Bangladesh Defense News

  • Home
  • Bangladesh Defense News

Bangladesh Defense News We a group of few enthusiasts who are interested mainly in the defense and military technologies.

Bangladesh Defense News is a digital publication platform about the history, recent updates and defense technology stuffs of the Bangladesh Armed Forces, as well as the world military-defense news. We mostly publish recent updates about defense technologies and armed forces activities those are permitted to be published publicly.

পাকিস্তান এয়ার ফোর্সের জেএফ-১৭ (থান্ডার ব্লক-৩) এবারের রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু'র "স্পিরিট অফ দ্যা মিট ট্রফি" জ...
19/07/2025

পাকিস্তান এয়ার ফোর্সের জেএফ-১৭ (থান্ডার ব্লক-৩) এবারের রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু'র "স্পিরিট অফ দ্যা মিট ট্রফি" জিতেছে।

আমেরিকা বাংলাদেশে খারাপ কিন্তু সিরিয়ায় ভালো 🫣
19/07/2025

আমেরিকা বাংলাদেশে খারাপ কিন্তু সিরিয়ায় ভালো 🫣

সেদিন আমার শ দুয়েক মিটার সামনে ছিলো ছেলেটা। ও গু/ লি খাওয়ার সাথে সাথে চোখে পড়ে ঘটনা। সবাই আতংকিত হয়ে যায়। তবুও কেউ থামেন...
19/07/2025

সেদিন আমার শ দুয়েক মিটার সামনে ছিলো ছেলেটা। ও গু/ লি খাওয়ার সাথে সাথে চোখে পড়ে ঘটনা। সবাই আতংকিত হয়ে যায়। তবুও কেউ থামেনি। ফাইয়াজকে নিয়ে ব্যাকে চলে আসেন কয়েকজন। বাকীরা আগ্নেয়গিরির লাভার মতো ক্ষিপ্ত হয়ে উঠেন।

ফাইয়াজের জানাজার পর বাচ্চারা বিক্ষোভ করেন। সেখানে উপস্থিত কোন মা বাবা তাদের বাচ্চাকে বাধা দেয়নি মিছিলে যেতে, শুধু বলেছিলেন "সাবধানে থাকিস বাবা"! আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম তাদের সবারই চোখের কোণে পানি ছিলো। কেউ লুকাতে পেরেছে, কেউ পারেনি। সবারই মনে হচ্ছিলো এই ছেলেটা আমাদের আত্মার আত্মীয়। ফাইয়াজের জানাজায় উপস্থিত অন্যান্য মা বাবাদের চোখে তাকালে মনে হচ্ছিলো যেন তারাও নিজ সন্তান হারিয়েছেন।

জীবদ্দশায় এমন লৌহ কঠিন দৃঢ়তা বাংলাদেশী মিডল ক্লাসের মাঝে দেখবো তা আশা করিনি। জুলাই বিপ্লবে যারা শহীদ তারা আমাদের বুলেটটা হজম করেছেন। আমাদের জীবনটা তাদেরই আত্মত্যাগের কারণে পাওয়া।

সিরিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কারসা, কার সাথে তার ছবি দেখতে পাচ্ছেন? ওয়েল, যার সাথে কারসার ছিব দেখছেন সে ...
19/07/2025

সিরিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কারসা, কার সাথে তার ছবি দেখতে পাচ্ছেন?

ওয়েল, যার সাথে কারসার ছিব দেখছেন সে ছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের নাম্বার ওয়ান এনেমি। আমরা জানি যে অ্যামেরিকা তার ঘোষিত প্রতিপক্ষের ছায়াও রাখেনা, মুছে ফেলে! কিন্তু সেই অ্যামেরিকাই তার নাম্বার ওয়ান এনেমির একান্ত একজন সহচরের সাথে বর্তমানে একযোগে সিরিয়ার "উন্নয়নের" জন্য ঝাঁপিয়ে পড়েছে! আপসে আপ তারা এমন একজন ব্যক্তিকে সিরিয়ার ডিফেন্স মিনিস্টার হিসেবে মেনে নিলো? এত মুসলিম দরদী হয়ে গেলো অ্যামেরিকা? সমঝদার কে লিয়ে ইশারাই কাফি!

আমরা বাংলাদেশে ড. ইউনুসকে সহ্য করতে পারছি না তার এনজিও সংশ্লিষ্টতা এবং খানিক প্রো-ওয়াশিংটন পলিসির কারণে। কিন্তু ঠিকই এন্টায়ার সিরিয়ান রেজিমকে ইমাম মাহদী (রহঃ)'র পূর্বসূরি হিসেবে স্বীকৃতি দিচ্ছি। অথচ তারা প্রাইম ইব্লিশের সাথে সরাসরি যুক্ত!

ওবিএল কোনোদিন ইসলামের জন্য লড়েনি। সে ছিলো সৌদি ধনকুবের এবং সোভিয়েত ইউনিয়ন পরবর্তী মধ্য আমেরিকার হয়ে এশিয়া নিয়ন্ত্রণের অন্যতম একজন ঠিকাদার। কোন কারণে ওবিএল মার্কিনীদের স্বার্থের মাঝখানে পড়ে যায়। ফলাফল, তাকে বানানো হয় ইতিহাসের সবচেয়ে বড় ভিলেইন। অ্যামেরিকা এবং ওবিএলের সাগা সো ডিপ। যুক্তরাষ্ট্র কোনভবেই তাকে বা তার সংশ্লিষ্ট কোন ব্যক্তি-প্রতিষ্ঠানকে দুনিয়ার বুকে টিকে থাকতে দেয়নি। আর সেই ওবিএল'এর ঘনিষ্ঠ সহচর এখন সিরিয়ার ডিফেন্স মিনিস্টার, যার সাথে লিয়াজো করে রেজিওনাল কন্ট্রোল মেইন্টেইন করছে পেন্টাগন! আর তাদেরকে আমরা ইমাম মাহদী (রহঃ)'র পূর্বসূরি মানছি! আই মিন, সিরিয়াসলি?

ইউক্রেনকে দেয়া ৩১ টি আমেরিকান অ্যাব্র‍্যামস ট্যাংকের মাঝে মাত্র কয়েক ৪টি অপারেশন্যাল আছে। রাশিয়ান ট্যাংক ফোর্স ২৩টি অ্যা...
19/07/2025

ইউক্রেনকে দেয়া ৩১ টি আমেরিকান অ্যাব্র‍্যামস ট্যাংকের মাঝে মাত্র কয়েক ৪টি অপারেশন্যাল আছে। রাশিয়ান ট্যাংক ফোর্স ২৩টি অ্যাব্র‍্যামস করেছে। বাকী গুলো স্পেয়ার এবং টেকনিক্যাল কারণে অচল।

অথচ মনে করা হতো আমেরিকান অ্যাব্র‍্যামস ট্যাংক টপ ফাইভের একটি।

নিউজটা সেদিনই দেখেছিলাম, কিন্তু পোস্ট দেয়ার টাইম পাইনি। গোপালগঞ্জের ঘটনাটি ১০০% বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, একান্ত আভ্যন...
19/07/2025

নিউজটা সেদিনই দেখেছিলাম, কিন্তু পোস্ট দেয়ার টাইম পাইনি।

গোপালগঞ্জের ঘটনাটি ১০০% বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, একান্ত আভ্যন্তরীণ। এটি নিয়ে ডান্ডিয়ার ফরেইন অফিসের এমন বক্তব্যের মানে হলো বাংলাদেশের "স্বাধীনতা ও সার্বভৌমত্ব" এর উপর ডিরেক্ট হস্তক্ষেপ। আমাদের ফরেইন অফিস ডান্ডিয়ার এহেন আগ্রাসী মনোভাবের কোন জবাব দিয়েছে?

বাই দ্যা ওয়ে, আমি বলি শাউয়ামি লিক হলো ডান্ডিয়ার পলিটিক্যাল তেরো/রিস্ট অর্গানাইজেশান যার মাধ্যমে তারা বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। এটি প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট! ডান্ডিয়ায় গরু খাওয়া বা খাওয়ার সন্দেহে নিরপরাধ, নিরীহ, নিরস্ত্র মুসলিমদের পtiye hoত্তা করা হয়। নিয়মিত হচ্ছে। এটি চূড়ান্ত গর্হিত মানবতা বিরোধী কাজ। এই ঘ্রি/ন্য কাজ নিয়ে যদি আমাদের ফরেইন অফিস স্পিচ দেয় তাহলে লেংটুর দল ঘেউ ঘেউ করে উঠে। কিন্তু তাদের পলিটিক্যাল sonত্রাsi বাহিনীর গুয়ার্ভিতরে ডাণ্ডা ভরায় লেংটুদের ফুটোয় জ্বালা ধরে গেছে!

মনে রাখবেন, শাউয়ামি লিককে যদি জেনুইনলি লিক না করতে পারেন তাহলে রাষ্ট্র হিসেবে যেমন বাংলাদেশ থাকবে না। তেমনি মুসলিম নাম নিয়েও বাঁচতে পারবেন না।

আমার জানামতে বিএনপি শিক্ষিত লোকের দল ছিলো!
18/07/2025

আমার জানামতে বিএনপি শিক্ষিত লোকের দল ছিলো!

17/07/2025

সিরিয়ার দক্ষিণাংশ অর্থাৎ গোলান মালভূমি থেকে ড্রুজ পর্বতশ্রেণী পর্যন্ত দখল করে নেয়ার ঘোষণা দিয়েছে শায়তানিস্তানি প্রধানমন্ত্রী শায়তানিয়াহু।

দেখে আসুন আমাদের নতুন চ্যানেলে। ভিডিও লিংক 👇
17/07/2025

দেখে আসুন আমাদের নতুন চ্যানেলে। ভিডিও লিংক 👇

Fan made, who wish to make FPV drones for the Bangladesh Armed Forces.
17/07/2025

Fan made, who wish to make FPV drones for the Bangladesh Armed Forces.

এই ডাণ্ডাটি দেখা মাত্র পায়ুসেনাদের বুক ধড়ফড়িয়ে উঠে! লাদাখের গালোয়ানে সেই চায়নিজ মাংগা ড্যান্স নাইট, উফ! স্বশরীরে সেই ড্য...
17/07/2025

এই ডাণ্ডাটি দেখা মাত্র পায়ুসেনাদের বুক ধড়ফড়িয়ে উঠে! লাদাখের গালোয়ানে সেই চায়নিজ মাংগা ড্যান্স নাইট, উফ! স্বশরীরে সেই ড্যান্স দেখতে পারলে মন্দ হতো না!

কমেন্ট গুলো পড়ুন। এদেশে আসল ধর্মীয় উ- গ্র -বাদী কারা তার একটা ছোট্ট আইডিয়া পাবেন।
17/07/2025

কমেন্ট গুলো পড়ুন। এদেশে আসল ধর্মীয় উ- গ্র -বাদী কারা তার একটা ছোট্ট আইডিয়া পাবেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Defense News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Defense News:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share