05/09/2025
বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত হলে প্রকৃতপক্ষে কার লাভ?
-------
একটু লক্ষ্য করলেই দেখবেন -
☞ দেশে ন্যুনতম কোন আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণ নাই
☞ পুরো সিস্টেম এমনভাবে পরিচালিত হচ্ছে যে কোন নাগরিকেরই জীবনের এক বিন্দু পরিমাণ নিশ্চয়তা নাই
☞ কোর্টগুলো পরিনত করা হয়েছে ক্যাংগারু কোর্টে! কার্যকারিতা হারিয়ে যেন পুরো রাষ্ট্রই বর্তমান পরিস্থিতিতে একটা অকার্যকর রাষ্ট্র যন্ত্রে উপনীত হয়েছে
☞ বাজারের অবস্থা এমন হয়েছে যে এখন আর কাউকে কিন্তু বলতে শোনা যায় না, 'ভায়া, সবজির দাম কিন্তু কম!'
☞ মব-সন্ত্রাস নামক ভয়ংকর ব্যাধীকে নৈমিত্তিক বানিয়েছিল বর্তমান রাষ্ট্র ক্ষমতায় থাকদের ঘনিষ্ঠ অংশীজন ! প্রতিদিনই প্রায় পুরো দেশ জুড়েই উল্লেখ্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা মব নামক এমন ন্যাক্কারজনক ঘটনার শিকার হচ্ছেন,সর্বশান্ত হচ্ছেন,শারীরিকভাবে লাঞ্চিত হয়ে আহত-নিহত হচ্ছেন....প্রতিদিন পুরো দেশের ডজন ডজন নাগরিক কখনো 'ছাত্র-জনতা', কখনো 'তোহিদী জনতা' ইত্যাদি ইত্যাদি মোড়কে অসংখ্য অসংখ্য মব-সন্ত্রাসের ঘটনা ঘটেই যাচ্ছে!
☞ প্রতিদিন ডজনখানেক নাগরিকের অপমৃত্যুর সংবাদ পেতে হচ্ছে আজকের বাংলাদেশকে! হাটে-বাজারে-কর্মক্ষেত্রে-রাস্তায়- খালে-বিলে-নদীতে মানে যেখান-সেখান থেকেই উদ্বার হচ্ছে মৃতদেহ! পুরো দেশটাই একটা মৃত্যুপুরীতে পরিনত হয়েছে!
☞ নানান অনিয়ম-দুর্নীতি-বিশৃংখলার-অপশাসন-ভিন্নমতের দমনপীড়ন-হত্যা-ডাকাতি-ছিনতাই ইত্যাদি ইত্যাদি'তে মানুষ প্রচন্ডরকম আতংক আর অস্থিরতায় দিন পার করছে...! এটা এই কেবল বাংলাদেশ বানিয়েছেন অবৈধ-অসাংবিধানিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী তোষামোদ করাদের ভাষায় "আন্তর্জাতিক খেলোয়াড় মিঃ নোবেল ম্যান প্রফেসর ডঃ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ পরিচালিত এই কূপমণ্ডূক সরকার?
☞ প্রধান উপদেষ্টা ইউনুস দায়িত্ব নিয়ে বলেছিলেন মন খুলে সমালোচনা করতে, অথচ এখন যাকে তাকে এটা সেটা তকমা দিয়ে এরেস্ট করে কারাগারে পাঠাচ্ছে এই দুষ্টুজন....! বিচারক, আমলা,সাংবাদিক,ডাক্তার,আইনজীবী,পুলিশ এমনকি সেনা সদস্য ,ক্ষুদ্র ব্যাবসায়ী, দৈনিক ভিত্তিতে শ্রমজীবী (মানে হকার,রিক্সাওয়াল, অটো ড্রাইভার, নির্মান শ্রমিক...ইত্যাদি ইত্যাদি !!) থেকে বড় ব্যবসায়ী কেউই রেহায় পাচ্ছে না এসব থেকে।
☞ লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্র হারিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে । আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক সংস্থা ইতোমধ্যেই বাংলাদেশকে সামনের বছরে দুর্ভিক্ষের সামনাসামনি হতে হবে সতর্ক বার্তা দিয়েছে! গতকালের তরতাজা শ্রমিক হত্যার ঘটনাটি চোখের সামনেই রয়েছে ।
☞ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় সারাদেশে লক্ষ লক্ষ ছাত্র/ছাত্রীরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না । শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে রাষ্ট্রীয় পৃষপোষকতায় এসব চলছেই! ফলে শিক্ষার্থীরা নাগরিক-সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘ এক বছর ধরে!
☞ জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করা হচ্ছে,জুতার মালা পরানো হচ্ছে,নিঃগৃহীত করে রাখা হচ্ছে, এরেস্ট করানো হচ্ছে.....অথচ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনের মায়া ত্যাগ করেই বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ছুটে গিয়েছিলেন,যুদ্ধ করলেন, বাংলাদেশ বানালেন সেকারনেই তাঁরা ছিলেন সমগ্র জাতির কাছে বিশেষ হিরো ! কিন্তু আজকের দিনে এমন এমন সব ঘৃণ্য ঘটনা তৈরি করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাথে, যা কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়!
☞ মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের যারা অসম্মান করছে তারাই আবার স্লোগান দিয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী এ টি এম আজরুল ইসলামের কারামুক্তিতে স্লোগান দেয় 'গোলাম আজমের বাংলায়....' কিংবা নিজামি/সাইদি/মুজাহিদের বাংলায়...' ইত্যাদি ইত্যাদি....!
ইনিয়ে বিনিয়ে জোর প্রয়োগ করে তারা আজকের বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ধমকের সুরে ওপেনলি বক্তৃতা মঞ্চে বলে, "যারা মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিভিন্ন ভাবে কথা শোনাতে চায়...এখন প্রশ্ন করবো আমরা, তাদের কাছ থেকে জবাব চাইব....!!(চট্রগ্রাম জামাতের একটি সভায় চট্রগ্রাম জামাতের আমিরের আজ ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে করা খোলা মাঠের বক্তৃতা থেকে)
অর্থাৎ মোদ্দা কথা ---
"আমাদের মুক্তিযুদ্ধ ভুল ছিল কি-না?"
সুতরাং রাষ্ট্র কোথায় এসে দাড়িয়েছে সেটা বুঝতেই পারছেন!
☞ রাষ্ট্র ক্ষমতায় স্বয়ং নিজেরা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেও সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরে দেখা যায়, উপদেষ্টারা বিচার চাইছেন সরকারের কাছে....কতটা সেকুলাস!
☞ বর্তমান অবৈধ-অসাংবিধানিক ইউনুস সরকারের একজন উপদেষ্টা যিনি রাষ্ট্র ক্ষমতায় জান প্রাণ দিয়ে মানুষের জন্য কাজ করার অভিপ্রায় রেখেছিলেন নিকট অতীতে, কিন্তু চেয়ারে বসার এক বছর পর এখন সাংবাদিকদের কাছে এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন...যা শুনলে কোন সুস্থ মানুষ তাকে গালাগাল না দিয়ে থাকতেই পারবে না । তিনি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সাথে যুক্তথাকা মানুষ-সহপুরো দেশের নাগরিক সমাজকেই 'খারাপ লোক' সাব্যস্ত করে দিলেন। অথচ সমাজ বিজ্ঞানের গবেষণালব্দ তথ্য-উপাত্ত বলে - 'যে কোন সমাজ ব্যবস্থায় অধিকাংশ লোকই থাকেন ভালো মানুষ । খারাপের সংখ্যা সকল সমাজ-জাতি-রাষ্ট্রেই গাণিতিক টার্ম শতকরা হিসেবে নিতান্ত্যই নগণ্য । অথচ তিনি নিজেও আইনের অধ্যাপক!
এই যে এতো সংখ্যক পয়েন্ট উল্লেখ করলাম তার প্রতিটা বিষয়ই অবিশ্বাস্য হলেও সত্যি যা খুব ধারাবাহিকভাবেই হচ্ছে এবং তার সংখ্য পরিসংখ্যানগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে ইতিহাসের সকল অতীত রেকর্ডই ব্রেক করা হয়ে গেছে অনেকদিন আগেই...!
আমি পুরো পক্রিয়াটিকে এক লাইন বলছি---
"বাংলাদেশকে একটি পুরোদস্তুর অকার্যকর রাষ্ট্রের দ্বার-প্রান্তে টেনে নেওয়ার আয়োজন প্রায় সম্পন্ন "!
আর বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হলে কাদের, কেন,কিভাবে সুবিধা হয় সেটা নিয়ে আর বিস্তারিত না বলি। আপনারাও বেশ ভালো করেই সেসব জানেন, কেবল এতটুকু বলি ---
" নিজের জন্য, পরিবারের জন্য,স্বজনের জন্য, নাগরিক-সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দেশ বিরোধী অপশক্তির হাত থেকে এই দেশটাকে বাঁচান প্লিজ ।"
---
লেখকঃ ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক