Captures of Jaka

Captures of Jaka This my own page, will upload video of my daily life and activities. For promotion & Collaboration please Inbox.
(1)

17/07/2025

সব রাজনৈতিক দলগুলো এতো মা”রা”মা”রি করছে
শুধুমাত্র জনগণের সেবা করার জন্য..
কতটা সৌভাগ্যবান দেশের মানুষ, ভাবা যায়!!

16/07/2025

সব দেখি "গোয়ালালগঞ্জ"

16/07/2025

NCP দেখিয়ে দিলো সমাবেশ ও করলো সারা বাংলাদেশ দেখলো।
এনসিপির সবচেয়ে বড় অর্জন হচ্ছে তারা গোপালগঞ্জে দাড়িয়ে "মুজিববাদ মুর্দাবাদ" বলতে পারছে ।

Big shout out to my newest top fans! 💎 عبدالوهاب التنجي, ফয়েজ আহমেদ, Safwan Borsha, Ashrafull IslamDrop a comment to we...
16/07/2025

Big shout out to my newest top fans! 💎 عبدالوهاب التنجي, ফয়েজ আহমেদ, Safwan Borsha, Ashrafull Islam

Drop a comment to welcome them to our community,

14/07/2025

এই ত সেদিন সন্ধ্যা বেলা।।।

14/07/2025

একদিন একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম কিছু দরকারে, তো এক দম্পতি তাদের বাচ্চা নিয়ে এসেছে দোকানে। দোকানদার যখন উনাদের কাপড় দেখাচ্ছে তখন তাদের চার-পাঁচ বছর বয়সের বাচ্চাটা সেই কাপড়গুলোর উপর উঠে লাফাতে শুরু করলো।

মুহূর্তের ভিতর কাপড়ের ভাজ নষ্ট হয়ে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেলো।

দোকানদার চোখ মুখ কপালে তুলে ফেলছে কিন্তু কিছু বলতে পারতেছে না কারন কাস্টমার লক্ষী।

বাচ্চা একটু পর দোকানে থাকা একটা টবে লাগানো গাছের উপর আক্রমন চালালো। একটা ছাগল গাছের যে পরিমান ক্ষতি করতে পারে তার চেয়ে একটু বেশি করে গাছের সানডে মানডে ক্লোজ করে দিলো।

দোকানদার চোখমুখ লাল করে চুপচাপ দাড়িয়ে আছে কারন কাস্টমার লক্ষী৷ আর বাচ্চার বাপ মা নির্বিকার ভঙ্গিতে তাদের কাজ করতেছে, যেনো এসব কিছুই তারা দেখতেছে না।

সব শেষে এই পিচ্চি দোকানদারের দাড়ি টানাটানি শুরু করলো। বাচ্চার খায়েশ সে ঐ দোকানদার আংকেলের দাড়ি ধরে ঝুলু খাবে।

এতোক্ষণ পর দোকানদারের প্রচন্ড বিরক্ত ও অসহায় মুখভঙ্গি দেখে বাচ্চার বাবার বাচ্চাকে নিষেধ করার বোধ হলো। বাচ্চার বাবা অতি আহ্লাদী ভঙ্গিতে বাচ্চাকে ছেলেধরার ভয় দেখায়ে থামানোর চেষ্টা করলেন কিছুক্ষন।

কিন্তু এই বাচ্চা তো ছেলে ধরা দেখে ভয় পাওয়ার না, উল্টা ছেলে ধরার নিজের জীবনের উপর মায়া থাকলে এই বাচ্চারে ধরার চিন্তা করবে না।

তাই বাচ্চা তার বাপের কথার তোয়াক্কা না করে সর্বশক্তি নিয়ে দোকানদারের দাড়ির উপর ঝাপিয়ে পড়ে।

পাঁচ বছরের বাচ্চা হলেও শরীর স্বাস্থ্যে মিনি সাইজের এই হাতির হাত থেকে দোকানদারকে রক্ষা করতে আমিসহ দোকানদারের দুইজন কর্মচারিকে হাত লাগাতে হলো।

সব শেষে বাচ্চার মা পরিস্থিতি হালকা করতে একটা হাসি দিয়ে বললো -
“আমার বাবুটা একটু এই রকমই বড্ড দুষ্টামি করে, কি যে করি?”

বাচ্চার মায়ের এমন প্রতিক্রিয়া দেখে এতোক্ষণ চুপ থাকা দোকানদার তার "কাস্টমার লক্ষী" এই নীতি বাতিল করে বললেন -

“সরিষার তেল মাখানো কাঁচাকন্চি দিয়ে জ্বীন ঝারা মাইর দরকার, শুধু আপনার বাবুর না, সাথে বাবুর বাপ আর আপনারেও, বাবুর দাদা দাদি নানা নানি থাকলে তাদেরও দিতে হবে।”

মহিলা আর তার বর মুখ বাঁকা করে পাশের দোকানে যাচ্ছিলো, তখন পাশের দোকানদার বলে উঠলো,
“আপা আমরা দোকান বন্ধ করবো এখন অন্য দিন আসেন।”

©
কুন্তল হোসেন

শুভ সকাল।
14/07/2025

শুভ সকাল।

13/07/2025

আমাদের দেশেও এরকম করা দরকার ট্রাফিক রুল ভঙ্গ করলে।

12/07/2025

বাংলার ঐতিহ্য গ্রামীন মেলা।

11/07/2025

টাইটানিক ডুবে যাওয়ার কারণ ছিল আইসবার্গ আর বিএনপির ডুবে যাওয়ার জন্য কারণ হলো চাঁদাবাজ। অবশ্য দলের বড় নেতা যখন বলেন ইউটিউব করে আমরা টাকা কামাই, চাইলে তারা চাঁদা উঠিয়ে আমাদের দিবে। মৌখিক লাইসেন্স তো দেওয়াই হয়ে গেছে।

11/07/2025

আজকে মিডফোর্ডের ঘটনায় BNP দা"লা"রে"রা কিছু বলবে না নির্বাচন কি এই জন্য যাতে সাধারন মানুষকে এই ভাবে বুকে পাথর মে"রে মা"রতে পারে🫵

জুম্মা মোবারক।।।
11/07/2025

জুম্মা মোবারক।।।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Captures of Jaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Captures of Jaka:

Share