Advocate Md. Anamul Haque Sorkar

Advocate Md. Anamul Haque Sorkar Md. Anamul Haque
Advocate
Bangladesh Supreme court. Mob- 01737-649540
01518-914454
Liuna Legal Solution.

মায়ের কথা ধরে ডি*ভোর্স দেওয়ার পর আমার পরিণতি😪 আমি সাহেদকে ভালোবেসে বিয়ে করি, আমাদের ২বছরের একটা বাচ্চাও আছে, শাশুড়ী সবসম...
23/04/2025

মায়ের কথা ধরে ডি*ভোর্স দেওয়ার পর আমার পরিণতি😪 আমি সাহেদকে ভালোবেসে বিয়ে করি, আমাদের ২বছরের একটা বাচ্চাও আছে, শাশুড়ী সবসময় আমার দোষ ধরে আমার সাথে ঝগড়া করতো! আর, সাহেদও আমাকে তার মার কথা শুনেই মাঝে মধ্যে ধমক দিতো, আমি আমার মাকে সবসময় বিষয়গুলো শেয়ার করতাম, তখন মা বলতো, এমন হলে তুই ছেড়ে দে ওকে, আমি আমার মেয়েকে বড় করছি বাকি জীবনও সাথে রাখতে পারবো, চলে আয় মা। আমিও কথাগুলো শুনে শান্তি পেতাম যে আমার মা তো আছে, এরপর আমি সাহেদকে ছেড়ে চলে আসি বাবার বাড়ি আর তাকে ডি**ভোর্স পাঠাই দেই! কয়েক মাস ভালোভাবে কাটার পর এবার আমার নিজের মা ই আমকে মাঝে মধ্যে খোচা দিয়ে কথা বলে এবং আশেপাশের মানুষও! এখন মনে হচ্ছে, স্বামীর কাছেই শান্তিতে ছিলাম😪 সাহেদকে ফোন দেই, কিন্তু সে আমার ফোন কেটে দেয়!😔 এখন কি করবো? বুঝতে পারছি না।

লেখাটি পাঠিয়েছেন - বৃষ্টি আক্তার।....................

19/04/2025

প্রতারনার মাধ্যমে বিয়ে করলে ১০ বছর কারাদন্ড।

দন্ডবিধির ৪৯৩ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি কোনো নারীকে প্রতারণামূলকভাবে আইনসম্মত বিবাহিত বলে বিশ্বাস করান, কিন্তু আদৌ ওই বিয়ে আইনসম্মতভাবে না হয় এবং ওই নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন, তবে অপরাধী ১০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

17/04/2025

প্রবাসী ভাই ও বোনদের কে অনুরোধ করব আপনারা প্রবাস হতে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করা হতে বিরত থাকুন। কারণ মোবাইলের মাধ্যমে বিয়ের আইনগত কোন বৈধতা নাই। কারণ এ বিয়ের পরবর্তী সময়ে কোন ঝামেলা তৈরী হলে আইনগত প্রতিকার পাওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ থাকেই না। তাই এ বিষয় গুলো নিয়ে সচেতন হওয়া উচিৎ বলে আমি মনে করি।

14/04/2025

বৈশাখের দুপুরে হাতিরঝিল।

Send a message to learn more

20/03/2025

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণা করলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিষয় টি আপনি কিভাবে দেখছেন...?

12/03/2025

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না।
হাইকোর্ট।

Send a message to learn more

07/03/2025

জমি মাপার বিভিন্ন পদ্ধতি ও একক সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো—

১. জমি মাপার প্রচলিত একক ও তাদের রূপান্তর**

বাংলাদেশে প্রচলিত একক:**
| একক | পরিমাণ (বর্গফুট) | রূপান্তর |
|------|----------------|-----------|
| **শতক (Decimal)** | ৪৩৫.৬ বর্গফুট | ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট |
| **কাঠা (Katha)** (ঢাকা) | ৭২০ বর্গফুট | ১ কাঠা = ১.৬৫ শতক |
| **কাঠা (চট্টগ্রাম/সিলেট)** | ৬০০ বর্গফুট | ১ কাঠা = ১.৩৮ শতক |
| **কাঠা (রাজশাহী/রংপুর)** | ৮০৩.২৫ বর্গফুট | ১ কাঠা = ১.৮৪৫ শতক |
| **বিঘা (Bigha)** | ১৪,৪০০ বর্গফুট (ঢাকা) | ১ বিঘা = ২০ কাঠা |
| **বিঘা (চট্টগ্রাম/সিলেট)** | ৯,৬০০ বর্গফুট | ১ বিঘা = ১৬ কাঠা |
| **একর (Acre)** | ৪৩,৫৬০ বর্গফুট | ১ একর = ১০০ শতক |
| **হেক্টর (Hectare)** | ১০,০০০ বর্গমিটার | ১ হেক্টর = ২.৪৭ একর |

আন্তর্জাতিক একক:**
| একক | পরিমাণ |
|------|--------|
| **Square Meter (m²)** | ১ মিটার × ১ মিটার |
| **Square Yard (Sq. Yard)** | ৯ বর্গফুট |
| **Square Foot (Sq. Ft.)** | ১ ফুট × ১ ফুট |

---

২. জমি মাপার পদ্ধতি**

(ক) সরাসরি মাপার পদ্ধতি**
১. **ফিতা (Measuring Tape) দিয়ে মাপা:**
- জমির দৈর্ঘ্য ও প্রস্থ মেপে মোট বর্গফুট বের করুন।
- যদি জমি অনিয়মিত হয়, তবে আলাদা আলাদা অংশের হিসাব নিয়ে যোগ করতে হবে।

২. চেইন সার্ভে পদ্ধতি:**
- ভূমি জরিপে ব্যবহৃত চেইন ও টেপ ব্যবহার করে জমির সীমানা চিহ্নিত করা হয়।

৩.পাসangula পদ্ধতি (গোত্রীয় মাপ):**
- কিছু জায়গায় পুরোনো পদ্ধতিতে হাত বা পায়ের গজ ব্যবহার করা হয়।

(খ) আধুনিক পদ্ধতি**
১. **জিপিএস (GPS) পদ্ধতি:**
- স্মার্টফোন বা জিপিএস ডিভাইস দিয়ে জমির সীমানা নির্ধারণ করে ডিজিটাল ম্যাপ তৈরি করা যায়।

২.ড্রোন সার্ভে পদ্ধতি:**
- বড় জমির ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে উচ্চ-রেজুলেশনের ছবি তোলা হয় এবং স্যাটেলাইট ম্যাপিং করে জমির মাপ নির্ধারণ করা হয়।

৩. **অনলাইন ল্যান্ড ম্যাপিং:**
- Google Maps বা জমি মাপার অ্যাপ ব্যবহার করে জমির সঠিক পরিমাপ পাওয়া যায়।

---

–৩. কিভাবে জমির পরিমাণ বের করবেন?**

–পদ্ধতি ১: দৈর্ঘ্য × প্রস্থ**
যদি আপনার জমির দৈর্ঘ্য **১০০ ফুট** ও প্রস্থ **৫০ ফুট** হয়—
- মোট জমির পরিমাণ = ১০০ × ৫০ = **৫,০০০ বর্গফুট**।
- একে শতকে রূপান্তর = ৫,০০০ ÷ ৪৩৫.৬ = **১১.৪৭ শতক**।
- একরে রূপান্তর = ৫,০০০ ÷ ৪৩,৫৬০ = **০.১১ একর**।

–পদ্ধতি ২: অনিয়মিত জমি হলে**
যদি জমি ত্রিভুজাকার হয়—
- **(½ × ভিত্তি × উচ্চতা)** সূত্র ব্যবহার করে বর্গফুট বের করতে হবে।
- তারপর একক পরিবর্তন করতে হবে।

---
–৪. জমি পরিমাপের সহজ সূত্র**

| রূপান্তর সূত্র | হিসাব |
|--------------|------|
| ১ শতক | ৪৩৫.৬ বর্গফুট |
| ১ কাঠা (ঢাকা) | ৭২০ বর্গফুট |
| ১ কাঠা (চট্টগ্রাম) | ৬০০ বর্গফুট |
| ১ একর | ১০০ শতক |
| ১ বিঘা (ঢাকা) | ২০ কাঠা |
| ১ বিঘা (চট্টগ্রাম) | ১৬ কাঠা |

---

–৫. অনলাইন জমি পরিমাপের উপায়
আপনি Google Maps, Land Area Calculator, বা বাংলাদেশের সরকারি ভূমি অফিসের ডিজিটাল প্ল্যাটফর্মব্যবহার করে জমি মাপতে পারেন।

❤️❤️❤️❤️❤️❤️

ধারা ৩০২ ( দন্ডবিধি-১৮৬০)যে ব্যক্তি খুন করে সে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হইবে এবং তদুপরি অর্থ দন্...
05/03/2025

ধারা ৩০২ ( দন্ডবিধি-১৮৬০)
যে ব্যক্তি খুন করে সে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হইবে এবং তদুপরি অর্থ দন্ডেও দন্ডিত হবে। অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।
#খুন #৩০২ #মার্ডার

৯টি ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে যে কোন ব্যক্তি কে আটক করতে পারেন। অর্থাৎ পুলিশ অফিসার ম্যাজিষ্ট্রেটের আদেশ অথবা পরোয়া...
03/03/2025

৯টি ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে যে কোন ব্যক্তি কে আটক করতে পারেন। অর্থাৎ পুলিশ অফিসার ম্যাজিষ্ট্রেটের আদেশ অথবা পরোয়ানা ব্যতিত নিন্মলিখিত ৯টি ক্ষেত্রে যে কোন ব্যক্তিগণকে গ্রেফতার করতে পারবেন-

১। কোন আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোন ব্যক্তি অথবা এরূপ জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসংগত অভিযোগ করা হয়েছে অথবা বিশ্বসযোগ্য খবর পাওয়া গেছে, অথবা যুক্তিসংগত সন্দেহ রয়েছে।

২। আইনসংগত কারণ ব্যতিত যার নিকট ঘর ভাঙ্গার কোন সরঞ্জাম রয়েছে সেরূপ ব্যক্তি; এই আইনসঙ্গত কারণ প্রমাণ করার দায়িত্ব তার;

৩। এই কার্যবিধি অনুসারে অথবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে:

৪। যার কাছে চোরাই মাল আছে বলে যক্তিসংগতভাবে সন্দেহ করা হয়।, এরূপ মাল যার নিকট রয়েছে এবং যে এরূপ মাল সম্পর্কে কোন অপরাধ করেছে বলে যুক্তিসংগতভাবে সন্দেহ করা যেতে পারে।

৫। পুলিশ অফিসারকে তার কার্যে বাধাদানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনসংগত হেফাজত হতে পলায়ন করেছে অথবা পলায়নের চেষ্টা করে:

৬। বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী বলে যাকে যুক্তিসংগতভাবে সন্দেহ করা যেতে পারে।

৭। বাংলাদেশে করা হলে অপরাধ হিসাবে শাস্তিযোগ্য হতো, বাংলাদেশের বাইরে কৃত এরূপ কোন কার্যের সাথে জড়িত ব্যক্তি অথবা এরূপে জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসংগত অভিযোগ করা হয়েছে, অথবা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছে, অথবা যক্তিসংগত সন্দেহ রয়েছে এবং যার জন্য সে প্রত্যাপণ সম্পর্কিত কোন আইন অথবা ১৮৮১ সালের পলাতক অপরাধী আইন অনুসারে অথবা অন্য কোনভাবে বাংলাদেশে গ্রেফতার হতে অথবা হেফাজতে আটক থাকতে বাধ্য;

৮। কোন মুক্তিপ্রাপ্ত আসামী যে ৫৬৫ ধারার (৩) উপধারা অনুসারে প্রণীত কোন নিয়ম লংঘন করে;

৯। যাকে গ্রেফতারের জন্য অন্য কোন পুলিশ অফিসারের নিকট হতে অনুরোধ পাওয়া গেছে। যদি যাকে গ্রেফতার করা হবে তার এবং যে অপরাধ বা অন্য যে কোন কারণে গ্রেফতার করা হবে সেই ব্যাপারে অনুরোধ প্রেরণ করেছেন, সেই অফিসার উক্ত ব্যক্তিকে আইনসংগতভাবে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন।

02/03/2025

দন্ডবিধির ৫৭ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড বলতে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড হিসেবে গননা করতে হবে।

24/02/2025

Address

335, Ulon, DIT Road, West Rampura
Dhaka
1219

Telephone

+8801737649540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Md. Anamul Haque Sorkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Md. Anamul Haque Sorkar:

Share