25/06/2025
'বাংলাদেশ আওয়ামী লীগ' ☞ প্রতিষ্ঠার ৭৬ বছর'
----"আওয়ামী লীগের ইতিহাসই হলো অন্যায্যতা-প্রতিহিংসা-অবিচার-অনিয়মের সাথে ধারাবাহিক লড়াই-সংগ্রাম করে দেশ-দশ-জনগনের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আত্মত্যাগ করে নিজের-দশের-সমাজের-রাষ্ট্রের গণ-মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সফলতা অর্জনের ইতিহাস।"
◑◑◑◑
আজকের ইউনুসীয় শাসনে অবরুদ্ধ জনজীবনের সময়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল 'বাংলাদেশ আওয়ামী লীগ' এর ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হচ্ছে। বর্তমানের বাস্তবতায় আপনার ইতোমধ্যেই দেখেছেন, জানেন কি নির্মম নির্যাতন, ভয়াবহতা আর হত্যা-সন্ত্রাস-সম্পদ লুটপাটের মতো এহেন কোন ঘটনা নাই যেটা আজকের বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের শিকার হতে হচ্ছে না....!
দীর্ঘসময় দেশ পরিচালনা করতে গিয়ে দল বা সরকার হিসেবে আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত ১৬ বছরে একটি দিনের জন্যেও আজকের প্রতিটি দিন বা রাতের মতো এমন অনিরাপদ বোধ করেছেন কি...? বুকে হাত রেখে বলুন তো...!
আওয়ামী লীগ সরকার জঙ্গীবাদ,উগ্রবাদ,সন্ত্রাসবাদ ইত্যাদি বিষয়ে সর্বোচ্চ কঠোর ছিল....এটা কি দেশের জন্য ভুল ছিল...??
আওয়ামী লীগ সাময়িক ভাবে হেরে গিয়েছে মিথ্যা-গুজব-ষড়যন্ত্রের কাছে...! দেশের আপামর জনসাধারণের কাছে আওয়ামী লীগ হারে নি কিংবা হারিয়েও যায় নি...! ইতোমধ্যে নিজেরা নিজেরা ভাগ-বাঁটোয়ারা, ক্রেডিট নেওয়া, মুখ ফসকে বলে ফেলা সহ আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়টিও প্রমান সহ দেশের মানুষ দেখেছে। আওয়ামী লীগ জনগণের দল, জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। জনগণকে সাথে নিয়েই খুব নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী-সমর্থক মিকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে খুব নিকট সময়েই সকল অন্যায়-উৎপীড়ণ, জনজীবন বিপর্যস্ত হওয়া থেকে বাচাতে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব স্থিতিশীলতা রক্ষায় আপনার-আমার-আমাদের সকলের প্রয়োজনে অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হবে ইনশাল্লাহ ।
আজকে আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মীকে হত্যা, দেশব্যাপী কর্মী সমর্থক ছাড়াও তাদের পরিবারে হামলা-নির্যাতন-বাড়িঘির ভাঙচুর-সম্পদ লুটপাট -দোকান-জমি-বাড়ি-ব্যাবসা জবর দখল এসব প্রতিদিন ধারাবাহিক ভাবেই হচ্ছে এবং প্রতিদিন তার আগের দিনের পরিসংখ্যান ছাড়িয়ে যাবার এক ভয়ংকর ট্রেন্ডিং চলছে....!
মব সন্ত্রাসের মাধ্যমে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জীবন আজ দুর্বিষহ...! আওয়ামী লীগের কর্মীরা বছর ধরে ঘর বাড়ি ছাড়া, খেয়ে না খেয়ে যারা জেলখানার বাহিরে তারা দিনাতিপাত করছে। প্রায় চার লক্ষ আওয়ামী নেতা কর্মী জেলে। দেশে আইন-বিচার,নাগরিক নিরাপত্তা, সংবিধান সুরক্ষিত অধিকার কিছুই কি আছে...??
প্রশ্ন দেশের জনগণের কাছে থাকলো...!
সাংবাদিক মাসুদ কামাল সাহেব এসব সঙ্গত বিষয় বিবেচনায় নিয়েই হয়তো টকশোতে ইউনুসকে উদ্দেশ্য করে বলেন,'তিনি দেশের ঘরে ঘরে ঝঘড়া লাগিয়ে দিয়েছে...!'
আজকের এই অবর্ণনীয় নাগরিক কিংবা গ্রামীন জনপদে যে জনজীবনে যে ভয়ংকর আর অবর্ননীয় দুর্দশা নেমে এসেছে সেই মূহুর্তে, আপনাদের সকলের সাথে কাধে-কাধ,হাতে-হাত মিলিয়ে নিরাপদ জনজীবন প্রতিষ্ঠার যুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী-সমর্থক আপনাদের দেশের সকল নাগরিকদের পাশে এসে দাঁড়াবে, সেটা ইতোমধ্যেই আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা অডিও বার্তায় বলেছেন।
আজ ২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী 'শেখ হাসিনা' এমপি-র পক্ষ থেকে দেশবাসীকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সংগ্রামী শুভেচ্ছা জানাই।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কারাবন্দী জননেতা আমার চাঁদপুরের মেঘনা পাড়ের কন্যা খ্যাত ডাঃ দীপু মনি এমপি,চাঁদপুরের আরেক বর্ষীয়ান নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) এমপি, সদা হাসি মুখের মানুষ পরোপকারী মানুষের বিপদে ছুটে গিয়ে পাশে দাড়ানোর মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের আরেক কৃতি সন্তান সুজিত রায় নন্দী দাদা, আরেকজন বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক অত্যন্ত বিনয়ী মানুষ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি কারাবন্দী জননেতা নাসির উদ্দীন আহমেদ কাকার পক্ষ থেকে চাঁদপুরবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সংগ্রামী শুভেচ্ছা ।
একটা কবিতা আছে---
"চাঁদপুর ভরপুর জলে আর স্থলে,
সোনার মানুষ আর সোনা ফলে ।"
একদম তাই....যুগে যুগে বহু কীর্তি মান জন্ম নিয়েছেন চাঁদপুর জেলাতে।
আজকে আগুনের এই সময়ে আপনাদের কাছে বলতে চাই, যত ঘৃনা-হিংসা-ভয়-নোংরামি-ইত্যাদির আরও যত আছে এমন সব...(!) যাই ছড়নো হোক না কেন...বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের মতোই ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে ভালোবাসাই বিলিয়ে যাবে বর্তমান থেকে নিকট
ভবিষ্যতে কিংবা দূর ভবিষ্যতেও।
২০০৮ সালের নির্বাচনের কথা নিশ্চয়ই দেশের মানুষ ভুলে যায় নি...! জিঘাংসা, দুর্ঘটনা ঘটতে পারে কেবল এটা ভেবেই বিজিয় মিছিল পর্যন্ত করতে শক্ত নিষেধ আর নির্দেশনা দিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা তখনকার দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শেখ হাসিনা ।
আল্লাহ রাব্বুল আলামিন,মহান স্রষ্টা আমাদের উপর হেদায়েত নাজিল করুক যাতে আমরা কিছুটা হলেই মানুষ হতে পারি....! আওয়ামী লীগের ঘরবাড়ি ছাড়া, অর্ধাহার-অনাহারে আজকের বর্তমানে দিনাতিপাত করা লক্ষ লক্ষ কর্মী, জেল খানায় থাকা কয়েক লক্ষ কর্মী এবং সবশেষে আওয়ামী লীগ যাদের হাত ধরে জন্ম নিয়েছিল সেই মাজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, শামসুল হক সাহেব, মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ,বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্যে সকলের কাছে দোয়া/আশীর্বাদ কামনা করি।
সবশেষে বলতে চাই, 'এ তুফান ভারী, দিতে হবে পাড়ি,নিতে হবে তরী পাড়....!' ✊
আর তাই... ভয়ংকর-অন্যায্য বর্তমানের এই অসম সমতে যত ঝড়ই আসুক না কেন, এ তরী বাঈতেই হবে আগুনের এই দিনগুলোতে......!!
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
গণমানুষের দল 'বাংলাদেশ আওয়ামী লীগ' চিরজীবী হোক।
➤➤
"দেশের কোন এক স্থান থেকে দেশবাসী এবং আমার এলাকাবাসীর উদ্দেশ্যে আমার কিছু কথা --- আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে।"
*********************************
✪ একসময়ের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক পরমন্ডলের সক্রিয় কর্মী ~
★★ ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক
(মুজিবাদর্শের এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী)।
[তারিখঃ ২৩ জুন, ২০২৫]