কদর আর কবর

কদর আর কবর A woman's mind is like a mirror Whatever comes before him is reflected, in that mirror he forgets

31/07/2025

আমার উনি যখন বাচ্চার মা হবে🥰

31/07/2025

তুমি ছিলে...!

29/07/2025

খারাপ সময় চলে যাবে

নিজেকে পরিবর্তন করা কঠিন...🖤কিন্তু অসম্ভব কিছু না...! 🥰আর,,, আবেগ যদি শিখায় অভিযোগ করতে...🙄তাহলে অভিজ্ঞতা শিখায় চুপ থাকত...
28/07/2025

নিজেকে পরিবর্তন করা কঠিন...🖤
কিন্তু অসম্ভব কিছু না...! 🥰
আর,,, আবেগ যদি শিখায় অভিযোগ করতে...🙄
তাহলে অভিজ্ঞতা শিখায় চুপ থাকতে...🤫🖤

বিনয়ের চাইতে সুন্দর আর কোনো পোশাক নেই 🥰🤗
27/07/2025

বিনয়ের চাইতে সুন্দর আর কোনো পোশাক নেই 🥰🤗

27/07/2025

Heart touching 🥰

সময়ের স্রোতে নিঃশব্দে হাড়িয়ে যাওয়া খুব সামান্য একজন মানুষ আমি।যাকে খুব সহজেই জীবনের গল্প থেকে মুছে ফেলা যায়।যার উপস্থিতি...
27/07/2025

সময়ের স্রোতে নিঃশব্দে হাড়িয়ে যাওয়া খুব সামান্য একজন মানুষ আমি।
যাকে খুব সহজেই জীবনের গল্প থেকে মুছে ফেলা যায়।
যার উপস্থিতি বা অনুপস্থিতি কাউকে এতটুকুও নাড়া দেয় না।
যার এই অন্ধকার জগতে একটু আলোর আভা নিয়ে কেউ আসলেও সুযোগ বুঝে আবার চলেই যায়।

23/07/2025

এই শহরে এত এত মানুষ তবুও মানুষ কেন মানুষের অভাবে মরে মানুষ কেন মানুষের অভাবে ছটফট করে মানুষ কেন নিদিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয় কেনই বা তার জন্য কেঁদে কেঁদে চোখ ভাষায় অমৃত পর্যন্ত আসলে মানুষের যখন কোন নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে যায় তখন ওই মানুষটা ছাড়া আস্ত একটা পৃথিবীর শূন্য মনে হয় নির্দিষ্ট মানুষটা ছাড়া একটা দিনও একটা বছর মনে হয় কারণ যাকে মন একবার ভালোবেসে আপন ভাবে তার অভাবটা অন্য কাউকে দিয়ে পূরণ হয় না তার জায়গায় টা ঠিক তার মতো খালি পড়ে থাকে হাজার মুখ হাজার হাসি থেকেও সেই একটা মুখ না থাকলে সব -ই ফাঁকা ফাঁকা লাগে শুধু তার জন্যই বেঁচে থাকতে ইচ্ছে করে আবার তার যন্ত্রণায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই কেমন অদ্ভুত মায়া তুমার 😅💔

22/07/2025

😊

22/07/2025

যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!😫😫

22/07/2025

আঁকড়ে ধরার জন্য রুপ সৌন্দর্যের,—
–প্রয়োজন হয় না পাশাপাশি চলার মতো
-বিশ্বস্ত একজন যথেষ্ট.!🤍🌺🥀😍

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কদর আর কবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কদর আর কবর:

Share

Category