Nasir Hussain

Nasir Hussain "খেলাধুলার সকল আপডেট, বিশ্লেষণের সকল খবরাখবর সবার আগে পেতে পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন!

আগামীর সম্ভাবনাময় একঝাঁক তরুণ ফুটবলার যাদের চোখে মুখে স্বপ্ন ভালো ফুটবলার হ‌ওয়া আর সেই লক্ষ্যে পূরনে প্রতিনিয়ত কঠোর প...
11/08/2025

আগামীর সম্ভাবনাময় একঝাঁক তরুণ ফুটবলার যাদের চোখে মুখে স্বপ্ন ভালো ফুটবলার হ‌ওয়া আর সেই লক্ষ্যে পূরনে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এই ফুটবলারেরা আর এই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে গাইবান্ধা ফুটবল একাডেমি সবরকম সহযোগিতা করছেন।

10/08/2025

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে দ. কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ | AFC | U20 Womens Asian Cup |

10/08/2025

মোজো প্রেজেন্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফুটবল ফিয়েস্তা ২০২৫ এর ট্রফি উন্মোচন।

বর্তমান পরিস্থিতি দেখে ধরা যায় বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপের মূল পর্বে ইতোমধ্যেই কোয়ালিফাই করে ফেলেছে...
09/08/2025

বর্তমান পরিস্থিতি দেখে ধরা যায় বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপের মূল পর্বে ইতোমধ্যেই কোয়ালিফাই করে ফেলেছে। বর্তমান ফর্মে বাংলাদেশের একটি ড্র অথবা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তবে যদি বাংলাদেশ একটি বড় ব্যবধানে হারে, তবুও তারা কীভাবে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারে — তার একটি হিসাব নিচে দেওয়া হলো:

গ্রুপ A এবং D থেকে কোনো দল এখন আর সেরা তিনটি দ্বিতীয় স্থানের মধ্যে প্রতিযোগিতা করতে পারবে না।

গ্রুপ C (চাইনিজ তাইপে) এবং গ্রুপ G থেকে দ্বিতীয় স্থানে থাকা দলগুলো বর্তমানে পরিস্থিতি অনুযায়ী ধরাই যায় তারা কোয়ালিফাই করে ফেলবে।

গ্রুপ E-তে লেবাননের goal difference +2 এবং তারা চীনের মুখোমুখি হবে — সেই ম্যাচে তাদের goal difference কমে যাবে।

এখন গ্রুপ B (হংকং), গ্রুপ G (ইরান) এবং গ্রুপ H (বাংলাদেশ) — এই তিনটি দল তৃতীয় সেরা দ্বিতীয় স্থানের জন্য লড়াই করছে।

এখন যদি বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ ব্যবধানে হারে, তাহলে বাংলাদেশের goal difference হবে +5।

ইরান, যাদের goal difference এখন +5, তারা জাপানের মুখোমুখি হবে এবং যদি তারা মাত্র ১ গোল ব্যবধানে হারে, তাহলে তাদের goal difference হয়ে যাবে +4।

হংকংয়ের বর্তমান goal difference -5, তাদের বাংলাদেশকে ছাড়িয়ে যেতে হলে সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত ১১টি গোল করতে হবে। সুতরাং, হংকং যদি ১০ গোলের কম ব্যবধানে জয় পায়, তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে।

এমনকি goal difference ইরান বা হংকংয়ের সঙ্গে সমান হলেও, বাংলাদেশের গোল সংখ্যা বেশি থাকার কারণে তারাই এগিয়ে থাকবে। ধরে নেওয়া যায়, ইরান জাপানের বিপক্ষে বেশি গোল হজম করবে এবং হংকং সিঙ্গাপুরের বিপক্ষে অতটা গোল করতে পারবে না — তাহলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ বা ৭-০ ব্যবধানে হারলেও বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে।

সুতরাং, ধরা যায় বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করেই ফেলেছে — কারণ এত বড় ব্যবধানে হারার চেয়ে, বর্তমান ফর্মে তাদের জয় কিংবা অন্তত একটি ড্র করার সম্ভাবনাই বেশি।

"এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে হ্যাটট্রিক করে তিন কোচকে উৎসর্গ করলেন বাংলাদেশ অ-২০ নারী দলের ফুটব...
08/08/2025

"এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে হ্যাটট্রিক করে তিন কোচকে উৎসর্গ করলেন বাংলাদেশ অ-২০ নারী দলের ফুটবলার শ্রীমতী তৃষ্ণা রানী।

08/08/2025

তৃষ্ণার হ্যাটট্রিকে এশিয়ান কাপের মূল পর্বের পথে বাংলাদেশ | Bangladesh Football | AFC U20 |

📷 খেলা শেষে ম্যাচ দেখতে আসা দর্শকদের সাথে ফ্রেমবন্দী সাগরিকা।
08/08/2025

📷 খেলা শেষে ম্যাচ দেখতে আসা দর্শকদের সাথে ফ্রেমবন্দী সাগরিকা।

🚨 𝗔𝗙𝗖 𝗨𝟮𝟬 𝗪𝗼𝗺𝗲𝗻’𝘀 𝗔𝘀𝗶𝗮𝗻 𝗖𝘂𝗽™️ 𝟮𝟬𝟮𝟲 𝗤𝘂𝗮𝗹𝗶𝗳𝗶𝗲𝗿𝘀‼️তিমুর লেস্তের বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের বাঘিনীরা! 🔥🇧🇩গ...
08/08/2025

🚨 𝗔𝗙𝗖 𝗨𝟮𝟬 𝗪𝗼𝗺𝗲𝗻’𝘀 𝗔𝘀𝗶𝗮𝗻 𝗖𝘂𝗽™️ 𝟮𝟬𝟮𝟲 𝗤𝘂𝗮𝗹𝗶𝗳𝗶𝗲𝗿𝘀‼️

তিমুর লেস্তের বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের বাঘিনীরা! 🔥🇧🇩

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া! 🇰🇷 ⌛

এএফসি অ-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে তিমুর লেস্তের তৃষ্ণার হ্যাটট্রিক।
08/08/2025

এএফসি অ-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে তিমুর লেস্তের তৃষ্ণার হ্যাটট্রিক।

তিমুর লেস্তের বিপক্ষে প্রথমার্ধ্ব  শেষে ৪-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ!🇧🇩
08/08/2025

তিমুর লেস্তের বিপক্ষে প্রথমার্ধ্ব শেষে ৪-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ!🇧🇩

নেপাল জাতীয় দলের সেন্টার ব্যাক অভিষেক লিম্বুকে দলে নিয়েছে  রহমতগঞ্জ।  #ষোলো_আনা_ঠিকঠাক
08/08/2025

নেপাল জাতীয় দলের সেন্টার ব্যাক অভিষেক লিম্বুকে দলে নিয়েছে রহমতগঞ্জ। #ষোলো_আনা_ঠিকঠাক

এএফসি অ-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে তিমুর লেস্তের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ 🇧🇩
08/08/2025

এএফসি অ-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে তিমুর লেস্তের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ 🇧🇩

Address

Rangpur

Telephone

+8801996544539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasir Hussain:

Share