুসরণ করতে হবে।আর রাহীকুল মাখতুম নামের এই গ্রন্থ আল্লামা শেখ ছফিউর রহমানের পরিশ্রমের চমৎকার ফসল। ১৩৯৬ হিজরিতে তিনি রাবেতায়ে আলামে ইসলামীর সীরাতুন্নবী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং এই গ্রন্থ প্রথম স্থান অধিকারের শ্রেষ্ঠত্ব লাভ করে।

উক্ত বইটি আপনার জীবনে বিরাট প্রভাব ফেলবে তা নিঃসন্দেহেই বলা যায়।জীবনে অন্যরকম অনাবীল শান্তি আসবে যা আগে কখনো অনুভব করেননি। তাই কোনোরূপ দ্বিধা ছাড়াই বইটা পড়ে ফেলুন।
লেখকঃ আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
প্রকাশনীঃ দারুত তাহলীল প্রকাশনী
পৃষ্ঠাঃ ৭৯৬
বইয়ের মূল্যঃ ৩৯০ টাকা
মুদ্রিত মূল্যঃ ৯৫০ টাকা
পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ সুবিধা
অর্ডার করতে ইনবক্স করুন
https://www.facebook.com/masrurbooks

বই দুটি পাচ্ছেন মাত্র ৫০০ টাকায়। ঢাকা শহরে ডেলিভারি একদম ফ্রি। অর্ডার করতে ইনবক্স করুন Masrur-মাসরুর প্রকাশনী #আলআযকারকি...
09/10/2023

বই দুটি পাচ্ছেন মাত্র ৫০০ টাকায়। ঢাকা শহরে ডেলিভারি একদম ফ্রি। অর্ডার করতে ইনবক্স করুন Masrur-মাসরুর প্রকাশনী
#আলআযকার
কিতাববইটি প্রণয়ণের পর থেকে অধ্যাবধি পাঠক মহলে ব্যাপক সমাদৃত।বইটিকে সংক্ষিপ্ত দুআ,যিকির ও আমল বিশ্বকোষও বলা যেতে পারে। এক কথায় একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে এটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।যেসব বৈশিষ্ট্যসমূহের কারণে আল আযকার বইটি অনন্য ও কালজয়ী
#তাসাউফওআত্মশুদ্ধি
আল্লাহকে সন্তুষ্ট করতে চান?
তাহলে 'তাসাউফ ও আত্মশুদ্ধি' বইটি আপনার জন্যই। বইটা পড়লে মনে হবে প্রতিটা কথা একদম আপনার জন্যই লেখা হয়েছে। নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে সৎ পথে চালনার জন্য এর থেকে ভালো সাহায্যকারী বই আর নেই বললেই চলে।

অর্ডার করতে ইনবক্স করুন
https://www.facebook.com/masrurbooks

বই দুটি পাচ্ছেন মাত্র ৫৫০ টাকায়। ঢাকা শহরে ডেলিভারি একদম ফ্রি। অর্ডার করতে ইনবক্স করুন Masrur-মাসরুর প্রকাশনী
#আলআযকার
কিতাববইটি প্রণয়ণের পর থেকে অধ্যাবধি পাঠক মহলে ব্যাপক সমাদৃত।বইটিকে সংক্ষিপ্ত দুআ,যিকির ও আমল বিশ্বকোষও বলা যেতে পারে। এক কথায় একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে এটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।যেসব বৈশিষ্ট্যসমূহের কারণে আল আযকার বইটি অনন্য ও কালজয়ী
#তাসাউফওআত্মশুদ্ধি
আল্লাহকে সন্তুষ্ট করতে চান?
তাহলে 'তাসাউফ ও আত্মশুদ্ধি' বইটি আপনার জন্যই। বইটা পড়লে মনে হবে প্রতিটা কথা একদম আপনার জন্যই লেখা হয়েছে। নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে সৎ পথে চালনার জন্য এর থেকে ভালো সাহায্যকারী বই আর নেই বললেই চলে।
অর্ডার করতে ইনবক্স করুন
https://www.facebook.com/masrurbooks

নবী করীম ﷺ- এর জীবনীতে রয়েছে আমাদের সকল সমস্যার সমাধান।নববী আদর্শের আলোকে জীবনকে কীভাবে সুখময় করা যায়; সঙ্কট এরানো যা...
06/10/2023

নবী করীম ﷺ- এর জীবনীতে রয়েছে আমাদের সকল সমস্যার সমাধান।
নববী আদর্শের আলোকে জীবনকে কীভাবে সুখময় করা যায়; সঙ্কট এরানো যায়, দুঃখ কিভাবে জয় করা যায়, ভাঙ্গা সম্পর্কগুলো জোরা লাগানো যায়, নববী আখলাক দ্বারা সকলের মন জয় করা যায়, সে কথাই তুলে ধরেছেন পুরো বইয়ে।

রাসুলুল্লাহ ﷺ- এর জীবনে উপকরণ কম ছিল, তবুও তিনি বিশ্ব জাহানকে মুগ্ধ করেছিলেন। আজও যারা দুনিয়া জয় করেছেন, তারা নবীজীর আদর্শ অনুসরণ করেই করেছেন। সেই কথাগুলোই তিনি সুন্দর বিন্যাস এবং সীরাত থেকে অনুপম উদাহরণগুলো বইয়ে তুলে ধরেছেন।

বই সম্পর্কে দুয়েকটি কথাঃউক্ত বইটি আপনার জীবনে বিরাট প্রভাব ফেলবে তা নিঃসন্দেহেই বলা যায়।জীবনে অন্যরকম অনাবীল শান্তি আসবে যা আগে কখনো অনুভব করেননি। তাই কোনোরূপ দ্বিধা ছাড়াই বইটা পড়ে ফেলুন। আর জীবন উপভোগ করুন Enjoy Your life

লেখকঃ ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী
প্রকাশনীঃ সোলেমানিয়া প্রিন্টার্স এন্ড পাবলিশার্স
পৃষ্ঠাঃ ৪৮০
বইয়ের মূল্যঃ ৩০০ টাকা (৪৫% ছাড়)
মুদ্রিত মূল্যঃ ৭০০ টাকা
পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ সুবিধা
অর্ডার করতে মেসেজ বা ফোন করুন।
ঢাকায় ডেলিভারি চার্জ - ৬০ টাকা।
ঢাকার বাইরে - ১০০ টাকা।। অর্ডার করতে ইনবক্স করুন

৬ টি গুরুত্বপূর্ণ ইসলামিক বই, যা একজন মুসলিম হিসেবে ইসলামের জ্ঞানে আপনার জীবনকে আলোকিত করে তুলবে। বই গুলো খুবই তাৎপর্যপূ...
28/09/2023

৬ টি গুরুত্বপূর্ণ ইসলামিক বই, যা একজন মুসলিম হিসেবে ইসলামের জ্ঞানে আপনার জীবনকে আলোকিত করে তুলবে। বই গুলো খুবই তাৎপর্যপূর্ন।

প্যাকেজ মূল্য - ১৩৯৯ টাকা।
১ - আর রাহিকুল মাখতুম।।
২ - আল আযকার।
৩ - ফয়জুল কালাম।।
৪ - তাসাউফ ও আত্নশুদ্ধি।
৫ - জীবন উপভোগ করুন।।
৬ - লা তাহজান

ঢাকায় ডেলিভারি চার্জ - ৬০ টাকা।
ঢাকার বাইরে - ১০০ টাকা।। অর্ডার করতে ইনবক্স করুন
https://www.facebook.com/masrurbooks

বই দুটি পাচ্ছেন মাত্র ৫৫০ টাকায়। ঢাকা শহরে ডেলিভারি একদম ফ্রি। অর্ডার করতে ইনবক্স করুন Masrur-মাসরুর প্রকাশনী #আলআযকারকি...
18/09/2023

বই দুটি পাচ্ছেন মাত্র ৫৫০ টাকায়। ঢাকা শহরে ডেলিভারি একদম ফ্রি। অর্ডার করতে ইনবক্স করুন Masrur-মাসরুর প্রকাশনী
#আলআযকার
কিতাববইটি প্রণয়ণের পর থেকে অধ্যাবধি পাঠক মহলে ব্যাপক সমাদৃত।বইটিকে সংক্ষিপ্ত দুআ,যিকির ও আমল বিশ্বকোষও বলা যেতে পারে। এক কথায় একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে এটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।যেসব বৈশিষ্ট্যসমূহের কারণে আল আযকার বইটি অনন্য ও কালজয়ী
#তাসাউফওআত্মশুদ্ধি
আল্লাহকে সন্তুষ্ট করতে চান?
তাহলে 'তাসাউফ ও আত্মশুদ্ধি' বইটি আপনার জন্যই। বইটা পড়লে মনে হবে প্রতিটা কথা একদম আপনার জন্যই লেখা হয়েছে। নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে সৎ পথে চালনার জন্য এর থেকে ভালো সাহায্যকারী বই আর নেই বললেই চলে।
অর্ডার করতে ইনবক্স করুন
https://www.facebook.com/masrurbooks

১- শয়তানকে বিরুদ্ধে লড়াই২- নফসের বিরুদ্ধে লড়াইকতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি না; তাহাজ্জুদে মন ফিরাতে পারি না। ফ...
27/08/2023

১- শয়তানকে বিরুদ্ধে লড়াই
২- নফসের বিরুদ্ধে লড়াই

কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি না; তাহাজ্জুদে মন ফিরাতে পারি না। ফজরে উঠতে পারি না; জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না।

আমি জানতে চাই, কে সে? কে আমাকে এভাবে ঘোরাচ্ছে? কে আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে, জাহান্নামের তালা খুলছে? সে তো আর কেউ নয়; সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত, লাগামহীন নফস। নফসের ধোঁকায় পড়ে আমরা কতশত গোনাহ করছি, তার কোন হিসেব নেই।

তাই, সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আর এই লড়াইয়ে বক্ষমান বইটি আপনার আমার জন্য খুবই উপকারী হবে, ইন শা আল্লাহ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Masrur-মাসরুর প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masrur-মাসরুর প্রকাশনী:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share