NTRCA নিবন্ধিত শিক্ষক আড্ডা

NTRCA নিবন্ধিত শিক্ষক আড্ডা এই পেইজের উদ্দেশ্য NTRCA কর্তৃক নিবন্ধিত সকল শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্ঠা করা....

08/10/2025

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি নিয়ে বৈঠকে বসছে অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়।

আমাদের একটাই কথা —

২০% এর কমে আমরা মানবো না!

08/10/2025

সবাই নিজেদের ন‍্যায‍্য দাবি আদায়ের লক্ষ্যে প্রস্তুতি নিন।
ফ‍্যাক্ট: বাড়ি ভাড়া ২০℅।

👉এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে ।
06/10/2025

👉এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে ।

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড ব্যাচ- ২০২৬ শিক্ষাবর্ষের সার্কুলার প্রকাশ। 👉আবেদন সময়: ১২ অক্টোবর থেকে ১৪ ন...
06/10/2025

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড ব্যাচ- ২০২৬ শিক্ষাবর্ষের সার্কুলার প্রকাশ।

👉আবেদন সময়: ১২ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২৫।
👉আবেদন ফি-৭০০

বিস্তারিত -

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহ...
06/10/2025

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপার) নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ....

05/10/2025

👉আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশসহ সারাবিশ্বে শিক্ষক সমাজকে সম্মান জানিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। তবে এই দিবসের দিনই শিক্ষকদের জন্য এসেছে ‘দুঃসংবাদ’। দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে সরকার, এটিকে শিক্ষকরা ‘এক প্রকার তামাশা’ হিসেবে আখ্যা দিয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যখন বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল, তখনই শিক্ষকরা ৫০০ টাকা বাড়ানোর এ পরিপত্র পান। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তারা।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১,০০০ টাকা বাড়িভাড়া পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন তা বেড়ে দাঁড়াবে ১,৫০০ টাকা। অথচ শিক্ষকরা দাবি করেছিলেন মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণের, যা অন্তর্বর্তী সরকার মৌখিকভাবে মেনে নিয়েছিল। কিন্তু হঠাৎ সরকারের এমন সিদ্ধান্ত এক ধরনের ‘তামাশা’ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

এমপিওভুক্ত অনেক শিক্ষকই অভিযোগ করছেন, শিক্ষক দিবসের দিন এমন সিদ্ধান্ত প্রতারণা ও অপমানজনক। তাদের ভাষায়, ‘এটা এক ধরনের নাটকীয়তা, যা সম্মান নয় বরং অপমান এবং তামাশার সামিল’।

👉সরকার কী বলছে?

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, “আগে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল, যা পরে প্রাসঙ্গিক ছিল না। তবে সেই প্রস্তাব ধরেই অর্থ মন্ত্রণালয় ৫০০ টাকা বাড়িয়েছে।”

তবে তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণে নতুন একটি ফাইল অনুমোদন দিয়েছেন এবং সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। তিনি আশাবাদী, অর্থ মন্ত্রণালয় সেটি অনুমোদন করলে ৫০০ টাকা বৃদ্ধির পরিপত্র অটোমেটিক বাতিল হয়ে যাবে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ২০২৩ সালের তথ্য অনুযায়ী, সারাদেশে ২৬,৪৪৭টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক এবং ১ লাখ ৭৭ হাজার কর্মচারী।
বর্তমানে তারা মাসে বাড়িভাড়া বাবদ ১,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা হিসেবে ৫০০ টাকা পান। নতুন নির্দেশনা অনুযায়ী, বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হলেও তা শিক্ষকদের জন্য খুবই অপ্রতুল বলে মত দিয়েছেন অনেকেই।

সূত্র: NEWS24

জাতীয়করনের আন্দোলনের ব্যানারে যারা 20% বাড়ি ভাড়ার প্রতিশ্রুতিতে আন্দোলনের সমাপ্তি টেনে তৃপ্তির ঢেকুর তুলেছেন তাদের কি বি...
05/10/2025

জাতীয়করনের আন্দোলনের ব্যানারে যারা 20% বাড়ি ভাড়ার প্রতিশ্রুতিতে আন্দোলনের সমাপ্তি টেনে তৃপ্তির ঢেকুর তুলেছেন তাদের কি বিন্দুমাত্র লজ্জা করে না ? জাতীয়করণের মত আন্দোলনকে সাইডে রেখে যারা মাত্র 20% বাড়িভাড়ায় সন্তুষ্ঠ হয়ে সফাই গাইতেন ( যারা জাতীয়করণ এ অনড় ছিল তাঁদের যথাসাধ্য ধুইয়ে দিতেন ) তারা প্লিজ আর জাতীয়করণ আন্দোলনের ব্যানার হাতে নিবেন না।

প্রতারণা করল অর্থ মন্ত্রণালয়!!! ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি -
05/10/2025

প্রতারণা করল অর্থ মন্ত্রণালয়!!!
৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি -

NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্তদের বদলি প্রসঙ্গে.....
01/10/2025

NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্তদের বদলি প্রসঙ্গে.....

মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের সেপ্টেম্বর/২০২৫ মাসের এমপিও চেক ছাড় হয়েছে-
30/09/2025

মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের সেপ্টেম্বর/২০২৫ মাসের এমপিও চেক ছাড় হয়েছে-

৯ম জাতীয় পে-স্কেলের অনলাইন জরিপ -
30/09/2025

৯ম জাতীয় পে-স্কেলের অনলাইন জরিপ -

30/09/2025

নতুন পদ্ধতিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একজন প্রার্থীকে এমসিকিউতে ৮০ নম্বর পেতে হবে। তবেই তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।
সাবজেক্টিভ ও জেনারেলে আলাদা আলাদা ৪০ পেতে হবে না। দুটো মিলিয়ে ৮০ নম্বর পেলে পাশ।

Address

02
Dhaka
2416

Website

Alerts

Be the first to know and let us send you an email when NTRCA নিবন্ধিত শিক্ষক আড্ডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share