Sotterbani24

Sotterbani24 islamic Mainded

09/08/2025

#নামাজকে বলোনা কাজ আছে......।

05/08/2025

আবদার পুরন করতেই হবে

05/08/2025

আজকে কিসের
বিজয় দিবস
কে কে বলতে পারবে?
কমেন্টে বলে যান।

03/08/2025

🥰 মজা আর মজা 😁

02/08/2025

❤️ কঠিন জবান বন্দি দিলো আর দুষ্টমি করবেনা ❤️

01/08/2025

#বাচ্চাদের #আনন্দ Sotterbani24 @

30/07/2025

#যে আমলে জান্নাতের আটটি দরজা খুলে যাবে @সেরা ফ্যান

❤️ হিফজ্ খানার ছোট্ট ছোট্ট সোনা মনিদের কোমল মুখগুলো…❤️যখন দুনিয়ার বাচ্চারা খেলাধুলায় মত্ত, তখন এই ছোট্ট হৃদয়গুলো মাদ্রা...
30/07/2025

❤️ হিফজ্ খানার ছোট্ট ছোট্ট সোনা মনিদের কোমল মুখগুলো…❤️

যখন দুনিয়ার বাচ্চারা খেলাধুলায় মত্ত, তখন এই ছোট্ট হৃদয়গুলো মাদ্রাসার রুমে বসে এক আয়াত, এক হরফ মুখস্থ করছে।
তাদের ঘুম কম, খেলাধুলা নেই, দুনিয়ার বিলাসিতা নেই —
আছে কেবল আল্লাহর কালামকে বুকে ধারণ করার অদম্য চেষ্টা।

মা-বাবা থেকে দূরে থেকেও তারা মুখে হাসি রাখে,
কারণ তারা জানে— তারা এমন এক কিতাব মুখস্থ করছে,
যা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আকাশের ফেরেশতাদেরও গর্বিত করে।

তাদের কণ্ঠে যখন গুঞ্জরিত হয় কোরআনের আয়াত,
আসমান কাঁদে, ফেরেশতা নত হয়ে শোনে।
এই শিশুদের প্রতি আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়,
আর এই কাজের বিনিময়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে এমন জায়গা রাখেন—
যেখানে তাদের বাবা-মা’র মাথায় নূরের মুকুট পরানো হবে।

দুনিয়ার চোখে হয়তো তারা সাধারণ ছাত্র,
কিন্তু আখিরাতে তারা হবে আল্লাহর ঘনিষ্ঠ বান্দা।

হে হাফেজ সোনা মনিরা , তুমি গর্বিত হও — কারণ তুমি কোরআনের বাহক।
আল্লাহ তোমাকে কবুল করুন, সব ভুল সংশোধন করে দিক,
আর আমাদেরকেও কোরআনের আলোয় জীবন গড়ার তাওফিক দিন।

আমিন

29/07/2025

#নাম্বার কি ভাবে বলে না শুনলে চরম মিস করবেন😁

28/07/2025

২ #লিটার পানি ৬০০ টাকা #মাইলস্টোন স্কুলের #দুর্ঘটনার সময়

 #মানুষ মানুষকে কেন হিংসা করে?কারও সুখ, সাফল্য বা শান্তি যখন আমাদের নিজ জীবনের অভাব মনে করিয়ে দেয়, তখনই হিংসার জন্ম হয়। ...
27/07/2025

#মানুষ মানুষকে কেন হিংসা করে?
কারও সুখ, সাফল্য বা শান্তি যখন আমাদের নিজ জীবনের অভাব মনে করিয়ে দেয়, তখনই হিংসার জন্ম হয়। অথচ হিংসা এমন এক আগুন, যা আগে নিজের মনকেই পুড়িয়ে দেয়।
হিংসা করলে অন্যের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় নিজের ঈমান, নিজের শান্তি ও আল্লাহর সন্তুষ্টির।
বরং একজন মুসলিমের উচিত অন্যের ভালো দেখে দোয়া করা —
"আল্লাহ, আমাকে ও তাকেও আরও বরকত দাও।"

দুনিয়াতে কার ভাগ্যে কী আছে, তা নির্ধারণ করেছেন আল্লাহ। তাই হিংসা নয়, কৃতজ্ঞতা ও ইতিবাচক মনোভাব নিয়ে জীবনকে গড়ি।

হিংসা নয়, ভালোবাসা ও সহানুভূতি হোক আমাদের পরিচয়।
আল্লাহ আমাদের হেদায়েত দিন। 🤲 @সেরা ফ্যান Sotterbani24 محمد انور حسين @

Address

Asulia
Dhaka
1341

Alerts

Be the first to know and let us send you an email when Sotterbani24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category