মোহাম্মদ আসাদ আলী

মোহাম্মদ আসাদ আলী মোহাম্মদ আসাদ আলী (MD. I am a member of Hezbut Tawheed, a non-political movement based in Bangladesh, with a mission to build a better and more beautiful world.
(1)

ASAD ALI) বাংলাদেশের একজন লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর। তিনি হেযবুত তওহীদ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য। ধর্মীয় উগ্রবাদসহ সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে তিনি আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছেন।

ময়মনসিংহে উনার একটা মাহফিল ছিল। মাহফিল শেষে উনাকে ২০ হাজার টাকা হাদিয়া দেয়ার কথা ছিল। যথারীতি তিনি মাহফিলে পৌছান। প্রায় ...
29/10/2025

ময়মনসিংহে উনার একটা মাহফিল ছিল। মাহফিল শেষে উনাকে ২০ হাজার টাকা হাদিয়া দেয়ার কথা ছিল। যথারীতি তিনি মাহফিলে পৌছান। প্রায় দেড় ঘণ্টা অনেক কষ্ট করে ওয়াজ (উনার ভাষায় চিল্লাপাল্লা) করেন। কিন্তু ২০ হাজার টাকা না দিয়ে উনাকে দেয়া হয় ১৮ হাজার টাকা। এই যে দুই হাজার টাকা কম দেয়া হইছে সেজন্য হুজুর তাৎক্ষণিক লাইভে আসেন। আয়োজকদের বাটপার, ভন্ড, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কুলাঙ্গার ইত্যাদি বলে গালাগালি করেন এবং জনতার কাছে এই অন্যায়ের বিচার চাইতে থাকেন। [ভিডিও লিংক কমেন্টে]

এই হলো আমাদের দেশের এক শ্রেণির আলেমের অবস্থা। দ্বীন প্রচারের বিনিময় নেয়াকে যেখানে আল্লাহ হারাম করেছেন, সেখানে তারা এটাকে “অধিকার” মনে করতেছে। তারপরও এদেরকে ধর্মব্যবসায়ী বলা যাবে না। বলতে হবে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, রহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ, দামাত বারাকাতুহুম ইত্যাদি।

28/10/2025

হেকমতের নামে এসব কী?

একদল বলতেছেন, হুজুর আগে যা বলছিলেন সেটা নাটক ছিল। আরেকদল বলতেছেন, হুজুর এখন যা বলতেছেন সেটাই নাটক। সকালে শুনলাম- হুজুরকে...
28/10/2025

একদল বলতেছেন, হুজুর আগে যা বলছিলেন সেটা নাটক ছিল।
আরেকদল বলতেছেন, হুজুর এখন যা বলতেছেন সেটাই নাটক।
সকালে শুনলাম- হুজুরকে জ্বিনে ধরেছে। জ্বিনে যা যা বলেছে তিনি তা-ই করেছেন।
বিকালে শুনলাম- হুজুরকে পুলিশে ধরেছে। পুলিশ যা যা বলতেছে, তিনি তা-ই বলতেছেন।
একদম টুইস্টের পর টুইস্ট। সাথে টানটান উত্তেজনা। 😟😟😟

যেসব মুফতী মাওলানারা আজকে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ফতোয়া দিতেছে, সেই মুহতারাম মুফতী সাহেবরাই উনাকে মাথায় তু...
27/10/2025

যেসব মুফতী মাওলানারা আজকে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ফতোয়া দিতেছে, সেই মুহতারাম মুফতী সাহেবরাই উনাকে মাথায় তুলে রাখতেন যদি উনি ধর্মব্যবসার পক্ষে থাকতেন।
যেহেতু উনি ধর্ম নিয়া ব্যবসার বিরুদ্ধে বই লিখছেন, দ্বীন বিক্রি কইরা খাওয়া যে হারাম এই সত্যটা ফাঁস কইরা দিছেন, তাই এখন উনার হাজারটা সমস্যা। উনার উচ্চারণে সমস্যা, লেবাসে সমস্যা, দাড়িতে সমস্যা, এমনকি উনাকে দেখতে নায়কের মতো লাগে এইটাও নাকি সমস্যা। উনার অনুসারীর সংখ্যা দিনকে দিন বাড়তেছে, এইটা আরও বড় সমস্যা।

27/10/2025

যদি সত্যিই ঐক্য চান!

26/10/2025

জাল হাদিসের ফাঁদে!

25/10/2025

নারীরা ঘরে থাকতে বাধ্য?

24/10/2025

চেহারা ঢাকতেই হবে?

তওহীদভিত্তিক সমাজের বাস্তব উদাহরণ- নোয়াখালীর চাষীরহাট গ্রাম।একটা গ্রামকে ইসলামের আদর্শ দিয়ে বদলে দেয়া যায়- এর প্রত্যক্ষ...
24/10/2025

তওহীদভিত্তিক সমাজের বাস্তব উদাহরণ- নোয়াখালীর চাষীরহাট গ্রাম।

একটা গ্রামকে ইসলামের আদর্শ দিয়ে বদলে দেয়া যায়- এর প্রত্যক্ষ প্রমাণ দিলো হেযবুত তওহীদ। দশ বছর আগে এই চাষীরহাট গ্রামটা কী ছিল, আর এখন কী হয়েছে! এই সেই গ্রাম, যেখানে আমাদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের জন্ম ও বেড়ে ওঠা। তিনি তাঁর নিজের গ্রামকেই বেছে নিয়েছেন তাঁর তওহীদভিত্তিক সমাজব্যবস্থার মডেল হিসেবে গড়ে তোলার জন্য। অন্তত ৪০টার বেশি উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে এই গ্রামে।

এই গ্রামেই ১০ বছর আগে মানুষ ভয়ে রাস্তায় পথ চলতে পারত না। অথচ এখন চুরি, ডাকাতি, ছিনতাই, ইভ টিজিং, ধর্ষণ ও মাদকের কোনো অস্তিত্বই নেই। জীবনধারণের জন্য খাঁটি পণ্য সামগ্রী ও মাছ-মাংস এখানেই উৎপাদন হচ্ছে। কর্মসংস্থানের জন্য গড়ে তোলা হয়েছে শিল্প-কারখানা। শ্রমিকদের থাকার জন্য বহুতল ভাবন। চিকিৎসার জন্য হাসপাতাল। শিক্ষার জন্য স্কুল। ধর্মীয় শিক্ষার জন্য চার তলা মসজিদ ও বিনা বেতনে কুরআন শেখার ব্যবস্থা। বিনোদনের জন্য ক্রিকেট, ফুটবল, কাবাডির টুর্নামেন্ট। বছরে একবার বাণিজ্য মেলা। সপ্তাহে একদিন মসজিদের খতিব নিজেই খোঁজ নেন মুসল্লিদের কার ঘরে খাবার নাই, কে চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, কার থাকার জায়গা নেই ইত্যাদি।

একটা সমাজের মানুষ যদি আল্লাহর হুকুম বিধান মেনে জীবনযাপন করে এবং জান-মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে, তাহলে কত সুন্দর সমাজ গড়ে তোলা যায়, সেটাই তিনি দেখাতে চেয়েছেন। শুধুই একদল মো’মেনের ত্যাগ কুরবানির মাধ্যমে তিলে তিলে গড়ে তুলেছেন এই আদর্শ তওহীদভিত্তিক গ্রাম।

[ছবি: গ্রামের প্রধান রাস্তাটা গত দুই বছরের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার অন্তত রাস্তাটা মেরামত করে দিতে পারত। সেটাও করেনি। মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছিল গ্রামবাসী। তাই নিজ উদ্যোগে রাস্তার সংস্কারকাজে হাত দিয়েছেন মহিউদ্দিন ভাই। তিনি চাষীরহাট উন্নয়ন প্রকল্পের কর্ণধার। তার আরেকটা পরিচয় হলো- তিনি মাননীয় ইমামের ছোট ভাই। আল্লাহ যেন তাকে উত্তম জাজা দান করেন।]

হেযবুত তওহীদের সদস্য-সদস্যারা যখন বিয়ের সিদ্ধান্ত নেন, তারা অনেকেই আন্তরিকভাবে চান- তাদের বিয়েটা কোনো কমিউনিটি সেন্টারে ...
23/10/2025

হেযবুত তওহীদের সদস্য-সদস্যারা যখন বিয়ের সিদ্ধান্ত নেন, তারা অনেকেই আন্তরিকভাবে চান- তাদের বিয়েটা কোনো কমিউনিটি সেন্টারে না হয়ে নোয়াখালীর শহীদী জামে মসজিদ কমপ্লেক্সে হোক এবং মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম তাদের বিয়েটা পড়াক।
প্রায় প্রতি মাসেই দুই/চারজন সদস্য-সদস্যার বিয়ে মাননীয় ইমামকে পড়াতে হয়। যখন সংখ্যাটা বেশি হয়, তখন দেখা যায় একসঙ্গেই চার যুগল বা পাঁচ যুগলের বিয়ের আয়োজন করা হয়।

আলহামদুলিল্লাহ! বিনা যৌতুকে, নগদ দেন-মোহর প্রদান করে ও সাক্ষীগণের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিয়ের অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়ে থাকে।

সাধারণত বিয়ের অনুষ্ঠানগুলোতে মাননীয় ইমাম বর-কনের উদ্দেশে, তাদের পরিবার-পরিজনের উদ্দেশে ও অতিথিদের উদ্দেশে নহিসতমূলক বক্তব্য দিয়ে থাকেন। এছাড়া রাসূল (সা.) এর বাণীগুলোও বর-কনেকে স্মরণ করিয়ে দেন, যা তাদের দাম্পত্যজীবনে মেনে চলা জরুরি।

23/10/2025

পর্দা মানেই কালো বোরকা?

19/10/2025

পর্দা শুধু নারীর বিধান?

Address

#223, Moddho Basabo, Sabujbag
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when মোহাম্মদ আসাদ আলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোহাম্মদ আসাদ আলী:

Share