04/03/2025
হেলিকপ্টার উড়ল কি উড়ল না, তা নিয়ে ফাতরামো পোস্ট ঠিকই সবার টাইমলাইনে ঘুরছে। কিন্তু সত্যিকারের এক অনন্য ইতিহাস সৃষ্টি করেও তেমন আলোচনা নেই সেই তরুণের, যিনি নিজের বানানো প্লেনে উড়েছেন!
মানিকগঞ্জের জুলহাস, যিনি নিজের হাতে তৈরি প্লেনে আকাশে ওড়ার স্বপ্ন সত্যি করেছেন—এটা শুধু তার নয়, পুরো বাংলাদেশের জন্যই গর্বের বিষয়। উদ্যম, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে সত্যিই উপায় হয়।
'সত্যিকারের মেধার মূল্যায়ন হয় না, এগুলো নিয়ে কোন নিউজ হবে না, কারণ এগুলোতে ভিউ ব্যবসা তেমন জমে না'
Collected
source : RC Life