Bdjobnow.com

Bdjobnow.com This is on of the largest and country First provide Job News , Visa Info news and Education info site in BD.

Hello Dear Viewers, Welcome to Bdjobnow.com the largest Bangladeshi Jobs Site. We publish all Category Jobs In BD, Such as govt Jobs, Private company Jobs, Medicals & pharma Jobs, Educational Jobs, addmission & Results News etc.

🇮🇹 ইতালিতে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কেমন হবে এই দেশ?🇮🇹ইতালি, যেখানে পাস্তা খেতে খেতে পিএইচডি, পিৎজা খেতে...
23/04/2025

🇮🇹 ইতালিতে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কেমন হবে এই দেশ?🇮🇹

ইতালি, যেখানে পাস্তা খেতে খেতে পিএইচডি, পিৎজা খেতে খেতে মাস্টার্স! 😄 বাংলাদেশিদের জন্য ইতালিতে পড়াশোনা মানে শুধু বই-খাতা নয়, পাস্তা-পিৎজার সাথে শিক্ষার মিশ্রণ। এছাড়াও, চাইলে আপুরা ইতালীয় একজন বয়ফ্রেন্ড জুটিয়ে ভ্লগ করে জাকারবার্গ মামার কাছ থেকে হাজার হাজার ডলার ও কিন্তু হাতিয়ে নিতে পারবেন! 🤣🤣🤣

যাক, আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি-🤫

🎓 টিউশন ফি:
ইতালির পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত €৮০০ থেকে €৪,০০০ এর মধ্যে থাকে।

🪨জীবনযাত্রার খরচ:
মাসিক খরচ প্রায় €৬০০-৮০০

📄 ব্যাংক স্টেটমেন্ট:
√ব্যাংক স্টেটমেন্টে কমপক্ষে €১০,০০০ থেকে €১৩,০০০ (প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা) প্রদর্শন করা উচিত। এই পরিমাণ আপনার কোর্সের মেয়াদ ও টিউশন ফি অনুযায়ী পরিবর্তিত হতে পারে।​
√ব্যাংক স্টেটমেন্ট গত ৬ মাসের, ব্যাংকের স্ট্যাম্প ও স্বাক্ষরসহ
√স্পন্সর থাকলে: বাবা-মা বা অভিভাবকের স্টেটমেন্ট, আয় প্রমাণ, স্পন্সরশিপ লেটার প্রয়োজন
√ব্লক মানি প্রয়োজন নেই

🏛️ বিখ্যাত বিশ্ববিদ্যালয়সমূহ:
সাপিয়েনজা ইউনিভার্সিটি অব রোম
পলিটেকনিকো দি মিলানো
ইউনিভার্সিটি অব পাডোভা
ইউনিভার্সিটি অব বোলোনিয়া
ইউনিভার্সিটি অব ত্রেন্তো

🗓️ বিশ্ববিদ্যালয়ে আবেদন ও ডেডলাইন:
আবেদন প্রক্রিয়া সাধারণত নভেম্বর থেকে শুরু হয়ে মে বা জুন পর্যন্ত চলে! উদাহরণস্বরূপ, সাপিয়েনজা ইউনিভার্সিটি অব রোমে নন-ইইউ ভিসা প্রার্থীদের জন্য প্রি-সিলেকশন ডেডলাইন ২৯ এপ্রিল ২০২৫।

🍾স্কলারশিপ:
√DSU স্কলারশিপ
√ইতালিয়ান গভার্নমেন্ট স্কলারশিপ
√বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ

⏳ স্টাডি গ্যাপ:
ব্যাচেলর প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ২ বছর এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য, যদি তা যথাযথভাবে ব্যাখ্যা করা যায়। ​

🏅IELTS:
সাধারণত IELTS ৫.৫ থেকে ৬.০ প্রয়োজন, তবে কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজি মাধ্যমে পূর্ববর্তী শিক্ষার প্রমাণ দিলে IELTS ছাড়াও আবেদন গ্রহণ করে।

📌 ভিসা আবেদন প্রক্রিয়া:
√ভিসা টাইপ: ডি-টাইপ ন্যাশনাল ভিসা।​
√বাংলাদেশে ইতালির দূতাবাসে সরাসরি আবেদন করা যায়; পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

👨‍👩‍👧‍👦 স্পাউস ও বাচ্চা নিয়ে যাওয়ার প্রক্রিয়া:
সাধারণত, স্টুডেন্ট ভিসার সাথে স্পাউস ও শিশুদের একসাথে নিয়ে যাওয়া সম্ভব নয়।

👔ইতালিতে পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের ধাপসমূহ:
পড়াশোনা → কাজ খোঁজার পারমিট (১ বছর) (১২ মাসের জন্য "Permesso di Soggiorno per Ricerca Lavoro") → চাকরি পেয়ে কাজের পারমিট (চাকরি পেলে "Permesso di Soggiorno per Lavoro Subordinato" এ রূপান্তর)
→ ৫ বছর পর স্থায়ী রেসিডেন্স পারমিট → ১০ বছর পর নাগরিকত্ব।​

✅ PROS:
√কম টিউশন ফি ও জীবনযাত্রার খরচ।
√বিভিন্ন স্কলারশিপের সুযোগ।
√ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে ভ্রমণের সুযোগ।
√আন্তর্জাতিক মানের শিক্ষা।​

⚠️ CONS:
√ইতালিয়ান ভাষার প্রয়োজনীয়তা (বিশেষ করে দৈনন্দিন জীবনে)।
√ভিসা প্রক্রিয়া সময়সাপেক্ষ হতে পারে।
√কিছু ক্ষেত্রে চাকরির সুযোগ সীমিত হতে পারে।

#বাংলাদেশি_ছাত্রছাত্রী

02/02/2025

কিচ্ছু বলার নেই,

27/10/2024

বিতর্কিত কারিকুলামের মাধ্যমিকের
ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আগের সব বই বাতিল করা হয়েছে।
👇
সূত্রঃ "নয়া দিগন্ত"

08/10/2024

এটাই অবসরের সঠিক সময়, আমার এক ফোটাও আক্ষেপ নেই: মাহমুদউল্লাহ

29/08/2024

জোর পুর্বক পদত্যাগ করার সময় স্কুল শিক্ষকের মৃত্যু।

29/08/2024

আজ থেকে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা
সোর্স:- যমুনা টিভি।

25/08/2024

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয়ী
বাংলাদেশের সকল খেলায়াড়
ও কর্মকর্তাদের শুভেচ্ছা অভিনন্দন।

25/08/2024

ড. মুহাম্মদ ইউনূস এর সাথে ৪৪টি এনজিও এর বৈঠকে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

24/08/2024

২০ জনের একটি বোটে ১৫ জনই উদ্ধারকর্মী!!
এসব শো-অফ নাটক বাদ দিয়ে সেই টাকাটা বিশ্বস্ত কোনো ফাউন্ডেশনে দিয়ে দেন উপকার হবে।

21/08/2024

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। এডহক কমিটি গঠনের নির্দেশ

20/08/2024

এইচএসসির বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে, পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Bdjobnow.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share