Bangladesh Defense News

Bangladesh Defense News We a group of few enthusiasts who are interested mainly in the defense and military technologies.

Bangladesh Defense News is a digital publication platform about the history, recent updates and defense technology stuffs of the Bangladesh Armed Forces, as well as the world military-defense news. We mostly publish recent updates about defense technologies and armed forces activities those are permitted to be published publicly.

ট্রাম্প: হা- মাস ও আশ্রাখেল শান্তিচুক্তির প্রাথমিক দলিলে স্বাক্ষর করেছে। সকল যুদ্ধবন্দী মুক্তি পাবে।নোট: মূল চুক্তি আজ দ...
09/10/2025

ট্রাম্প: হা- মাস ও আশ্রাখেল শান্তিচুক্তির প্রাথমিক দলিলে স্বাক্ষর করেছে। সকল যুদ্ধবন্দী মুক্তি পাবে।

নোট: মূল চুক্তি আজ দুপুরে স্বাক্ষরিত হবে।

জেনারেল ওয়াকার আজ রাতে ঠিকঠাক ঘুমাতে পারবেন না, কারণ তার প্রভু দিল্লীর দূত বিক্রম মিশ্রা গত ডিসেম্বরে ঢাকায় এসে খাসিনার ...
08/10/2025

জেনারেল ওয়াকার আজ রাতে ঠিকঠাক ঘুমাতে পারবেন না, কারণ তার প্রভু দিল্লীর দূত বিক্রম মিশ্রা গত ডিসেম্বরে ঢাকায় এসে খাসিনার একান্ত অনুগত রাক্ষসগুলোকে সেইফ করার নির্দেশ দিয়েছিলো। জেন. ওয়াকার লার্জলি ফেইল্ড টু ডু দ্যাট! ঘোরতর মানবতাবিরোধী অপরাধের দায়ে খাসিনার একদম খাস রাক্ষসগুলোকে প্রমাণ সহ অভিযুক্ত করে বিচার কার্যক্রম শুরু করা হয়েছে। এখন এই বিচারের কাজ নেক্সট ইলেক্টেড গভট যদি ক্যারি অন না করে তবে এই দেশে আবারও বিপ্লব হবে, খু' নিদের সমূলে উৎপাটনের বিপ্লব। আর যদি ডিজায়ার্ড বিচার হয় তবে এই দেশে দিল্লীর দালাল তৈরিতে বিশাল এক ধাক্কা লাগবে। কেউ আর লাগামহীন রাক্ষস হতে চাইবে না বিচারের ভয়ে, পরিণতির ভয়ে। জেন. ওয়াকার তাই আছেন উভয় সংকটে। আজ তিনি অক্ষম ক্রোধে ফুঁসছেন। তিনি তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছিলেন যেন উল্লেখিত রাক্ষসদের নাম অভিযুক্তের তালিকায় না আসে।

ওদিকে তার অনুগত ডগিফাই আবার গুমের কাজ হালকা পাতলা শুরু করেছে, অনলাইনে বট বাহিনীকে নামিয়েছে ঘেউঘেউ করার জন্য, দিল্লীর পালা কুকুকুত্তার দলের রাক্ষুসে চেহারা উন্মোচনকারী ব্যক্তি প্রোফাইল ও পেইজ গুলোর বিরুদ্ধে অনবরত রিপোর্টিং করছে। কিন্তু আল্লাহ্‌র মা' ইর দুনিয়ার বাইর। জেন. ওয়াকার এন্ড দিল্লীর কুকুকুত্তা গ্যাংকে নিশ্চিহ্ন করার প্রতিজ্ঞায় মাঠে নেমেছি। ইনশাআল্লাহ্‌ সৃষ্টিকর্তা আমাদের সফল করবেন।

08/10/2025

মদি জি পালালো কেন? 😂

08/10/2025

সুস্ময়কে কেউ আদ্ধেক্টা বিড়ি দিন প্লিজ, বেচারার ঘুমাসছেনা

08/10/2025

একজন সাবেক মেজরের সাথে যদি এটা হয় তাহলে সাধারণ মানুষের কি হবে?

পুরাই বোগাস একটা বয়ান!লাইক, কমেন্টের কাংগালরা ন্যাশনাল সিকিউরিটি, ডিফেন্স এন্ড মিলিটারি ম্যাটার্সে যে বয়ান দেয় তা স্ট্যা...
07/10/2025

পুরাই বোগাস একটা বয়ান!

লাইক, কমেন্টের কাংগালরা ন্যাশনাল সিকিউরিটি, ডিফেন্স এন্ড মিলিটারি ম্যাটার্সে যে বয়ান দেয় তা স্ট্যান্ডআপ কমেডির চেয়েও মজাদার কৌতুক হয়।

নেক্সট জেনারেশনকে ভালোভাবে জানাতে হবে ওদের ভাইবোন আর পূর্বপুরুষদের কে, কিভাবে, কি কারণে হ* ত্তা করেছে।
07/10/2025

নেক্সট জেনারেশনকে ভালোভাবে জানাতে হবে ওদের ভাইবোন আর পূর্বপুরুষদের কে, কিভাবে, কি কারণে হ* ত্তা করেছে।

শিশুটির বাবা, মা, ভাইবোন সবাই শহীদ হন। শুধু বৃদ্ধ দাদা বেচে ছিলেন, তাকেও শহীদ করে ইব্লিশি বাহিনী। এই শিশুটির অপরাধ কি? ক...
07/10/2025

শিশুটির বাবা, মা, ভাইবোন সবাই শহীদ হন। শুধু বৃদ্ধ দাদা বেচে ছিলেন, তাকেও শহীদ করে ইব্লিশি বাহিনী। এই শিশুটির অপরাধ কি? কি জন্য তাকে এরকম অসহায় আর এতিম হতে হলো?

ধরে নিতে পারি মৃত্যুর পর সে জান্নাতের ভাগীদার হতে পারে, কিন্তু বাকী জীবনটা যে সে পার করবে কি পরিমাণ অসহায়ত্ব আর মনো:কষ্ট নিয়ে প্রতিটি মুহূর্ত যাবে তার ভেবেছেন?

তবুও কিন্তু এরা ইব্লিশের কাছে আত্মসমর্পণ করেনি, করছে না এবং করবেও না! এদের থেকে বেশী ঈমানদার দুনিয়াতে কেউ আছে?

07/10/2025

ইউক্রেনিয়ান নেভির ১টি ন্যাভাল অ্যাটাক ড্রোন ভেসে আসে তুরস্কের উপকূলে যা একজন জেলের নজরে পড়ে। সে নিকটস্থ টার্কিশ নেভি ইউনিটকে জানান, নেভি ডেমোলিশন টিম এসে তা কন্ট্রোল্ড ডেমোলিশন ঘটায়।

যথেষ্ট পরিমাণ ক্ষতি সাধন করার পর জেনারেল ওয়াকারের মনে হয়েছে ফ্যাসিবাদের এই লাঠিয়ালকে সরাতে হবে।
07/10/2025

যথেষ্ট পরিমাণ ক্ষতি সাধন করার পর জেনারেল ওয়াকারের মনে হয়েছে ফ্যাসিবাদের এই লাঠিয়ালকে সরাতে হবে।

Address

House No. 26, Road No. 8, Sector No. 13, Uttara Model Town
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Defense News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Defense News:

Share