Life In A Metro

Life In A Metro Capturing the essence of city life: the rush, the quiet moments, the unseen connections.

Join our community of urban explorers.❤️

"In the rhythm of the rails and the symphony of the city, we find our stories."

🚫 সাবধান মুসলিম ভাই-বোনেরা!আজকাল অনেকেই AI দিয়ে নিজেদের কার্টুন বা মূর্তিতে রূপান্তর করছে।❌ ইসলামে মূর্তি ও ছবি আঁকা কঠো...
18/09/2025

🚫 সাবধান মুসলিম ভাই-বোনেরা!

আজকাল অনেকেই AI দিয়ে নিজেদের কার্টুন বা মূর্তিতে রূপান্তর করছে।
❌ ইসলামে মূর্তি ও ছবি আঁকা কঠোরভাবে নিষিদ্ধ।

🕌 হাদিস বলছে:
1️⃣ “যে ব্যক্তি ছবি আঁকে বা মূর্তি বানায়, কিয়ামতের দিন তাকে সে মূর্তিতে রূহ দেওয়ার জন্য বলা হবে, কিন্তু সে পারবে না।” — বুখারী ২২২৫
2️⃣ “প্রত্যেক ছবি নির্মাতা জাহান্নামে শাস্তি পাবে এবং তার জন্য একটি প্রাণী নির্ধারিত থাকবে যা তাকে শাস্তি দেবে।” — মুসলিম ২১১০

💡 আমাদের ট্রেন্ড হওয়া উচিত রসূলুল্লাহ ﷺ ও সাহাবাদের অনুসরণ।
🙏 যারা এমন করেছেন, তওবা করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন।
আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।

09/09/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

বিদায় বন্ধু আমি জানতাম তুমি আসবে.........
23/07/2025

বিদায় বন্ধু

আমি জানতাম তুমি আসবে.........

আল্লাহ তায়ালা তুমি তাদের জান্নাতের পাখি হিসেবে কবুল করে নাও আমিন।
22/07/2025

আল্লাহ তায়ালা তুমি তাদের জান্নাতের পাখি হিসেবে কবুল করে নাও আমিন।

Clock Tower Makkah
05/05/2025

Clock Tower Makkah

দেখো, তারা বো*মা*র আ*ঘা*তের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছে। অথচ, তুমি আর আমি বেহুদাই বেঁচে রইলাম!কথাঃ সংগৃহীত
10/04/2025

দেখো,
তারা বো*মা*র আ*ঘা*তের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছে। অথচ, তুমি আর আমি বেহুদাই বেঁচে রইলাম!
কথাঃ সংগৃহীত

08/04/2025
**ফিলিস্তিনের মানবিক সংকট: আমাদের বিবেকের প্রশ্ন**  আজ ফিলিস্তিনের মাটিতে শিশুর কান্না, মায়ের আর্তনাদ, বাবাদের অসহায় দ...
08/04/2025

**ফিলিস্তিনের মানবিক সংকট: আমাদের বিবেকের প্রশ্ন**

আজ ফিলিস্তিনের মাটিতে শিশুর কান্না, মায়ের আর্তনাদ, বাবাদের অসহায় দৃষ্টি—একটি জনপদের অবর্ণনীয় যন্ত্রণা। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে মাতৃভূমি। এই যে মানবিক বিপর্যয়, এটি শুধু ফিলিস্তিনের নয়, এটি সমগ্র মানবতার ট্র্যাজেডি।

যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তিই একমাত্র পথ। আমরা যখন নিরাপদে ঘুমোই, ফিলিস্তিনি পরিবারগুলো রাত জেগে বোমার শব্দ গুনছে। আমরা যখন খাবার টেবিলে পরিবার সাথে আড্ডা দিই, সেখানে কোনো শিশু এক টুকরো রুটির জন্য হাহাকার করছে। এই বৈষম্য, এই নিষ্ঠুরতা আমাদের বিবেককে নাড়া দেয়।

**মানবতা ডাকছে:**
- নিরপরাধ মানুষের জীবন রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
- মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।
- শরণার্থী ও আহতদের জন্য ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রয়োজন।
- শিশু, নারী ও বৃদ্ধদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

**আমাদের করণীয়:**
১. সত্য জানুন, সচেতন হোন—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মিথ্যা তথ্য এড়িয়ে যান।
২. স্থানীয় ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে সমর্থন করুন।
৩. শান্তির পক্ষে কণ্ঠ দিন—নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান।

> _"যখন কোনো নিষ্পাপ জীবন কাঁদে, তখন তা গোটা মানবতার জন্য এক চিৎকার।"_
> —ফিলিস্তিনের দুঃখ আমাদেরই দুঃখ।



**বিশ্ব শান্তির জন্য প্রার্থনা ও প্রচেষ্টা চালিয়ে যাক।** 💔🕊️

এটা প্রতিবাদ নয়, এটা লুটপাট, আমাদের ইসলাম ধর্ম, এটা সমর্থন করে না।প্রতিবাদের নামে কেএফসি,বাটা,কোক রাখার নাম করে আলপাইনসহ...
07/04/2025

এটা প্রতিবাদ নয়, এটা লুটপাট, আমাদের ইসলাম ধর্ম, এটা সমর্থন করে না।
প্রতিবাদের নামে কেএফসি,বাটা,কোক রাখার নাম করে আলপাইনসহ বিভিন্ন রেস্টুরেন্ট ভাঙচুর,হামলা,লুটপাট করে গাজায় ইসরায়েলের বর্বর হামলা কি ঠেকানো যাবে? বরং নিজেদের সম্পদ নিজেরা ধ্বংস করে অসংখ্য মানুষের কর্মসংস্থান শেষ করে দেওয়া হয়েছে।
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের বিবেকবান মানবতাবাদী মানুষ দেশে দেশে,শহরে-বন্দরে রাস্তায় নেমেছে। অবিলম্বে হামলা বন্ধ করার জোর দাবি জানাচ্ছে। সবাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে কোথাও কি দেখেছেন এমন উন্মাদের মতো হামলা ভাংচুর করতে। তাহলে সিলেটে এই হামলা-ভাংচুরের উদ্দেশ্যে কি?

আজকের এক টুকরো বাংলাদেশ!  সুবহানাল্লাহ আল্লাহ মহান! আল্লাহ একমাত্র পরিকল্পনাকারী, তিনি রাতের পরে দিন দিন। বিজয় নিশ্চিত ই...
07/04/2025

আজকের এক টুকরো বাংলাদেশ!
সুবহানাল্লাহ আল্লাহ মহান!
আল্লাহ একমাত্র পরিকল্পনাকারী, তিনি রাতের পরে দিন দিন।
বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। এ বিজয় সমস্ত মুসলমানদের এ বিজয় সকল মানবতার এ বিজয় সকল ধর্মের মানুষের।
আমরা দিনশেষে বাংলাদেশী সবাই জাতী ধর্ম বর্ন শেষে মানুষের জন্য!
আল্লাহ জা*লি*মদের ধ্বং*স করে দাও🤲 আমিন।

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life In A Metro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share