EduCareer Insight Bangladesh

EduCareer Insight Bangladesh This is a unique page, we publish various unique content that help you to enrich your knowledge.
(1)

আলহামদুলিল্লাহ!
06/07/2025

আলহামদুলিল্লাহ!

05/07/2025

সম্ভব হলে এই ভিডিওটা প্রতিটা বাঙালীকে দেখাতাম। মাত্র ২মিনিট ৫১ সেকেন্ড চিন্তার ভিত নাড়িয়ে দিতে যথেষ্ট।

বক্তাঃ আব্দুল কাফি
সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

ভিডিও কৃতজ্ঞতাঃ Chaepanil

03/07/2025

বিসিএস দিয়া কাস্টমসে চাকরি পাইছিলো এক ভাই। বেতন বলে ২৮ হাজার টাকা।ভাইরে জিগাইলাম, এত কম বেতনে সংসার চলব? ভাই কইছিলো,তিন বছর কষ্ট কইরা এই চাকরি পাইছি। কষ্টের টাকায় বরকত আছে।

এক বছর পর আজকে হঠাৎ ভাইর সাথে দেখা। গল্প শুনাইলো ঢাকায় ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। আবার নাকি প্লট দেখতাছে। জিগাইলাম ভাই, ২৮ হাজার টাকা বেতনে এত কিছু কেমনে কি? ভাই সিনা টান কইরা বলল, কইছিলাম না কষ্টের টাকা।চাকরিটায় বরকত আছে।

বেতনও নাকি তোলা লাগে না। বরকত ভরপুর।

আমিও স্বগর্বে ভাবলাম, আলহামদুলিল্লাহ।

-Nahid Prince

কপাল ভালো!
02/07/2025

কপাল ভালো!

29/06/2025

এগুলো কে খেলা বলে!

21/06/2025

Life is full of choices and sometimes the smallest decision can make big positive impact.


চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন। জমানো টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা। জমি কিনেন নাই, ফ্ল্যাট বাড়ি বা...
20/06/2025

চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন। জমানো টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা। জমি কিনেন নাই, ফ্ল্যাট বাড়ি বানানোর পিছনে ছুটেন নাই। সঞ্চিত অর্থ পুরোটা তুলে দিয়েছেন শিশুদের চিকিৎসায়।

কোটিপতি নন। ছাপোষা জীবন। ওষুধ কোম্পানির সাধারণ চাকুরী করতেন। পরিবার নিয়ে নিত্যন্ত সাধামাটা সংসার। নিজের তিলে তিলে করে জমানো সবটুকু অর্থ তুলে দিয়েছেন তিনি ক্যা&%ন্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায়। যার কিছুই নাই তিনি নিজের সর্বস্র দান করে দিয়েছেন শিশুদের চিকিৎসায়। যাদের অনেক অনেক অনেক আছে তারা পাচার করে গড়ে তোলে বেগম পাড়া, হয় ফরেন দেশের সেরা ধনী।

কাজী মোহাম্মদ আলী বলেন, ‘ আমি ৫০ ভাগ খুশি হয়েছি টাকাটা তুলে দিতে পেরে। শতভাগ শান্তি পাব যখন শুনব এই সহায়তায় ক্যা&%নসার আক্রান্ত কোনো শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।’ আমার ক্ষমতা থাকলে এই মানুষগুলোর গল্প আমাদের স্কুলের পাঠ্যবইয়ে মহৎ বাক্তিবর্গের জীবনী পাতায় তুলে ধরতাম।

মানুষটির নাম কাজী মোহাম্মদ আলী। আমার চোখে কাজী মোহাম্মদ আলীর মতো সাধারণ নিভৃতচারী সাদা মনের মানুষগুলোই জাতীয় বীর।

কোথায় পড়বে জানিনা !
20/06/2025

কোথায় পড়বে জানিনা !

এই বাংলাদেশে হাজারো ব্যার্থতা নিয়েও যুগযুগ ধরে পদ আঁকড়ে ধরে থাকতে দেখেছি। সম্ভবত, এই প্রথম বাংলাদেশে কেউ স্বেচ্ছায় মন্ত্...
25/02/2025

এই বাংলাদেশে হাজারো ব্যার্থতা নিয়েও যুগযুগ ধরে পদ আঁকড়ে ধরে থাকতে দেখেছি। সম্ভবত, এই প্রথম বাংলাদেশে কেউ স্বেচ্ছায় মন্ত্রিত্ব ছেড়ে সাধারণের কাতারে নেমে আসলেন।
শুভকামনা রইলো।

শহীদ ইসমাইল। রিকশাচালক। রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে সে। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চ...
17/01/2025

শহীদ ইসমাইল। রিকশাচালক। রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে সে। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের (গেট দারোয়ান) কাছে। The saddest part of the story is গেট দারোয়ানরা সেদিন গেট খুলে দেয়নি।

অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির উপরেই প্রাণ হারায় শহীদ ইসমাইল। ফটোগ্রাফার তোলেন ছবি। পুলিশ চেয়ে চেয়ে দেখে ইসমাইলের মৃত্যু, বুলেটের বিজয়।

এই পুলিশ কিন্তু এখনো বাইরে। শহীদ ইসমাইলের হাড় মিশে যাবে মাটিতে, কবরে জেগে উঠবে বাঁশের ঝাড়। কিন্তু পুলিশ ঘুরবে লোকালয়ে, স্বাধীনভাবে, খুনের দায় নিয়ে।

ছবি তুলেছেন: রাকিব হাসান

Elon Musk, টিউলিপকে দূর্নীতিবাজ বলেছেন। হাসু আপার সৈনিকরা সবাই X এ গিয়ে Elon Musk কে রিপোর্ট মেরে আসো!
16/01/2025

Elon Musk, টিউলিপকে দূর্নীতিবাজ বলেছেন। হাসু আপার সৈনিকরা সবাই X এ গিয়ে Elon Musk কে রিপোর্ট মেরে আসো!

15/01/2025

সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসাবে আগামী নির্বাচনে "আওয়ামী লীগ" কে অংশগ্রহণের সুযোগ দেয়ার আদেশ দিয়েছে ভারত!
©

Address

Nazrul Avenue
Dhaka

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when EduCareer Insight Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share