Imagine Lush

Imagine Lush Keep Supporting Us

21/06/2025

আমি জিতলে হেরে যাবে তুমি,তাই আমি হেরে গিয়ে দেখতে চাই কতটা সুখী হতে পারো তুমি🦋

20/06/2025

মস্তিষ্কের চেয়ে বড় কোনো কবরস্থান নেই।কত আঘাত, কত আপমান,কত সখ,কত স্বপ্ন দাফন করলাম কেউ জানে না😂🥀

মাঝে মাঝে রিলেশনশিপ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু আপনি রিলেশনশিপ আঁকড়ে ধরে রাখেন! মনে করেন, একদিন হয়ত সব ঠিক হয়ে যাবে।...
13/06/2025

মাঝে মাঝে রিলেশনশিপ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু আপনি রিলেশনশিপ আঁকড়ে ধরে রাখেন! মনে করেন, একদিন হয়ত সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সবকিছু ঠিক হয়? কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন। যেমন:

১. বিশ্বাস ভেঙে গেছে
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে আর এগিয়ে নেওয়া উচিত হবে না। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনি যখন সস্তা
যখন সঙ্গী আপনাকে সস্তা ভাবতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া ঠিক নয়।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং এটি একধরনের নতুন শুরু, জীবনে আরও সুন্দর কিছু ঘটার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা উপহার দেয়।

যে সম্পর্ক মানসিক কষ্ট দেয়, আপনাকে অসম্মানিত করে সেটা জীবন থেকে মুছে ফেলুন — তা সে যে-ই হোক না কেন — বন্ধু, আত্মীয়-স্বজন কিংবা খুব কাছের কেউ।

Collected 🥀🫰

🥀🌧️Imagine Lush Captured BY Jc
31/05/2025

🥀🌧️

Imagine Lush Captured BY Jc

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imagine Lush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share