15/08/2025
আমার কাছে বেশির ভাগই আপনারা ইনবক্সে এই প্রশ্নটি করে থাকেন যে প্রেগন্যান্সিতে বাসায় বিড়াল রাখা ঠিক কিনা বা এখন বাবুর কাছে বিড়াল/কুকুর আছে কিনা আজকে এই সবকিছুর উত্তর দিবো।❗️❗️
হ্যাঁ, আমি আমার ফুল প্রেগন্যান্সিতে বিড়াল কুকুর পেলেছি এখনো পালছি।
হ্যাঁ নবজাতকদের আশেপাশে বিড়াল রাখা সাধারণত নিরাপদ, তবে তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বিড়ালগুলি শিশুদের জন্য সহজাতভাবে বিপজ্জনক নয়, কামড়, আঁচড় এবং সংক্রমণের মতো সম্ভাব্য ঝুঁকি রয়েছে এবং সতর্কতার সাথে এগুলি পরিচালনা করা উচিত।
•আঁচড় এবং কামড়:
বিড়ালরা ভয় পেলে, উত্তেজিত হলে বা হুমকি বোধ করলে আঁচড় বা কামড় দিতে পারে।
•সংক্রমণ:
যদিও এটি সাধারণ নয়, বিড়ালরা টক্সোপ্লাজমোসিস ছড়াতে পারে, বিশেষ করে যদি তারা বাইরে শিকার করে।যদি ঘরের পালা বিড়াল হয়/পারশিয়ান তাহলেও
অ্যালার্জি:
কিছু শিশুর ক্ষেত্রে বিড়ালের লোম এবং খুশকি এ্যালারজি কারণ হতে পারে,যে সব বাচ্চার এ্যালারজি আছে বা বাচ্চার বাবা মার যদি এ্যালারজি থেকে থাকে তাহলে সেই বাচ্চার থেকে বিড়াল দূরে রাখা উচিত।
নিরাপত্তা ব্যবস্থা:
তত্ত্বাবধান: কখনও বিড়ালের সাথে শিশুকে তত্ত্বাবধান ছাড়া রাখবেন না।
ধীরে ধীরে ভূমিকা: বিড়ালটিকে ধীরে ধীরে শিশুর সাথে পরিচয় করিয়ে দিন এবং বিড়ালটিকে তার নিজস্ব গতিতে মানিয়ে নিতে দিন।
স্বাস্থ্যবিধি: ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন করুন, বিশেষ করে লিটার বাক্স পরিষ্কার এবং হাত ধোয়ার ক্ষেত্রে।
বিড়ালের যত্ন: আপনার বিড়ালটিকে ঘরের ভিতরে রাখুন, বিশেষ করে যদি এটি শিকার করে, এবং নিয়মিত পশুচিকিৎসা যত্ন বজায় রাখুন।
বি:দ্র-
বিড়াল বাচ্চার জন্য ক্ষতিকারক,লোম গেলে বাচ্চার শ্বাসকষ্ট হয় এগুলো আমাদের আশেপাশের কিছু মানুষদের ভ্রান্ত ধারনা
যার বাস্তবে কোন ভিত্তি নেই।
বিড়ালরা ইচ্ছাকৃতভাবে শিশুদের ক্ষতি করছে: বিড়ালরা সাধারণত শিশুদের প্রতি আক্রমণাত্মক হয় না এবং যদি তারা অস্বস্তি বোধ করে তবে প্রায়শই তাদের এড়িয়ে চলে।
আমার ক্ষেত্রে-
আমি আমার ফুল প্রেগন্যান্সিতেই বিড়াল/কুকুর ২টাই পাশে রেখেছি এতে আমার Stress কমে যেতো।ওদের পাশে রেখেই খেয়েছি ওদের সাথেই রাতে ঘুমিয়েছি।এখন বাবু হওয়ার পর থেকে নিয়ে এখন অবদি বিড়ালের আশেপাশেই বড় হচ্ছে আমার বাচ্চা। বিড়াল কুকুরের দ্বারা আমার বাচ্চা কখনোই অসুস্থ ও ক্ষতিগ্রস্ত হয়নি । এমন না আমার শুধু বিদেশি পারশিয়ান বিড়াল আমার দেশি বিড়ালও ৬টা। অনেকেই ভাবে বিদেশি পারশিয়ানে কিছু হয়না দেশি স্ট্রীট বিড়ালেই শুধু ক্ষতি হয় ।এইসব ভুল ধারনা থেকে নিজেদের বের করে আনুন🙏🏻 দেশি /বিদেশি ২টাকেই সেম ভ্যাকসিন দেওয়া লাগে।
এখন আসি আসল কথায় আমারটা দেখে বা অন্যেরটা দেখে নিজের সাথে কমপেয়ার করবেন না ।কারন আমার বাচ্চার কিছু হয়নি বলে আপনার বাচ্চার হবে না তার কোন গ্যারান্টি নেই কারন আমার বাচ্চাকে আমরা সব ধরনের এলার্জির টেস্ট করিয়েছি আলহামদুলিল্লাহ বাবুর কোনো পেটস এলার্জি নেই। সো আপনাদের বাসায়ও যাদের বিড়াল/কুকুর আছে বা future পালতে চান আপনাদের বাচ্চার এলার্জির টেস্ট করিয়ে নিবেন।সবথেকে বড় এবং লাস্ট যেই মোস্ট Important ব্যবপারটা আপনার পালা বিড়ালকে অবশ্যই Rabies Vaccine দেওয়া থাকতে হবে কোনো ভাবেই এটা মিস করা যাবেনা।কোনো প্রকার রিক্স বাচ্চাকে নিয়ে নিবেন না মনে রাখবেন আপনার ছোট একটা অসাবধানতার কারনে আপনার সন্তানের জীবন নিয়ে টান দিতে পারে। আশা করি আজকের পোস্টাতে আপনারা সব ক্লিয়ার হয়েছেন।