23/04/2025
মায়ের কথা ধরে ডি*ভোর্স দেওয়ার পর আমার পরিণতি😪 আমি সাহেদকে ভালোবেসে বিয়ে করি, আমাদের ২বছরের একটা বাচ্চাও আছে, শাশুড়ী সবসময় আমার দোষ ধরে আমার সাথে ঝগড়া করতো! আর, সাহেদও আমাকে তার মার কথা শুনেই মাঝে মধ্যে ধমক দিতো, আমি আমার মাকে সবসময় বিষয়গুলো শেয়ার করতাম, তখন মা বলতো, এমন হলে তুই ছেড়ে দে ওকে, আমি আমার মেয়েকে বড় করছি বাকি জীবনও সাথে রাখতে পারবো, চলে আয় মা। আমিও কথাগুলো শুনে শান্তি পেতাম যে আমার মা তো আছে, এরপর আমি সাহেদকে ছেড়ে চলে আসি বাবার বাড়ি আর তাকে ডি**ভোর্স পাঠাই দেই! কয়েক মাস ভালোভাবে কাটার পর এবার আমার নিজের মা ই আমকে মাঝে মধ্যে খোচা দিয়ে কথা বলে এবং আশেপাশের মানুষও! এখন মনে হচ্ছে, স্বামীর কাছেই শান্তিতে ছিলাম😪 সাহেদকে ফোন দেই, কিন্তু সে আমার ফোন কেটে দেয়!😔 এখন কি করবো? বুঝতে পারছি না।
লেখাটি পাঠিয়েছেন - বৃষ্টি আক্তার।....................