মোহাম্মদ আসাদ আলী

মোহাম্মদ আসাদ আলী মোহাম্মদ আসাদ আলী (MD. I am a member of Hezbut Tawheed, a non-political movement based in Bangladesh, with a mission to build a better and more beautiful world.
(1)

ASAD ALI) বাংলাদেশের একজন লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর। তিনি হেযবুত তওহীদ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য। ধর্মীয় উগ্রবাদসহ সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে তিনি আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছেন।

04/09/2025

শিবিরের কর্মী-সমর্থকদের সাইবার বুলিং এর স্ক্রিনশট ছাত্রদল প্রচার করতেছে। অন্যদিকে ছাত্রদলের কর্মী-সমর্থকদের সাইবার বুলিং এর স্ক্রিনশট শিবির প্রচার করতেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদেরকেই ডাকসু নির্বাচনে বাছাই করতে হবে- আগামীতে শিবিরের সাইবার বুলিং চলবে নাকি ছাত্রদলের সাইবার বুলিং চলবে।
ভোটারদের মধ্যে কিন্তু টান টান উত্তেজনা।

04/09/2025

মনে হচ্ছে রাজনৈতিক দলগুলা শপথ নিয়ে ফেলেছে- যে করেই হোক দেশটাকে সিরিয়া বানিয়েই ছাড়বে।

01/09/2025

যে কারণে মুসলিম নারীদের মাঠে নামা দরকার | মোহাম্মদ আসাদ আলী | Islamic Analysis

01/09/2025

পিও দেশবাসী! 😀
আর চিন্তা নাই। দেশে গণতন্ত্র আয়া পড়ছে। 💪
আর কয়েক মাস পরেই নির্বাচন। তখন আপনারাই ভোট দিয়া ঠিক কইরেন কড়াইয়ের মধ্যে মচমচে ভাজি হইতে চান, নাকি সরাসরি চুলার আগুনে পুড়ে কাবাব হইতে চান। গণতন্ত্রকে আবারও ধন্যবাদ- জনগণের জন্য কড়াই থেকে চুলায় ও চুলা থেকে কড়াইয়ে ওঠা-নামার সুযোগ করে দেয়ার জন্য।

29/08/2025

“খেলাফতের নীতিতে গণতান্ত্রিক রাষ্ট্র”—এটা কি আদৌ সম্ভব? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি ইসলামী রাষ্ট্রব্যবস্থা বনাম গণতন্ত্রের বাস্তবতা। ইসলামপন্থী দলগুলোর দ্বৈত অবস্থান, নেতৃত্ব নির্বাচন, রাজনৈতিক দলাদলি, এবং ইসলামী শাসনব্যবস্থার প্রকৃত কাঠামো নিয়ে থাকছে স্পষ্ট আলোচনা।

অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে গায়েবানা জানাজা পড়তেছে চুয়েটের শিক্ষার্থীরা। যেমন সরকার, তেমন তার জনগণ। মিলছে ভালো।
27/08/2025

অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে গায়েবানা জানাজা পড়তেছে চুয়েটের শিক্ষার্থীরা। যেমন সরকার, তেমন তার জনগণ। মিলছে ভালো।

26/08/2025

জেগেছে রে জেগেছে/ছাত্র সমাজ জেগেছে

26/08/2025

রাজশাহীতে হেফাজতের ব্যানারে নব্য-ফ্যাসিবাদ | প্রোগ্রাম করতে দেয়া হলো না হেযবুত তওহীদকে

৫ আগস্টের পর নব্য-ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হয়েছে উগ্রবাদী ধর্মব্যবসায়ী গোষ্ঠীগুলো। রংপুরে হেযবুত তওহীদের বিভাগীয় সভাপতি...
26/08/2025

৫ আগস্টের পর নব্য-ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হয়েছে উগ্রবাদী ধর্মব্যবসায়ী গোষ্ঠীগুলো। রংপুরে হেযবুত তওহীদের বিভাগীয় সভাপতির বাড়িতে একটি প্রোগ্রাম হবার কথা ছিল, সেখানেও হামলা চালিয়েছিল জামায়াতে ইসলামের স্থানীয় নেতারা। এবার রাজশাহীতে হেযবুত তওহীদের প্রোগ্রাম বন্ধ করার জন্য মব তৈরি করলো হেফাজত নেতারা।

এই ফ্যাসিস্ট আচরণ করা ছাড়া তাদের কোনো উপায়ও নাই। আদর্শিকভাবে তো তারা হেরে গেছে। তারা জানে হেযবুত তওহীদের বক্তব্য জনগণের কাছে পৌছে গেলে এই জাতির মাথায় আর কাঁঠাল ভেঙে খাওয়া যাবে না। সেজন্যই জনগণকে হেযবুত তওহীদ থেকে ফিরিয়ে রাখার শেষ চেষ্টা চালাচ্ছে তারা।

তবে এই পিও হুজুরদের লাভ হবে না। মাঝখান থেকে জনগণের কাছে তারা ফ্যাসিস্ট হিসেবে পরিগণিত হবে। ফ্যাসিস্টদের মতো পালানোও লাগতে পারে।

হেফাজতের নেতারা জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে স্মারকলিপিও দিয়েছিলেন হেযবুতের সভা বন্ধ করার জন্য। তবে সভার প্র.....

ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলন হইলো, ফ্যাসিস্ট সরকারও বিদায় হইলো, কিন্তু উগ্রবাদী ধর্মব্যবসায়ীরা এখনও যে ফ্যাসিবাদী কাজ চালায়ে...
25/08/2025

ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলন হইলো, ফ্যাসিস্ট সরকারও বিদায় হইলো, কিন্তু উগ্রবাদী ধর্মব্যবসায়ীরা এখনও যে ফ্যাসিবাদী কাজ চালায়ে যাইতেছে, এইগুলা কি দেখার কেউ নাই?

হেযবুত তওহীদ জেলায় জেলায় মতবিনিময় সভা কইরা তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত গড়ে তুলতেছে। আজকে রাজশাহীতে তেমনই একটা মতবিনিময় সভার কথা ছিল। কিন্তু সেই প্রোগ্রাম হইতে দিলো না উগ্রবাদী নব্য-ফ্যাসিস্টরা। তারা মব তৈরি কইরা ও প্রশাসনকে হুমকি দিয়া অনুষ্ঠানটা স্থগিত করতে বাধ্য করলো।

এই দেশে হেযবুত তওহীদই একমাত্র সংগঠন যারা গর্ব কইরা বলতে পারে- তারা রাষ্ট্রের সমস্ত আইন কানুন মাইনা চলে। একটাও আইন ভঙ্গের রেকর্ড যাদের নাই। ছোট্ট হলরুমের মধ্যে প্রোগ্রাম করলেও আমরা প্রশাসনের সবগুলা অফিস থাইকা অনুমোদন নিয়া আসি। এই যে এত অনুমোদন পাই, তারা কি চেহারা দেইখা অনুমোদন দেয়? আমাদের বই-পুস্তক, বক্তব্য, কার্যক্রম তাদের কাছে পরিষ্কার। সরকার ভালোভাবেই জানে আমরা কোনো আইনবিরোধী কথা বলি না কিংবা মানুষের ক্ষতি হয় এমন কিছু কখনও করি না। সেজন্যই অনুমোদন দেয়। কিন্তু প্রোগ্রাম আয়োজন করার পর নব্য-ফ্যাসিবাদী গোষ্ঠী শুরু করে আরেক নাটক। এই ফ্যাসিস্টরা হুমকি দিতে থাকে- “হেযবুত তওহীদ প্রোগ্রাম করতে পারবে না, করলে আমরা হামলা করব।” বাহ! মনে হয় তাদের বাপ-দাদার ভিটায় গিয়া প্রোগ্রাম করতেছি আমরা, আর রাষ্ট্রটাও বোধহয় মগের মুল্লুক পাইছে যে, ইচ্ছা হইলেই কারো উপর হামলা করা যায়! এদের এই বেআইনী হুমকিতেই যদি প্রশাসন ভয়ে চুপসে যায়, তাইলে সরকারি অনুমোদনের কী দাম রইলো?

হেযবুত তওহীদকে নিয়া নব্য-ফ্যাসিস্টদের এত ভয় কিসের আমার বুঝে আসে না। আমরা কুফরি সংগঠন নাকি ঈমানদার সংগঠন তা বক্তব্য শুনলেই তো জনগণ বুঝতে পারবে। তোমরা বক্তব্য শুনতে দিতে চাও না কেন? এতদিন তারা বলত- হেযবুত তওহীদের প্রোগ্রামে নাকি সব চাষাভুষা, গণ্ডমূর্খরা আসে। এজন্য তারা কিছু বুঝে না, যা বুঝাই তাই বুঝে। কিন্তু আজকে রাজশাহীতে যে অনুষ্ঠানটা হবার কথা ছিল, সেখানে তো অতিথি হিসেবে আসার কথা ছিল বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ— শিক্ষক, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, আইনজীবী, ইসলামী চিন্তাবিদ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ। তারা তো সমাজের উচ্চশিক্ষিত শ্রেণি। তাদেরকে কেন আসতে দিলা না? তারা কি এতটাই অজ্ঞ-মূর্খ যে সত্য ও মিথ্যা চিহ্নিত করতে পারবে না?

এই যে তোমরা ফ্যাসিস্ট ও উগ্রবাদী আচরণ কইরা, মব তৈরি কইরা, প্রশাসনের উপর চাপ দিয়া আমাদের প্রোগ্রাম বানচাল কইরা দিলা, নিজেদের স্বৈরাচার প্রমাণ করলা, এতেই বোঝা যায় হেযবুত তওহীদের কাছে তোমাদের আদর্শিক পরাজয় ঘটছে এবং যখন মানুষ আদর্শিকভাবে পরাজিত হয়, তখনই ফ্যাসিস্ট আচরণ শুরু করে তা অতীতের ইতিহাস থেকেও প্রমাণিত।

নিচে কয়েকটা ছবি দিলাম-
১. হেযবুত তওহীদের প্রোগ্রামস্থলের সামনে ফ্যাসিস্টদের মানববন্ধনের নামে মব তৈরি কইরা হুমকি-ধামকি দেওয়ার ছবি;
২. এই ঘটনার প্রতিবাদে রাজশাহী জেলা হেযবুত তওহীদ কার্যালয়ে আমাদের সংবাদ সম্মেলনের ছবি;
৩. রাজশাহীতে হেযবুত তওহীদের শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচির ছবি।

25/08/2025

The Savior ❤️

দিশেহারা সময়ের বুকে পাতো কান
ত্রাহী সুরে কাঁদে কারা, চায় পরিত্রাণ?
বোমার শব্দে কাঁপে মায়ের হৃদয়,
মৃত শিশুদের লাশ গুনছে সময়।

ধর্ষিতা নারী ঢাকে লজ্জায় মুখ,
রক্তে ভাসছে সারা পৃথিবীর বুক।
আসমানে হাত তুলে কাঁদে মানবতা,
আল্লাহ পাঠাও কোনো ত্রাণকর্তা।

লিডার, দ্যা সেভিয়ার।
লিডার, দ্যা সেভিয়ার।

যে নেতার আহ্বানে আর্ত জীবন
যুদ্ধে নামবে ছিঁড়ে সকল বাঁধন।
যার প্রেরণায় হয়ে সীসার প্রাচীর,
সুরক্ষা দেবে সারা মানবজাতির।

লিডার, দ্যা সেভিয়ার।
লিডার, দ্যা সেভিয়ার।

যে নেতার গর্জনে ভীত দাজ্জাল
যার হাতে স্রষ্টার ন্যায়ের মশাল।
যার তর্জনি পথ দেখাবে সঠিক
এক উম্মাহর এক নেতা নির্ভীক।

লিডার, দ্যা সেভিয়ার।
লিডার, দ্যা সেভিয়ার।

সে নেতার পথ চেয়ে মানবজাতি
প্রার্থনা করে তারা, করে মিনতি।
দীন কায়েমের ডাক দিবেন তিনি।
গড়ে তুলবেন সেরা সেনাবাহিনী।
লিডার, দ্যা সেভিয়ার।
লিডার, দ্যা সেভিয়ার।

চারিদিকে মিথ্যার ভীম কারাগার,
তাঁর করাঘাতে ভেঙে হবে চুরমার।
আল্লাহর মনোনীত জাতির এমাম
বিশ্বজাহান তাঁকে জানাবে সেলাম।

লিডার, দ্যা সেভিয়ার।
লিডার, দ্যা সেভিয়ার।

ঢাকায় কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “হেযবুত তওহীদ ছাত্র ফোরাম”। আলহামদুলিল্লাহ। এই ছাত্ররা...
23/08/2025

ঢাকায় কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “হেযবুত তওহীদ ছাত্র ফোরাম”। আলহামদুলিল্লাহ। এই ছাত্ররাই আগামীর বাংলাদেশকে পথ দেখাবে, পুরোনো বস্তাপচা মতাদর্শের অচলায়তন ভেঙে বের করে আনবে নতুন বাংলাদেশকে। গণতন্ত্রের জন্য, সমাজতন্ত্রের জন্য ও কামড়াকামড়ির রাজনীতির জন্য ছাত্রদের জীবনকে অনেক বলি দেওয়া হয়েছে। শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে করা হয়েছে কলুষিত। কিন্তু আর নয়। ছাত্ররা পেয়ে গেছে সঠিক আদর্শ ও যোগ্য নেতৃত্বের সন্ধান, ছাত্রীরা পেয়ে গেছে অধিকার ও মর্যাদার গ্যারান্টি। এবার এই ছাত্র-ছাত্রীরা লড়বে সত্যের জন্য, আল্লাহর বিধানের জন্য, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য। ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম যে বিপ্লবের উদ্দীপনা সঞ্চার করলেন ছাত্র-সমাজের মধ্যে, তা অচীরেই সারা দেশের তারুণ্যকে উজ্জীবিত করতে যাচ্ছে। ইতিহাস প্রমাণ করবে- এটা শুধু একটি ছাত্র-সম্মেলন ছিল না, এ ছিল তওহীদভিত্তিক সভ্যতা নির্মাণের বিশাল এক মাইলফলক।

Address

#223, Moddho Basabo, Sabujbag
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when মোহাম্মদ আসাদ আলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোহাম্মদ আসাদ আলী:

Share