10/09/2023
''
''আমি''
আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই সবাই আমাকে সব কিছু থেকে দূরে দূরে রাখ তো, মনে হতো যেন আমি ওদের থেকে আলাদা, আর পরিবারের কথা কি বলবো, মা, বাবা,তাদের কাছে ছিলাম আমি বোঝা 😔কেউ ছিলোনা আমার পাশে,, মা আমার সাথে সব সময় খারাপ ব্যাবহার করতো, ছোট বেলা থেকেই আমি বাড়ির সব কাজ করতাম, যেমন রান্না করা কাপড় ধোয়া বাসন মাজা থেকে সব, তারপরও কাজে একটু ভুল হলেই মা অনেক মারতো, ভাই,বোন ও মারতো আমায় অনেক, বাবা কাজ থেকে ফিরলে বাবাকেও নালিশ দিতো, আর বাবাও মার তো😔আসলে আমি বুঝাম না কেনো আমার সাথে এমন করে,আর আমি এতো সবের মাঝেও পড়াশোনা করছি, যদি একটু খারাপ হতো তাহলে বাবা বলতো, 🥲ওকে পড়িয়ে কি হবে বিয়ে দিয়ে দেই ঝামেলা শেষ 🥲,,,,। আমার কনো বন্ধু বান্ধবী কেউই ছিলোনা তেম ন যে তার সাথে একটু মন খুলে কথা বলবো,,🥲🥲তখন আমাদের বাসায় ছিলো নকিয়া-১২০০ মডেলে ফোন, এই ফোন ছিলো আমার সঙ্গী,, মাঝে মাঝে কথা বলতাম এক রং নাম্বার ছেলের সাথে, ভালো লাগতো আমার কারন মন খুলে কথা বলার মতো কেউ ছিলোনা আমার,, তো কথা বলতে বলতে যানি না আমার মনে ও মাথা শুধু এটাই কাজ করতো যে এখান থেকে আমাকে যেতে হবে,, যেখানে আমার কনো মূল্য বা মর্যাদায় ভালোবাসা কিছুই নাই। তো আমি সেই ছেলের সাথে চলে গেলাম,, কিছু দিন ভালোই ছিলাম কিন্তুু ছেলেটা কাজ কাম করতো না আমাদের বিয়ে হলো, প্রচন্ড ভালোবাস তো আমাকে,, আমি নিজেকে অনেক ভ্যাগবতি ভাবতাম যে ও আমাকে এতো ভালোবাসে,, আমি যদি বাবার বাড়ি যেতে চাইতাম তো আমাকে যরি ধরে অনেক কান্না করতো, কারন ও ভাবতো আমি গেলে যদি আর না আশি,, ওদের থেকে আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিলো তাই, তাও আমার ওকে ভালো লাগতো কারন ও অনেক ভালোবাসতো আমার খেয়াল রাখতো সব সময় আমার একটু জ্বর হলে অনেক কান্না করতো,, আবার ওর মা বাবা সবাই আমাকে খুব ভালোবাস তো,, এরই মাঝে আমি বুঝতে পারি আমি মা হবো,, ও অনেক খুশি হয় আর ও আমাকে ভারি কনো কাজ করতে দিতো না আমার অনেক খেয়াল রাখতো আমার কি কি খেতে ইচ্ছে করে সব আমাকে খওয়া তো,, এর পর বাচ্চা হলো ও আমার পাশে পাশে সারাক্ষণ ছিলো,, বাবার বাড়ি ছিলাম এর পরে ও নিয়ে আসে ওর কাছে সকালে উঠে বাবুর সব কাপর ধুয়ে অফিসে যেতো কারন আমার সিযার হয়েছিল তাই,, এই ভাবে দিন কাটছিলো আমাদের,, অভাব ছিলো অনেক বাট বুঝতে দিতো না ও এতো ভালোবাসে আগলে রাখতো🥰,, আর মা বাবা কথা তেমন মনেি পরতো না আমরা দূ জন ছিলাম দূজনের সঙ্গী, বাবার বাড়ি যেতাম ২,৩ বছোর পর পর,, এই ভাবে কয়েক বছর পর সে নেশায় অশক্ত হয়ে গেলো,, আসলে আগে থেকেই ছিলো আমি বঝতে পারিনি, এর পর আবার অনেক রাত করে বাড়ি ফিরতো জুয়া খেলতো, তাও আমাকে বুঝতে দিতো না যখন অনেক ঋণের জন্য মানুষ ওকে চাপদিতো আর বাড়ি খেকে পালিয়ে যেতো,,, 🥲আবার শুরু হলো আমার কষ্টে জীবন কাউকে বলতাম না নিজে নিজে সব মানিয়ে নিয়ে থাকতাম,, আমি কি দোষ করেছি যে এতো কষ্টে জীবন আমার,, অনেক টাকা ঋন ছিলো সব পরিষদ করলাম,, এর পর বার বার এমনই করতো, ও সম্পুর্ন বদলে গেলো আমি কি করবো বুঝতে পরছিলাম না, তখন আমি একটা চাকরি নিয়ে ছেলের খরচ আর নিজের খরচ চালাতাম আর অল্প অল্প করে ঋণও সোদ দিয়ে দিলাম,, তখন আমি নিজেকে সামলে একা একা পথ চলতে লাগলাম,,, ভালোবাসা সবার জন্য না 😥😥😥
সংগৃহিত- বনোলতা🥲