ইসলামী জ্ঞানের ভুবন

ইসলামী জ্ঞানের ভুবন আস-সুন্নাহ ফাউন্ডেশনের অপ্রাতিষ্ঠানিক শিক্ষার অংশ হিসেবে ইসলামী জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করা হয় এই পেজের মাধ্যমে।

ওয়েবসাইট: https://ikw.info
(234)

30/05/2025
23/05/2025
16/05/2025
09/05/2025
02/05/2025
25/04/2025
18/04/2025
24/03/2025

কুরআন পাঠ ও প্রতিযোগিতা-২০২৫

回 চূড়ান্ত পরীক্ষা 回

◑ প্রাসঙ্গিক জ্ঞাতব্য ◑

☑ প্রশ্নসংখ্যা: ১২০ টি।

🕐 সময়: ১ ঘণ্টা (৫:২০⸺৬:২০)

🔗 পরীক্ষায় অংশ নিতে ক্লিক করুন: https://ikw.info

(রেজিস্ট্রেশন না করে থাকলে সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে অংশ নিন।)

24/03/2025

বহুল প্রতীক্ষিত কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা ৫টা ২৫ মিনিটে।

লিংকে প্রবেশ করে লগইন করে থাকতে পারেন: https://ikw.info

মাত্র ১২০ টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারেন উমরাহ-সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার!

24/03/2025

জীবন চলার পথে মহান আল্লাহ আমাদেরকে এমন সব বিস্ময়ের সামনে দাঁড় করিয়ে দেন, যার মুখোমুখি হলে স্রেফ অভিভূত হয়ে পড়তে হয়। আমাদের অফিসে তেমনই এক অভিভূত হওয়ার মতো ঘটনা ঘটেছে আজ।

আপনারা জানেন, ৩ টি উমরাহ-সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার সংবলিত কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। সেই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন এমন এক অদম্য তরুণ, যিনি জন্মান্ধ।

বাবার সাথে তিনি আজ আমাদের অফিসে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। এই তরুণই জন্ম দিয়েছেন বিস্ময়ের।

তরুণের নাম সিয়ামুল ইসলাম। অদম্য চেষ্টায় তিনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অবাক করা বিষয় হলো, কম্পিউটার থেকে শুনে শুনে তিনি কুরআন হিফজ করেছেন।

আমরা শুনতে চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চমৎকার কণ্ঠে সুরা আলে ইমরান থেকে তেলাওয়াত করে শোনালেন।

চোখে আলো না থাকা সত্ত্বেও দীনের প্রতি তার দরদ এবং সেই দরদ থেকে কুরআন প্রতিযোগিতায় অংশ নেয়ার এই ঐকান্তিক প্রচেষ্টা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। তার এই প্রচেষ্টা ও দরদকে আমরা স্বাগত জানাই।

আপনাদের প্রতি নিবেদন—এক জন্মান্ধ তরুণ, যিনি চোখে দেখেন না, তারপরও কুরআনের ভালোবাসায় তিনি যদি কুরআন প্রতিযোগিতায় অংশ নেন, তবে সুস্থ-সবল আপনি কেন নন?

24/03/2025

কুরআন প্রতিযোগিতার নমুনা পরীক্ষা-১২

নিজেকে যাচাই করতে পরীক্ষায় অংশ নিন।

লিংক: https://ikw.info

24/03/2025

ইতিকাফ অবস্থায় পরীক্ষায় অংশ নেয়া যাবে কি না অনেকে জানতে চেয়েছেন। জ্বি, ইতিকাফ অবস্থায়ও অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে আজ রাতে মসজিদে মোবাইল আনিয়ে রাখতে পারেন।

ইতিকাফ অবস্থায় কুরআনের জ্ঞানের প্রতিযোগিতা ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ।

Address

Aftabnagar
Dhaka
1212

Telephone

+8809610001089

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী জ্ঞানের ভুবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামী জ্ঞানের ভুবন:

Share