SD Television

  • Home
  • SD Television

SD Television SD TV it is an online media platform, where you can find all kinds of Literary News, including national news, entertainment, art & culture. Stay with us.

This is the first art, literature and culture based media channel in Bangladesh.

কুমিল্লা-১০ নির্বাচনী আসন নিয়ে কিছু কথা!
03/08/2025

কুমিল্লা-১০ নির্বাচনী আসন নিয়ে কিছু কথা!

মোহাম্মদ আলাউদ্দিন:বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের মূল ভিত্তিহলো জাতীয় সংসদের আসনভ...

আইপিএলে দুই বছর পর দিল্লির ডেরায় ফিরলেন মুস্তাফিজুর রহমান!তিনি জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি বাক...
14/05/2025

আইপিএলে দুই বছর পর দিল্লির ডেরায় ফিরলেন মুস্তাফিজুর রহমান!

তিনি জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি বাকি মৌসুমে খেলতে পারবেন না।

12/05/2025

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো ইসি

সোনালী দেশ
12/05/2025

সোনালী দেশ

08/05/2025

আগামী ১ জুলাই থেকে শুরু হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস।
ভর্তি হওয়ার শেষ সময় ১৫ মে।

08/05/2025

ব্রেকিং,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'এ' 'বি' ও 'সি' ইউনিটের সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশিত হবে ১২ মে থেকে ১৫ মে এবং একইসাথে ভর্তি চলবে ১২ মে থেকে ১৫ মে।

রেজাল্ট জানা যাবে ওয়েবসাইট থেকে। এছাড়া এসএমএস করেও জানানো হবে শিক্ষার্থীদের। কোন সাবজেক্ট পেয়েছে তা জানতে পারবে। ক্লাস শুরু ১ লা জুলাই।

সূত্র: রেজিস্ট্রার, কুবি।

পাকিস্তানে রিশাদ-নাহিদের নিরাপত্তা নিয়ে ভাবনায় বিসিবি
07/05/2025

পাকিস্তানে রিশাদ-নাহিদের নিরাপত্তা নিয়ে ভাবনায় বিসিবি

পাকিস্তান সুপার লিগে খেলতে এখন দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। ঠিক এই সময়....

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান এবছর কুমিল্লায় অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে কবির স্মৃতিবিজ...
06/05/2025

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান এবছর কুমিল্লায় অনুষ্ঠিত হবে।

আগামী ২৫ মে কবির স্মৃতিবিজড়িত কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে জাতীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এ মর্মে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান উপলক্ষ্যে আজ কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, বিগত ৫ বছরের অনুষ্ঠানগুলো মূল্যায়ণ করে এবছর কবির ঐতিহাসিক স্বাক্ষী দৌলতপুরেই জাতীয় অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন অঙ্গণের প্রতিনিধিদের সমন্বয়ে উপ-কমিটি গঠন করা হবে।

নাঙ্গলকোট ও বুড়িচং উপজেলার রাজনৈতিক হয়রানীমূলক মামলাসমূহ প্রত্যাহারের তালিকা...
05/05/2025

নাঙ্গলকোট ও বুড়িচং উপজেলার রাজনৈতিক হয়রানীমূলক মামলাসমূহ প্রত্যাহারের তালিকা...

শাপলা চত্বরে গণহত্যা: ৯৩ জন শহিদের খসড়া তালিকা প্রকাশ
05/05/2025

শাপলা চত্বরে গণহত্যা: ৯৩ জন শহিদের খসড়া তালিকা প্রকাশ

যুগান্তর: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও .....

04/05/2025

বন্ধ হচ্ছে রিপাবলিক বাংলা! #মিডিয়া #রিপাবলিক_বাংলা

নারী আপনি নারীই হোন! -----------------------------------আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং ন...
04/05/2025

নারী আপনি নারীই হোন!
-----------------------------------

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।

কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে।

নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য।

কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন, আপনার আচরণ নারীসুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না।

তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে। তখনও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে, কোমল স্বরে একবার পুরুষকে চাইলে, স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না।

সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়। আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে।

নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন।

চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো।

পুরুষ কখনো জেতে কখনো ঠকে। তার জেতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে। বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন।

এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে।

ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়।

নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়। এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না। হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া।

সুতরাং নারী, আপনি বরং নারীই হোন। কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন। দেখবেন পাথরের মতো পুরুষও, আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when SD Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SD Television:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share