Freelencer Sazzad

Freelencer Sazzad Professional Freelancer

28/10/2024

ক্লাইন্টের ব্যাথা যুক্ত জাগয়া খুঁজে বের করুন এবং সজোরে হিট করুন!
You will get the clients from anywhere.

19/10/2024

আমরা যারা ফ্রিলান্সার আছি, সবার ক্যারিয়ারে এমন একজন ক্লাইন্ট এসেছে যিনি কিনা আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল, সেই ক্লাইন্টের নাম কি ছিলো?

5 Star review from Fiverr
07/10/2024

5 Star review from Fiverr

18/09/2024

হাই সুপার মার্কেটার্স!
একটিভ থাকলে ইনবক্সে নক দেন!
আপনাদের একটা লাইভ প্রজেক্ট দেখাই।

আলহামদুলিল্লাহ! আমার একটা প্রজেক্ট বাংলাদেশের বাজে পরিস্থিতির জন্য কিছুদিন বন্ধ ছিলো!গতকাল ক্লাইন্ট নক দিয়ে নতুন একটা মা...
08/09/2024

আলহামদুলিল্লাহ! আমার একটা প্রজেক্ট বাংলাদেশের বাজে পরিস্থিতির জন্য কিছুদিন বন্ধ ছিলো!
গতকাল ক্লাইন্ট নক দিয়ে নতুন একটা মার্কেটিং প্লান দিল যেটা কিনা তার কোম্পানির ৬জন মিলে গত ১৫ দিনে তৈরী করেছে, এবং আমাকে বলা হলো! সাজ্জাদ প্লিজ এটা চেক করে দেখো, আমি তোমার কনফার্মেশনের জন্য অপেক্ষা করছি!

আমি জাস্ট ওদের মার্কেটিং প্লান দেখে অভাব, তারা প্রতিটি বিষয় এতোটা সিরিয়াসলি নেয় জাস্ট ওয়াও!

আমি দেখে আমার আইডিয়া শেয়ার করার চেয়ে বেশি কিছু শিখলাম!

কাজ শেষ করে প্রায় সকাল ৬টার পর ঘুমিয়ে পড়ি!
ঘুমি থেকে উঠে দেখি $500 এডভান্স দিয়ে দিয়েছে।

আমি শুকরিয়া আদায় করছি!

আমার নিজের ফ্রিলান্সিং ক্যারিয়ার দীর্ঘায়িত করার কোন ইচ্ছে নেই যতদ্রুত সম্ভব নিজেকে পুরোপুরি বিজনেস মুভ করার ট্রাই করব।

তবে আমি চেষ্টা করব আমার দ্বারা যেনো কিছু মানুষের উপকার হয়।

07/09/2024

প্রচুর শিখতে হবে!
ফ্যাক্ট: বিগ প্রজেক্ট

05/09/2024

অনেকদিন পর আমার সবচেয়ে পছন্দের জায়গা রামপুরায় এসেছি!
এখানে এসে একটা বিষয় রিয়েলাইজ করলাম, কিছুদিন আগেও রাস্তায় শত শত মানুষের রক্ত এবং লাশ পড়ে ছিলো বাট কয়েকটি দিনের ব্যবধানে সব কিছুই যেনো স্বাভাবিক।

ভাইতেই শরীরের লোম দাড়িয়ে গেলো, কান্নায় চোখ ভারি হয়ে এসেছে।

যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন এই দেশ পেয়েছি তাদের এতো সহজেই সবাই ভূলে গেলো..😭

আমার হাতে যদি সুযোগ থাকত সকল হত্যার বিচার ব্যতীত কাউকেই হাসতে দিতাম না।

04/09/2024

আপনার যদি নতুন করে কোন স্কিল শেখার সুযোগ দেওয়া হয়, আপনি কোন স্কিল শিখতে চাইবেন?

01/09/2024

বাংলাদেশে ই-কমার্স মার্কেটিং জবে ৫০ হাজার স্যালারী কেউ দেয়?
উওর: হ্যাঁ
জাস্ট খুঁজে নিতে হয়।

জাতীয় ট্রেন্ড ক্লাইন্টের পোস্ট এপ্লাই করে দিলাম।চাকুরী থাকলে আবার দেখা হবে।
01/09/2024

জাতীয় ট্রেন্ড ক্লাইন্টের পোস্ট এপ্লাই করে দিলাম।
চাকুরী থাকলে আবার দেখা হবে।

30/08/2024

আমি এমন কোন পরামর্শ দিই না, যেটা আপনি কয়েকদিন পরেই ভূলে যাবেন.
ধন্যবাদ!

29/08/2024

I am working 33 hours without sleeping.. 💥

And it's still running!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Freelencer Sazzad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelencer Sazzad:

Share