Rang Digital

Rang Digital RANG : was established in 2016.
(493)

It will highlight the issues of concern and the cultural richness of its people through information, discussion and entertainment.

31/10/2025

রাজনৈতিক দলগুলোর মধ্যে এ অনৈক্য হতাশাজনক : আসিফ নজরুল | Asif Nazrul

31/10/2025

যে যেটা বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করবো : আসিফ নজরুল | Asif Nazrul

31/10/2025

"ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করছে" জাতীয় ঐক্যমত কমিশন : সালাহ উদ্দিন | BNP | Rang Digital

এক যুগ আগে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন মাহিমা চৌধুরী। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কনে...
31/10/2025

এক যুগ আগে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন মাহিমা চৌধুরী। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কনে সাজে নায়িকার ছবি, যা নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। তবে কি এবার নতুন করে সংসার পাতলেন মাহিমা?

পরনে লাল টুকটুকে বেনারসি। সিঁথিতে সিঁদুর।

কনে সাজে অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে অন্তর্জালে শোরগোল ফেলে দিলেন মাহিমা। বৃহস্পতিবার পাপারাজ্জিদের সামনে নবদম্পতি হিসেবে ধরা দেন তারা।
লাজে রাঙা হলেও ক্যামেরার সামনে কনে সাজে কোনোরকম কুণ্ঠাবোধ করতে দেখা গেল না অভিনেত্রীকে। বরং ষাটোর্ধ্ব সঞ্জয়ের হাত ধরে কখনো খুনসুঁটিতে মেতে উঠলেন আবার কখনো বা ছবিশিকারিদের শুভেচ্ছাবার্তায় আপ্লুত হয়ে ধন্যবাদ জানালেন মাহিমা।

শুধু তাই নয়, উপস্থিত পাপারাজ্জিদের দিকে মিষ্টির বাক্স এগিয়ে দিয়ে অভিনেত্রী বলেন, “আপনারা তো বিয়েতে আসতে পারলেন না, তাই এখন মিষ্টিমুখ করুন!”

এহেন ভিডিও ভাইরাল হতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে ৫২ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী? সেটাই এখন ‘টক অফ দ্য টাউন’! যদিও খানেক বাদেই জল্পনা সরিয়ে নিজেই সত্যি উন্মোচন করলেন মাহিমা।

তারা বিয়ে করেননি। ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছেন মাহিমা এবং সঞ্জয় মিশ্র। আর সিনেমার প্রচারের জন্যেই এমন পাবলিসিটি স্টান্ট দুই তারকার।

সিদ্ধান্ত রাজ পরিচালিত এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন মাহিমা। এই ছবিতে তাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়। আর প্রত্যাবর্তনে চমক না দিলে হয়? সেই প্রেক্ষিতেই কনে সাজে সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে শোরগোল ফেললেন মাহিমা।

31/10/2025

বিএনপি সংস্কার চায় না এমন প্রচার শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে : ফখরুল | Rang Digital

31/10/2025

বিএনপি কেন এটা মনে করে তারা একশো বছর ক্ষমতায় থাকবে : আব্দুল্লাহ তাহের | Jamat-e-islami

31/10/2025

ফের চীন নিয়ে মাথাব্যথা ভারতের | India-chain | Rangtvbd

30/10/2025

গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন চায় জামায়াত | rangdigital

30/10/2025

শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান জুলাই সনদে, বিএনপির ক্ষোভ | BNP News

অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘দম’-এর মহরত। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে মহরতে অংশ নেন সি...
30/10/2025

অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘দম’-এর মহরত। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে মহরতে অংশ নেন সিনেমাটির শিল্পী অর্থাৎ চঞ্চল চৌধুরী, আফরান নিশো, পূজা চেরী প্রমুখরা।

সিনেমাটিতে নিশো এবং চঞ্চলের অভিনয়ের কথা আগেই জানানো হলেও মহরত অনুষ্ঠানে প্রথমবার পূজা চেরীকে নিশোর নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এদিন একেবারে সাদামাটা সাজে অর্থাৎ মেকআপ ছাড়াই অনুষ্ঠানে হাজির হন পূজা চেরী।

তিনি মঞ্চে আসেন পালকিতে চড়ে! তাকে পালকি থেকে হাত ধরে নামাতে সহায়তা করতে দেখা যায় ‘দম’ এর দুই অভিনেতাকে।
পালকি থেকে নেমে এ সময় পূজা চেরী বলেন, ‘মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ, এই সিনেমায় আমার কোনো মেকআপ নেই। এখানে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে।

ইতিমধ্যে মেকআপ থেকে নিজেকে দূরে রাখছি।’
তিনি আরো বলেন, ‘এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারব।’

‘দম’ নির্মিত হচ্ছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। গল্পটা সার্ভাইভাল ঘরানার।

সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। শিগগিরই শুরু হবে শুটিং, এরপর আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, ২০৩৪ সালের মধ্যে এক...
30/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। যেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের পরিকল্পনায় রয়েছে: সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন; সরকারি অফিসগুলোতে ধাপে ধাপে ডে-কেয়ার সেন্টার স্থাপনের জাতীয় পরিকল্পনা গ্রহণ; বড় বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় বাধ্যতামূলক ডে-কেয়ার ব্যবস্থা; যেসব নিয়োগকর্তা শিশু পরিচর্যার ব্যবস্থা রাখবে তাদের জন্য কর সুবিধা ও সিএসআর (সিএসআর) ক্রেডিট প্রদান; এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মান অনুযায়ী কেয়ারগিভারদের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রদান। এই একটি সংস্কার নারীদের কর্মসংস্থান বাড়াতে পারে, পারিবারিক আয় বৃদ্ধি করতে পারে, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণিকে আর্থিক স্থিতিশীলতা দিতে পারে, এবং আমাদের জিডিপিতে ১ শতাংশ পর্যন্ত যোগ করতে পারে।’

তারেক রহমান বলেন, ‘যেহেতু তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের প্রায় দুই-তৃতীয়াংশ নারী, তাই কর্মজীবী মায়েদের অবদানকে অবমূল্যায়ন করা উচিত নয়। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর গবেষণায় দেখা গেছে, যেসব কারখানায় শিশু পরিচর্যার সুবিধা রয়েছে, সেখানে কর্মী ধরে রাখার হার বেশি, অনুপস্থিতি কম, এবং প্রতিষ্ঠানগুলো এক বছরের মধ্যেই খরচ তুলে আনতে পারে।

শিশু পরিচর্যা কোনো দয়া-দাক্ষিণ্য নয়, এটি সামাজিক-অর্থনৈতিক অবকাঠামোর একটি অপরিহার্য অংশ। সড়ক যেমন বাজারকে সংযুক্ত করে, তেমনি ডে-কেয়ার সেন্টার নারীদের কর্মজীবনে সাফল্যের সঙ্গে সংযুক্ত করে।’

তারেক রহমান আরো বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট: ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা, যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে—যেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে। আমরা এমন যেকোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। শিশু পরিচর্যা, সমান মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার মাধ্যমে নারীর ক্ষমতায়ন শুধু ন্যায়সঙ্গত নয়; এটিই বুদ্ধিবৃত্তিক অর্থনীতি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দি...
29/10/2025

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষ হওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতির কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

নির্বাচনে পোস্টাল ভোটের জন্য অ্যাপ রাখবে নির্বাচন কমিশন। নির্বাচনের আগের এবং পরের ৭২ ঘণ্টা কিভাবে সামাল দেওয়া হবে, সেটা নিয়েও আলোচনা হয়েছে।’
যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রেসসচিব বলেন, ‘নির্বাচনী কর্মকর্তা পদায়নের ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করে সে অনুযায়ী কাজ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নিয়ে কাজ করতে দুটি কমিটি কাজ করবে।

ডিজইনফরমেশনের ব্যাপারগুলোর জন্যও কাজ করতে কমিটি থাকবে। ফেসবুকের সঙ্গেও এ ব্যাপারে কথা হবে।’
নির্বাচনে কারা কারা দায়িত্ব পালন করছে—এ বিষয়ে প্রেসসচিব বলেন, ‘সেনাবাহিনী জানিয়েছে সাড়ে ৯২ হাজারের মতো সেনা এবং নৌবাহিনীর সদস্য কাজ করবেন। এর মধ্যে ৯০ হাজার থাকবে সেনা সদস্য আর বাকিটা নৌবাহিনীর সদস্য।

ভোটের দায়িত্বে সব থেকে বেশি থাকছে আনসার সদস্য। পুলিশের কাছে বডি ক্যামেরাও থাকবে।’
বৈঠকে নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘গত তিন নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, এবার তাদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে রাখা হবে না।’

একবিংশ শতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় খুনি নেই, সেটা জাতিসংঘের প্রতিতবেদনেই রয়েছে বলে জানান প্রেসসচিব। তিনি বলেন, ‘কেউ কোনো অপকর্ম করে পার পাবে, এটা হবে না।

সেই অনুযায়ী কাজ হচ্ছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা থাকছে।’
নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম।

Address

403/1 Lack View Road, South Paik Para, Mirpur 1
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Rang Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rang Digital:

Share