Light House Of Islam

Light House Of Islam ইসলামের আলোকে সুস্থ ও সুন্দর সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।আল্লাহ জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।
28/06/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
আল্লাহ জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।

একটা অর্ধপচা খেজুর পড়ে ছিলো। রাসুল (সাঃ) পচা অংশটা পরিষ্কার করলেন। আবদুল্লাহ্ ইবনে উমার (রাঃ) কে জিজ্ঞেস করলেন, খাবে?তিন...
24/06/2025

একটা অর্ধপচা খেজুর পড়ে ছিলো। রাসুল (সাঃ) পচা অংশটা পরিষ্কার করলেন। আবদুল্লাহ্ ইবনে উমার (রাঃ) কে জিজ্ঞেস করলেন, খাবে?

তিনি জবাব দিলেন, না, ইয়া রাসুলুল্লাহ্।

রাসুল (সাঃ)বললেন, তোমার কাছে এটা খাওয়া না খাওয়ার ব্যাপার। অথচ আজ চারদিন হলো তোমার রাসুলের পেটে কিছু পড়েনি।

কত কষ্টের😢 জীবন ছিলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের। আর আমরা এত পাওয়ার পরেও অনেক আফসোস এই খাবারটা ভালো হতো, এই খাবারটা ভালো হত "আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন।

#আমিন🤲

ইসলামিক পদ্ধতিতে গরু জ/বা/ইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল।গরু জ/বা/ইয়ের সময়ে EEG পরীক...
02/06/2025

ইসলামিক পদ্ধতিতে গরু জ/বা/ইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল।
গরু জ/বা/ইয়ের সময়ে EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়।
পরীক্ষায় দেখা যায়:—
*জ*বা*ই*য়ে*র প্রথম ৩সেকেন্ডে EEG গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যাথা পায় না।
*পরের ৩ সেকেন্ডের EEG রেকর্ডে দেখা যায়, গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে,শরীর হতে প্রচুর র*ক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে র*ক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা হয়।
*এই প্রথম ৬ সেকেন্ড পরে EEG গ্রাফে Zero level দেখাচ্ছিলো, তার মানে গরু কোনো ব্যাথা পাচ্ছিলো না।
*গরুর যে খি*চুনি আমরা দেখি সেটা Spinal cord এর একটি Reflex Reaction, এটা মোটেও ব্যাথার জন্য হয় না।
(এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শুলজ এবং ডক্টর হাজিম।)
সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আল-আমীন এমন ভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, যা অত্যন্ত নিখুঁত। যারা ভাবেন যে পশু জ*বা*ই*য়ে*র মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাব্বুল আল-আমীনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবে।
ভাই কিছু বুঝলেন? এইটাই আল্লাহর কুদরত সেজদায় মাথাটা আল্লাহর সামনে নত হয়ে গেলো।
আল্লাহু আকবার।©️

Clock Tower Makkah
05/05/2025

Clock Tower Makkah

30/04/2025
দেখো, তারা বো*মা*র আ*ঘা*তের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছে। অথচ, তুমি আর আমি বেহুদাই বেঁচে রইলাম!কথাঃ সংগৃহীত
10/04/2025

দেখো,
তারা বো*মা*র আ*ঘা*তের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছে। অথচ, তুমি আর আমি বেহুদাই বেঁচে রইলাম!
কথাঃ সংগৃহীত

08/04/2025
**ফিলিস্তিনের মানবিক সংকট: আমাদের বিবেকের প্রশ্ন**  আজ ফিলিস্তিনের মাটিতে শিশুর কান্না, মায়ের আর্তনাদ, বাবাদের অসহায় দ...
08/04/2025

**ফিলিস্তিনের মানবিক সংকট: আমাদের বিবেকের প্রশ্ন**

আজ ফিলিস্তিনের মাটিতে শিশুর কান্না, মায়ের আর্তনাদ, বাবাদের অসহায় দৃষ্টি—একটি জনপদের অবর্ণনীয় যন্ত্রণা। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে মাতৃভূমি। এই যে মানবিক বিপর্যয়, এটি শুধু ফিলিস্তিনের নয়, এটি সমগ্র মানবতার ট্র্যাজেডি।

যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তিই একমাত্র পথ। আমরা যখন নিরাপদে ঘুমোই, ফিলিস্তিনি পরিবারগুলো রাত জেগে বোমার শব্দ গুনছে। আমরা যখন খাবার টেবিলে পরিবার সাথে আড্ডা দিই, সেখানে কোনো শিশু এক টুকরো রুটির জন্য হাহাকার করছে। এই বৈষম্য, এই নিষ্ঠুরতা আমাদের বিবেককে নাড়া দেয়।

**মানবতা ডাকছে:**
- নিরপরাধ মানুষের জীবন রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
- মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।
- শরণার্থী ও আহতদের জন্য ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রয়োজন।
- শিশু, নারী ও বৃদ্ধদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

**আমাদের করণীয়:**
১. সত্য জানুন, সচেতন হোন—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মিথ্যা তথ্য এড়িয়ে যান।
২. স্থানীয় ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে সমর্থন করুন।
৩. শান্তির পক্ষে কণ্ঠ দিন—নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান।

> _"যখন কোনো নিষ্পাপ জীবন কাঁদে, তখন তা গোটা মানবতার জন্য এক চিৎকার।"_
> —ফিলিস্তিনের দুঃখ আমাদেরই দুঃখ।



**বিশ্ব শান্তির জন্য প্রার্থনা ও প্রচেষ্টা চালিয়ে যাক।** 💔🕊️

এটা প্রতিবাদ নয়, এটা লুটপাট, আমাদের ইসলাম ধর্ম, এটা সমর্থন করে না।প্রতিবাদের নামে কেএফসি,বাটা,কোক রাখার নাম করে আলপাইনসহ...
07/04/2025

এটা প্রতিবাদ নয়, এটা লুটপাট, আমাদের ইসলাম ধর্ম, এটা সমর্থন করে না।
প্রতিবাদের নামে কেএফসি,বাটা,কোক রাখার নাম করে আলপাইনসহ বিভিন্ন রেস্টুরেন্ট ভাঙচুর,হামলা,লুটপাট করে গাজায় ইসরায়েলের বর্বর হামলা কি ঠেকানো যাবে? বরং নিজেদের সম্পদ নিজেরা ধ্বংস করে অসংখ্য মানুষের কর্মসংস্থান শেষ করে দেওয়া হয়েছে।
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের বিবেকবান মানবতাবাদী মানুষ দেশে দেশে,শহরে-বন্দরে রাস্তায় নেমেছে। অবিলম্বে হামলা বন্ধ করার জোর দাবি জানাচ্ছে। সবাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে কোথাও কি দেখেছেন এমন উন্মাদের মতো হামলা ভাংচুর করতে। তাহলে সিলেটে এই হামলা-ভাংচুরের উদ্দেশ্যে কি?

আজকের এক টুকরো বাংলাদেশ!  সুবহানাল্লাহ আল্লাহ মহান! আল্লাহ একমাত্র পরিকল্পনাকারী, তিনি রাতের পরে দিন দিন। বিজয় নিশ্চিত ই...
07/04/2025

আজকের এক টুকরো বাংলাদেশ!
সুবহানাল্লাহ আল্লাহ মহান!
আল্লাহ একমাত্র পরিকল্পনাকারী, তিনি রাতের পরে দিন দিন।
বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। এ বিজয় সমস্ত মুসলমানদের এ বিজয় সকল মানবতার এ বিজয় সকল ধর্মের মানুষের।
আমরা দিনশেষে বাংলাদেশী সবাই জাতী ধর্ম বর্ন শেষে মানুষের জন্য!
আল্লাহ জা*লি*মদের ধ্বং*স করে দাও🤲 আমিন।

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাত...
06/04/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলা ফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী...
ইনশাআল্লাহ সবসময়ই প্রস্তুত ✊✊

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light House Of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share