Mukto Bangla 71 TV

Mukto Bangla 71 TV Saiful Islam Rubel, Sutiakati, Nesarabad, Pirojpur.

সখীপুর উপজেলা আওয়ামী লীগসমন্বয়হীন পূর্ণাঙ্গ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান-সাতদিনের আল্টিমেটাম বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস...
30/01/2023

সখীপুর উপজেলা আওয়ামী লীগ
সমন্বয়হীন পূর্ণাঙ্গ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান-সাতদিনের আল্টিমেটাম

বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস:
সম্মেলনের ১৪ মাস পর টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে সখীপুর প্রেসক্লাবে এ সংবাদ অনুষ্ঠিত হয়। ঘোষিত কমিটিকে সমন্বয়হীন উল্লেখ করে রোববার রাতে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশে সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেন। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে উপজেলা আওয়ামী লীগ সোমবারের সকল কর্মসূচি স্থগিত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বিত কমিটি ঘোষণার জন্য সাতদিনের সময়সীমা বেধে দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দর কামাল লেবু, ভাইস চেয়ারম্যান কাজী বাদল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান বুলবুল প্রমুখ। লিখিত বক্তব্যে শওকত শিকদার বলেন, ২০২১ সালের ১৯ ডিসেম্বর অনাড়স্বর সম্মেলনের মাধ্যমে আমাকে (শওকত শিকদার) সভাপতি ও অনুপম শাহজাহান জয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২০২২ সালের নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগের কাছে জমা দেওয়া হয়। গত রোববার ওই তালিকা থেকে ২৩ জনের নাম কর্তন করে সমন্বয়হীন একটি পূর্ণাঙ্গ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলামের বিরুদ্ধে ওই কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, অযোগ্য ও মাদক কারবারিসহ স্বজনদের কমিটিতে সম্পৃক্ত করার অভিযোগ এনে ঘোষিত ওই কমিটি প্রত্যাখ্যান করেন। এদিকে ওই কমিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগ রোববার রাতে স্থানীয় তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে টায়ার পুড়িয়ে আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

অনুষ্ঠিত হয়ে গেল আমাদের টাংগাইল জেলা প্রতিনিধির বিপ্লব সরকারের ভাগ্নির বিবাহ। ২৬শে জানুয়ারি ২০২৩,,বিশেষ প্রতিবেদক গৌরাঙ...
27/01/2023

অনুষ্ঠিত হয়ে গেল আমাদের টাংগাইল জেলা প্রতিনিধির বিপ্লব সরকারের ভাগ্নির বিবাহ। ২৬শে জানুয়ারি ২০২৩,,

বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস টাঙ্গাইল থেকে, আমাদের টাংগাইল জেলা প্রতিনিধি বিপ্লব সরকারের ভাগ্নির বিবাহ কালিহাতী উপজেলা গেইট সরকার টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে,। বর শ্রীমান বাপ্পি কর্মকার পিতা বাবুল কর্মকার,( কলাপাড়া পটুয়াখালী) কনে শ্রী মতি তুষাংকা সরকার (স্মৃতি) পিতা রাম প্রসাদ সরকার, কালিহাতী টাঙ্গাইল, এসময় উপস্থিত ছিলেন কালিহাতী আওয়ামীলীগের সভাপতি জনাব মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাসুদ তালুকদার,এডভোকেট আনন্দ মোহন আর্য্য (সাবেক জি পি জজ কোট টাংগাইল) কেন্দ্রীয় জয় কালী মন্দিরের প্রধান উপদেষ্টা বাবু গোবিন্দ চন্দ্র সাহা, সভাপতি সুদীপ দত্ত (মানু) সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী, বাবু দেব দুলাল দাস, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া, তনুশ্রী পাল সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। দীপ্তি সরকার, কাকলি সরকার, লাকি সরকার, যমুনা সরকার, সাথী সরকার, অভ্যর্থনায় ছিলেন, দিবস, উৎসব, সিদ্ধার্থ, প্রীতি, অর্জুন, তীর্থ ও কৌশিক।

বাগমারায় খালগ্রাম হাটে হাট সেটের শুভ উদ্বোধন!এম এ রহমান ব্যুরেচীপ, রাজশাহীঃ রাজশাহী জেলা বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়...
25/01/2023

বাগমারায় খালগ্রাম হাটে হাট সেটের শুভ উদ্বোধন!

এম এ রহমান ব্যুরেচীপ, রাজশাহীঃ
রাজশাহী জেলা বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের খালগ্রাম হাটে খোলা হাটসেটের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ শে জানুয়ারি রোজ বুধবার সকাল দশ ঘটিকার সময় খালগ্রাম হাটে জনসাধারণের সেবার লক্ষ্যে ও হাটের উন্নয়ন প্রকল্পের বিবেচনা করে মানুষের বিশ্রামের জন্য একটি হাট সেট তৈরি করেন ৫ নং আউচপাড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম (সাফি) ৫০ ফিট দৈর্ঘ্য ও প্রস্থ ৮ ফিট। এ সময় উপস্থিত ছিলেন,আউচপাড়া ইউনিয়নের সচিব শ্রী রঞ্জন কুমার দাস। মোঃ আব্দুল জব্বার সরদার ইউপি সদস্য আউচপাড়া ইউনিয়ন। বাবর আলী, রাকিব,নাজমুল,ডাক্তার শফিক,রোহিদ সহ প্রমুখ।

25/01/2023

টাঙ্গাইলের কালিহাতীতে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলমান,

বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিপ্লব সরকারঃ
টাংগাইলের কালিহাতীতে ভোলানাথ স্মৃতি সেবাশ্রম দক্ষিণ বেতডোবা পালপাড়া বিশ্বশান্তি কল্পে৪৬ তম বার্ষিকী ৩২প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন।৭ই মাঘ১৪২৯ বঙ্গাব্দ ২২ শে জানুয়ারি ২০২৩ ইং শ্রীমৎ ভাগবত পাঠের মধ্য দিয়ে মহানাম যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়, পাঠক নরেশ চন্দ্র পাল,অধিবাস কীর্তন নিয়া ভোলানাথ পাল স্মৃতি সেবাশ্রম সম্প্রদায় ২৩ শে জানুয়ারি রোজ সোমবার অরুণোদয় হইতে ২৬শে জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার যামিনী অবসান পর্যন্ত। কীর্তন পরিবেশন করেন,অষ্টসখী সম্প্রদায় গোপালগঞ্জ, গণেশ সম্প্রদায় হিংগানগর,মামা-ভাগ্নের সম্প্রদায় মধুপুর,আদি গোবিন্দ সম্প্রদায় মটেশ্বর,আনন্দ সম্প্রদায় কালিহাতী,ভোলানাথ পাল স্মৃতি সম্প্রদায় দক্ষিণ বেতডোবা। লীলা কীর্তন পরিবেশনায়,সাধন মহন্ত গোপালপুর, শ্রীমতি দেবিকা দেবনাথ (জয়া) ভুয়াপুর শ্রী মতি নন্দিনী হালদার নওগাঁ। সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার চেয়ারম্যান জনাব আনছার আলী বি,কম,কালিহাতি পৌরসভার মেয়র জনাব নুরুন্নবী সরকার, কাউন্সিলর অজয় কুমার দে সরকার (লিটন) বাবু সুভাষ চন্দ্র সাহা,অজয় দেবনাথ ও তার সহধর্মিণী। মুকুল পাল মৃত্যুঞ্জয় দেবনাথ,পলাশ বিশ্বাস,বটেশ্বর সরকার,পরিতোষ সে,সুশান্ত ঘোষ,সাধন সাহা চৌধুরী,ও চিত্ত রাজবংশী প্রমুখ।

নড়াগাতীতে এক নারীকে রাস্তায় ফেলে বেধরক মারপিটরিপন বিশ্বাস (জেলা প্রতিনিধি)নড়াইলঃনড়াইলের  নড়াগাতী থানার শুঁড়িগাতী গ্রাম...
22/01/2023

নড়াগাতীতে এক নারীকে রাস্তায় ফেলে বেধরক মারপিট

রিপন বিশ্বাস (জেলা প্রতিনিধি)নড়াইলঃ
নড়াইলের নড়াগাতী থানার শুঁড়িগাতী গ্রামের বিধান চন্দ্র দাস ও তার স্ত্রী মিতালী বিশ্বাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারপিঠ করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২১ জানুয়ারী) ভুক্তভোগী ওই নারী নড়াগাতী থানায় মারপিট ও তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে আসামি করে নড়াগাতী থানায় একটি এজাহার দায়ের করেছেন। এলাকা বাসী ও এজহার সূত্রে জানা যায়, শুঁড়িগাতী গ্রামের মৃত জিতেন্দ্রনাথ দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস ও বিকাশ৷ চন্দ্র দাস তার ভাই বিধান চন্দ্র দাস এর বসতি ঘরের সামনে দেওয়াল তুলা নিয়ে বিরোধে লিপ্ত হয়। পরে বিধান চন্দ্র দাস বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তার উপর উঠলে পূর্ব পরিকল্পিত ভাবে বিপ্লব চন্দ্র দাস ও বিকাশ চন্দ্র দাস বিমল চন্দ্র দাসকে এলোপাতাড়ি মারপিট করে চিৎকার শুনে স্ত্রী মিতালী বিশ্বাস ঠেকাতে আসলে আসামিরা মিতালি বিশ্বাসকেও এলোপাথাড়ি কিলগুশি ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ঘটনা স্থল থেকে ওই নারীকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনার বিষয় অভিযুক্ত বিপ্লব দাস এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঐ দিন আমার স্ত্রীর সাথে বাড়ির মাঝে দেওয়াল তোলা নিয়ে মিতালী বিশ্বাসের কথা কাটাকাটি হয় এর পরে আমরা বাজার থেকে বাড়ি যাওয়ার পরে এ মারামারির ঘটনা ঘটে।
এ বিষয় নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিউবওয়েলের গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যুআব্দুস সামাদ, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃপাটগ্রাম উপজেলায় টিউবওয়েলের পানির গ...
22/01/2023

টিউবওয়েলের গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু
আব্দুস সামাদ, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
পাটগ্রাম উপজেলায় টিউবওয়েলের পানির গর্তে ডুবে মোঃ সালমান সাদিক নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি শনিবার দুপুর দেড়টার দিকে পাটগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার ইকরামুল হকের ছেলে। এ ঘটনায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে খেলতে খেলতে বাড়ির পাশের নলকূপের জমা পানির গর্তে পড়ে যায় শিশুটি। স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে গর্তের পানিতে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটগ্রাম থানার (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির বাইরের টিউবওয়েলের জমা পানির গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

সারিয়াকান্দিতে সীলগালা গুদামের উধাও হওয়া ৩৬০ বস্তা চাল উদ্ধার মোঃ নাজমুল হাসান নাজিরঃবগুড়ার সারিয়াকান্দিতে জব্দকৃত ১১৩০ ...
21/01/2023

সারিয়াকান্দিতে সীলগালা গুদামের উধাও হওয়া ৩৬০ বস্তা চাল উদ্ধার

মোঃ নাজমুল হাসান নাজিরঃ
বগুড়ার সারিয়াকান্দিতে জব্দকৃত ১১৩০ বস্তা চালসহ সীলগালা করে রাখা গুদাম হতে উধাও হওয়া ১১২৪ বস্তার মধ্যে ৩৬০ বস্তা চাল উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়,গত বুধবার ভোর রাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামে মেইন রোডের ব্রীজের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় চালগুলো উদ্ধার করা হয়। উল্লেখ্য,গত ৭ জানুয়ারি চাল চুরির কাজে ব্যবহৃত ট্রাকের মালিক উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চর রামনগর গ্রামের হায়দার ফকিরের ছেলে আছাব্বর ফকির এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর পৌর এলাকার বাগবেড় গ্রামের মৃত নুরু প্রাং এর ছেলে বেলাল হোসেন,আন্দরবাড়ী গ্রামের তোফা ফকিরের ছেলে রুসাত ফকির এবং সোনা মিয়ার ছেলে রায়হান কবিরকেও গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। চাল উদ্ধারের বিষয়ে সারিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন,স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা উপজেলার আমতলী ব্রীজের পশ্চিম পাশে সঞ্জুর চাতালের পূর্ব পাশে থেকে মোট ৩৬০ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন,জব্দকৃত চাল উদ্ধারের ঘটনার বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। মামলার বর্ণনার সাথে চালের বস্তা সঠিক আছে মর্মে বাদী সনাক্ত করেছেন।

“ময়মনসিংহে ফুলপুরে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশের মাঝে শীত বস্র বিতরণজুয়েল রানাঃবিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুরঃময়মন...
21/01/2023

“ময়মনসিংহে ফুলপুরে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশের মাঝে শীত বস্র বিতরণ

জুয়েল রানাঃবিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুরঃ
ময়মনসিংহ ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিট পুলিশং সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলপুর ও তারাকান্দা ভাষা সৈনিক এম শামসুল হক সাবেক এমপি মহোদয়ের পুত্র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি শরীফ আহমেদ এমপি মহোদয়। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান মহোদায়। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান,এএসপি (ফুলপুর সার্কেল) দিপক চন্দ্র মজুমদার,ফুলপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান,ফুলপুর পৌর মেয়র মিঃ শশধর সেন,সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলী প্রমুখ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, তারাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, ফুলপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি,বীর মুক্তিযোদ্বা আব্দুল বাতেন সরকার প্রমুখ। অনুষ্ঠানে গ্রাম পুলিশ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। পরে পৌর সদরে স্থাপিত ফুলপুর থানার সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।

সরকারী প্রণোদনার সরিষার বীজে ক্ষতি গ্রস্ত  নীলফামারীর সরিষা চাষীরা।সঞ্জয় দাস,নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় কৃ...
21/01/2023

সরকারী প্রণোদনার সরিষার বীজে ক্ষতি গ্রস্ত নীলফামারীর সরিষা চাষীরা।

সঞ্জয় দাস,নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় কৃষকের সরিষা ক্ষেত নষ্ট,হাল চাষ করে বোরো ধান রোপন। জানা যায়,সারাদেশে প্রান্তিক পর্যায়ে কৃষককে স্বাবলম্বী করার লক্ষ্যে চলতি ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় মাঠ পর্যায়ের চাষীদের মাঝে পেঁয়াজ,ভুট্টা,টমেটো,সরিষা, গম,খেসারি,সূর্যমুখী ও বাদাম বীজ বিতরণ করা হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি সময় বিনামূল্যে। তালিকাভুক্ত চাষীদের প্রত্যেককে ২০ কেজি গম, ২৫০ গ্রাম পেঁয়াজ,আট কেজি খেসারি,১০ কেজি ভুট্টা, দুই কেজি সরিষাসহ বিভিন্ন পরিমাণে বীজ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দেশে তেল জাতীয় শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় খগাখরিবাড়ী ইউনিয়নের দোহল পাড়া মৌজার কামার পাড়া গ্রামে সরকারি প্রণোদনার বীজ নিয়ে সরিষা চাষ করে কপাল পুড়েছে প্রায় ৪৫/৫০ জন কৃষকের। কৃষি অফিসের বিতরণ করা সেই বীজে যৎসামান্য সরিষার গাছ হলেও কোন দানা নেই। মনের দুঃখে অনেকেই গো-খাদ্য হিসাবে ব্যবহার করছে সরিষার গাছ। সরিষা না হওয়ায় কোথাও পড়ে আছে ফাঁকা মাঠ। কেউ আবার সরিষা ক্ষেতে পানি ঢুকাচ্ছে ইরি ধান রোপনের জন্য। আর এতে চরম ক্ষতির মুখে পড়েছে ওই অঞ্চলের কৃষকরা। আবাদি জমিতে হাল চাষ করে সরিষা না হওয়ার কারণে অনেকেই এবার সরিষা চাষই করতে পারবেন না। এতে একদিকে তারা ফলন থেকে বঞ্চিত হচ্ছেন অন্যদিকে জমি প্রস্তুত ও চাষের শুরুতে কৃষকদের বেশকিছু টাকা খরচ হয়ে গেছে। এতে অনেক অসচ্ছল কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। বিঘ্নিত হলো তেল জাতীয় শস্য উৎপাদন। সরেজমিনে দেখা গেছে, কামার পাড়া গ্রামে বিস্তীর্ণ এলাকার বেশিরভাগ জমির অনেক জায়গায় একটিও চারা গজায়নি কোথাও আবার ২/১টি গাছ হলেও তাতে ফুল নেই কোথাও আবার ১/২ হাত পর পর ২/৩ টি গাছ। সরিষা চাষিরা বলছেন,মূলত সরকারি প্রণোদনার বীজেই এই সমস্যা হয়েছে। চাষীরা বলছেন,এসব বীজ মেয়াদোত্তীর্ণ ও অত্যন্ত নিম্নমানের। সরকারি বিপুল অর্থ ব্যয় করে এসব নিম্নমানের বীজ কিনে কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। এতে সরকারি অর্থের ব্যাপক তছরুপ হচ্ছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। কামার পাড়া এলাকার কৃষক শামসুল হক বলেন,ডিমলা কৃষি অফিস থেকে আমাকে এই বীজ দিয়েছিলো,আমি ক্ষেতে ছিঁটালে ১/২টা সরিষার গাছ হলেও বাকিগুলোর কোন গাছ হয়নি। সরিষা চাষি তরিকুল ইসলাম জানান,কৃষি প্রণোদনার আওতায় ডিমলা

নড়াইলে আন্তঃজেলা মাদকচক্রের ৩ সদস্য আটক রিপন বিশ্বাস (জেলা প্রতিনিধি)নড়াইলঃনড়াইলের লোহাগড়ায় পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস...
21/01/2023

নড়াইলে আন্তঃজেলা মাদকচক্রের ৩ সদস্য আটক

রিপন বিশ্বাস (জেলা প্রতিনিধি)নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবা ও ২ (দুই) বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদকচক্রের ৩ সদস্য আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। আজ শনিবার( ২১ জানুয়ারি ) বিকালে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলার লংকরচর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান শেখ (৩৫) কে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানা এলাকার বাসিন্দা। তার নামে ফরিদপুর ভাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে। পৃথক অপর একটি অভিযানে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে চুয়াডাঙ্গা জীবননগর থানার মোঃ মামুন (২১) এবং লোহাগড়া উপজেলার মুস্তাক বিশ্বাস (৪৮) নামের দুই মাদক কারবারিকে লোহাগড়া পৌরসভার রামপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক কারবারি মুস্তাকের নামে লোহাগড়া থানায় ০৪ টি মাদক মামলা রয়েছে। পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফাইনালে  উল্লাপাড়া সিরাজগঞ্জ ধনবাড়ী ফুটবল একাডেমিকে টাইবেকারে হারিয়ে চ‍্যাম্পিয়নথপনোগৌরাঙ্গ বিশ্বাস , বিশেষ প্রতিবেদক ফা...
21/01/2023

ফাইনালে উল্লাপাড়া সিরাজগঞ্জ ধনবাড়ী ফুটবল একাডেমিকে টাইবেকারে হারিয়ে চ‍্যাম্পিয়নথপনো

গৌরাঙ্গ বিশ্বাস , বিশেষ প্রতিবেদক
ফাইনালে উল্লাপাড়া সিরাজগঞ্জ ধনবাড়ী ফুটবল একাডেমিকে টাইবেকারে হারিয়ে চ‍্যাম্পিয়ন। ২১ জানুয়ারি আর এস সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে ধনবাড়ী ফুটবল একাডেমি বনাম উল্লাপাড়া আর এস সিরাজগঞ্জ অনুষ্ঠিত হয়। উক্ত খেলা সভাপতিত্ব করেন উপজেলা অফিসার মো: নাজমুল হোসেইন প্রধান অতিথি হিসেবে কালিহাতী আসনের সংসদ সদস‍্য হাছান ইমাম খান সোহেল হাজারী। উপজেলা চেয়ারম্যান আনছার আলী বি কম। বিশেষ ছিলেন সহকারী কমিশনার ভূমি মো: নাহিদ হোসেন, অফিসার মোল্লা আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, পৌর মেয়র নূরন্নবী সরকার। পরিচালনায় ছিলেন কালিহাতী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুদ ভূঁইয়া। সরোজমীনে দেখা টাইবেকারে উল্লাপাড়া সিরাজগঞ্জ চ‍্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইবেকারে। আরো উপস্থিত ছিলেন সুশান্ত ঘোষ, সাধন সাহা চৌধুরী, সুমন সরকার ছাত্রলীগ নেতা শাহেদ উদ্দিন রাসেল আহমেদ প্রমূখ।

পঞ্চগড়ে বিষ প্রয়োগে জমির ফসল নষ্ট করার অভিযোগ মোঃ মোমিন ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধিঃপঞ্চগড়ে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার...
21/01/2023

পঞ্চগড়ে বিষ প্রয়োগে জমির ফসল নষ্ট করার অভিযোগ

মোঃ মোমিন ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমটি গ্রামের শহিদুল আলমের ফসলি জমিতে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শহিদুল আলম বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন।এর আগে শহিদুল আলমের ছেলে মোস্তফা ফয়সাল ফরিদ গত নভেম্বরে ২৪ শতক জমিতে গম,সরিষা ও পিঁয়াজ রোপণ করে। রোপণ কৃত জমিতে গত ১০ জানুয়ারি ২০২৩ ইং গভীর রাতে কে কাহারা বিষ প্রয়োগ করে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষা,গম ও পিঁয়াজের গাছগুলো হলুদ বর্ন হয়ে গেছে। ফসলি জমি লাগোয়া বাড়ীর বাসিন্দা মোঃ দায়ীমুল ইসলাম জানান, তিনি আনুমানিক রাত সাড়ে ১১টায় বাড়ি ফিরছিলেন এসময় (১) মোঃ অলিয়ার রহমান পিতা মোঃ সফিকুল ইসলাম (২) মোঃ আবু হানিফ পিতা মোঃ আজিজুল হক (৩) মোঃ রিংকু পিতা মোঃ ছয়ফুল ইসলাম জমি থেকে বিষ প্রয়োগের মেশিন সহ বেরিয়ে যাচ্ছিলেন। অভিযোগ সুত্রে জানা যায়, বাদীপক্ষ শহিদুল আলমের সাথে দীর্ঘদিন ধরে আজিজুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। বিহিত হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখিবার আদেশ দেন বিজ্ঞ আদালত। বাদী শহিদুল আলম প্রতিবেদকে বলেন ৭০ শতক জমি আমি এবং আজিজুল হক দুই নামে ক্রয় করি। তার অংশের জমিটুকু সে বিক্রি করে দিয়েছেন আমার অংশের টুকুও জোরপূ্র্বক দখলে রেখেছে। গত নভেম্বরে আমি ১০৭০,৭১ এবং ৭৩ দাগে ২৪ শতাংশ জমি পজিশনে নিয়ে ফসল আবাদ করতে থাকি কিন্তু তাঁরা পূর্ব শত্রুতার জের ধরে আমার ফসলি জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে দিয়েছে। ক্ষতিপূরণসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শহিদুল আলম। এদিকে আজিজুল হক জানান, দীর্ঘদিন এই জমি তার দখলে আছে। ইউক্যালিপটাস, সুপারী গাছ জমির চারপাশে লাগিয়েছি। ফসলি জমিতে আমরা বিষ প্রয়োগ করিনি। তারা নিজেই এঘটনা সাজিয়ে আমাদেরকে হয়রানি করা চেষ্টা করছে। এদিকে আজিজুল হকের কনিষ্ঠ ছেলে আবু হানিফ জানান,জমি আমাদের দখলে ছিল এখনো আছে। তারা জোরপূর্বক দখলের চেষ্টা করেছিল দখল করতে না পারায় আমাদের হয়রানি করার জন্য বিষ প্রয়োগের নাটক সজিয়েছে। এদিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন বলেন, ফরিদ গম,সরিষা ও পিয়াজ লাগিয়েছিল।ওরা গরিব কৃষক। জমিতে যারা বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে তাদের শাস্তি হওয়া উচিত।

Address

Sanirakhra, Kadamtaly
Dhaka
1204

Telephone

+8801714587574

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukto Bangla 71 TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mukto Bangla 71 TV:

Share