Rang Digital

Rang Digital RANG : was established in 2016.
(493)

It will highlight the issues of concern and the cultural richness of its people through information, discussion and entertainment.

ভারতের সেরা নারী ক্রিকেটারদের একজন স্মৃতি মান্ধানা। মাঠে ব্যাট হাতে যেমন আস্থার এক নাম স্মৃতি এবং মাঠের বাইরেও সদালাপী হ...
19/07/2025

ভারতের সেরা নারী ক্রিকেটারদের একজন স্মৃতি মান্ধানা। মাঠে ব্যাট হাতে যেমন আস্থার এক নাম স্মৃতি এবং মাঠের বাইরেও সদালাপী হিসেবে প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেটপ্রেমীদের। এবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিককে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এই নারী ক্রিকেট সেনসেশন।

শুক্রবার (১৮ জুলাই) ছিল স্মৃতি মান্ধানার ২৯তম জন্মদিন। সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। তাতে মান্ধানাকে ‘নিজের শক্তি এবং সবচেয়ে বড় চিয়ার লিডার’ বলে উল্লেখ করেছেন তিনি।

লিখেছেন, ‘একদম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার। তুমিই আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করো। মাঠের মধ্যে এবং বাইরে চাপের মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমি আমাকে দেখিয়েছ। শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায় দেখেছি। শুভ জন্মদিন স্মৃতি।’

আগামীকাল রোববার সন্ধ্যা ৬টায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি—টোয়েন্টি সিরিজ শুরু। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স...
19/07/2025

আগামীকাল রোববার সন্ধ্যা ৬টায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি—টোয়েন্টি সিরিজ শুরু। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের খেলাগুলো। আসন্ন এই সিরিজকে সামনে রেখে খেলা দেখতে আগ্রহী দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। স্টেডিয়ামে প্রবেশের সেই নির্দেশনাগুলো হুবহু তুলে ধরা হলো—

স্টেডিয়ামে প্রবেশের সময়ে যেসব জিনিসপত্র সঙ্গে রাখা যাবে না—

১. আগ্নে—য়াস্ত্র, লেজার পয়েন্টার, ফ্লেয়ার, বি—স্ফোরক, আত—শবাজি, ম্যাচ, লাইটার, সি—গারেট, ভিডিও ক্যামেরা, পেশাদার স্টিল ক্যামেরা, লাঠি সহ পতাকা, ভুভুজেলা, আয়না, ছুরি, ক্যান, ক্যাপ বা কর্কযুক্ত সব ধরণের বোতল, বাঁশি। এছাড়া তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের দ্বারা খেলোয়াড়, দর্শকদের জন্য বিপজ্জনক বা হুমকিস্বরূপ বলে বিবেচিত হয় এমন জিনিস সঙ্গে রাখা যাবে না।
২. স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডে কোনও ব্যক্তিগত ক্ষতি, দুর্ঘট—নাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী নয়।
৩. দর্শক যদি খেলার মাঠের ও দর্শক গ্যলারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, হুমকিস্বরূপ মনে হয় অথবা দর্শকসাধারণের জন্য উপ-দ্রব সৃষ্টিকারী হয়, তাহলে বিসিবি এই দর্শককে প্রবেশে বাধা দেওয়া ও গ্যলারিতে প্রবেশ করে থাকলে উ-চ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে।
৪. বাইরের থেকে খাবার ও পানীয় নেওয়া যাবে তবে তা নিরা-পত্তা কর্মীরা যে কোন ভাবেই নিরাপত্তা তল্লাশি করার অধিকার রাখে ও তল্লাশি সাপেক্ষ্যে তা প্রবেশের অনুমতি পাবে অন্যথায় নয়।
৫. স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অননুমোদিত কোন প্রকার ব্র্যান্ডিং নি-ষিদ্ধ ।
৬. ক্রিকেটে দুর্নীতিমূলক যে কোন প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষীকে আইনের কাছে সোপর্দ করার অধিকার রাখে।
৭. স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরণের বাজি নি-ষিদ্ধ ও আইনত দ-ন্ডনিয় অপ-রাধ বলে গণ্য।
৮. বাজি বা এই ধরনের দুর্নী-তিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী অথবা বিসিবির দুর্নী-তি দমন কর্মকর্তাদের নিকট শাস্তি-যোগ্য অপ-রাধী বলে গণ্য হবেন।
৯. স্টেডিয়াম এড়িয়ায় ধূম-পান নি-ষিদ্ধ।
১০. প্রতিটি দর্শক আইসিসির বৈষম্য-বিরোধী নীতি মেনে চলতে বাধ্য, এর ব্যতিক্রম হলে স্টেডিয়াম থেকে উ-চ্ছেদ যোগ্য অ-পরাধ বলে গণ্য হবে।

বয়স মাত্র ১৭। এই অল্প বয়সেই বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার ফারহান আহমেদ। বল হাতে একের পর এক কীর্তি গড...
19/07/2025

বয়স মাত্র ১৭। এই অল্প বয়সেই বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার ফারহান আহমেদ। বল হাতে একের পর এক কীর্তি গড়ছেন তিনি। বিশেষ করে ল্যাঙ্কাশায়ারকে দেখলেই যেন জ্বলে উঠছেন এই ইংলিশ অফ স্পিনার। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিলেন ফারহান। বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা টি—টোয়েন্টি, ফারহানের স্পিনে রীতিমতো দিশেহারা ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা।

শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের মুখোমুখি হয়েছিল নটিংহ্যামশায়ার। এই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন তরুণ এই স্পিনার। করেছেন হ্যাটট্রিকও। ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে ফারহান পর পর আউট করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে। নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসাবে টি—টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন ফারহান। তাতে ১২৬ রানেই শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। টার্গেট তাড়ায় ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নটিংহ্যামশায়ার। গত মৌসুমে ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহানের। প্রথম আসরে ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসেবে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট শিকারের নজির গড়েন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নের দ্বৈরথ ফিনালিসিমার দিনক্ষণ নিয়ে জল্পনা—কল্পনা ছিল ফুটবলপ্রেমীদের।...
19/07/2025

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নের দ্বৈরথ ফিনালিসিমার দিনক্ষণ নিয়ে জল্পনা—কল্পনা ছিল ফুটবলপ্রেমীদের। অবশেষে ফিনালিসিমার সময়সূচি ঠিক হয়েছে। ২০২৬ সালের মার্চের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা। ম্যাচে মুখোমুখি হবে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেন। তবে এই শোপিস ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। শুরুতে ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনের কথা থাকলেও এখন কাতার ও সৌদি আরবও আগ্রহ প্রকাশ করেছে। ফলে ম্যাচটি এশিয়াতেই হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোজান ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে কোনো একদিন ম্যাচটি আয়োজনের বিষয়ে একমত হয়েছেন। গত মে মাসে ফিফার কংগ্রেসে ফিনালিসিমা নিয়ে আলোচনা দুই দেশের ফুটবল কর্তার।

তবে প্রাথমিকভাবে ফিনালিসিমার তারিখ ঠিক হলেও কিছুটা শঙ্কাও আছে। কারণ স্পেন যদি সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত না করতে পারে এবং তাদের প্লে—অফ খেলতে হয়, তাহলে সেই সময়েই দলটির ম্যাচ থাকায় ফিনালিসিমা বাতিল হয়ে যেতে পারে। ২০২২ সালে অনুষ্ঠিত সবশেষ ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩—০ গোলে উড়িয়ে শিরোপা জয় করে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরে সে বছর বিশ্বকাপও জয় করে লা আলবিসেলেস্তেরা। এবারের ফিনালিসিমায় চোখ থাকবে দুই প্রজন্মের দুই তারকার দিকে—মেসি বনাম ইয়ামাল। এই ম্যাচ দিয়েই প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে দেখা হতে পারে তাদের।

বলিউড সুপারস্টার শাহরুখ খান তার আসন্ন ছবি ‘কিং’—এর শুটিংয়ের সময় চোট পেয়েছেন বলে জানিয়েছে ফিল্মফেয়ার। যদিও চোট গুরুত...
19/07/2025

বলিউড সুপারস্টার শাহরুখ খান তার আসন্ন ছবি ‘কিং’—এর শুটিংয়ের সময় চোট পেয়েছেন বলে জানিয়েছে ফিল্মফেয়ার। যদিও চোট গুরুতর নয়, তাকে এক মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফিল্মফেয়ার বরাত এ খবর জানিয়েছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের গোল্ডেন টোবা-কো স্টুডিওতে একটি উচ্চ মাত্রার অ্যাকশন দৃশ্য শুটিংয়ের সময় শাহরুখের পেশিতে একাধিক চোট লেগেছে। এরপর দ্রুত চিকিৎসার জন্য তিনি ও তার টিম যুক্তরাষ্ট্রে গমন করেছেন বলে জানা গেছে।

শুটিং বর্তমানে বন্ধ রয়েছে এবং রিপোর্ট অনুযায়ী, শাহরুখ পুরোপুরি সুস্থ হওয়ার পর শুটিং পুনরায় শুরু করা হবে। দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনের মতো তারকাদের অভিনয় এতে থাকছে। ‘কিং’ সিনেমা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। এ সিনেমা ‘ডঙ্কি’র পর শাহরুখের অপেক্ষিত ফিরতি বড় ছবি।

কিছু সংবাদে বলা হয়েছে, ফিল্ম সিটি ও ওয়াইআরএফ স্টুডিওতে আগামী শুটিং বুকিং বাতিল হয়েছে, তবে শাহরুখের টিম থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অ্যাকশন থ্রিলার ‘কিং’—এ একজন মেন্টর ও তার শিষ্য কিভাবে বিপদে পড়েও বেঁচে থাকার সংগ্রাম করে সেই গল্প দেখানো হবে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এটি ‘পাঠান’—এর পর দ্বিতীয় সফল যাত্রা। ছবিতে রানি মুখার্জী, জাইদীপ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফের মতো তারকাদেরও দেখা যাবে।

টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা দম্পতির মেয়ে সারা সেনগুপ্ত সদ্য স্কুলের গন্ডি পেরিয়েছেন। মডেলিং জগতে একটু...
19/07/2025

টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা দম্পতির মেয়ে সারা সেনগুপ্ত সদ্য স্কুলের গন্ডি পেরিয়েছেন। মডেলিং জগতে একটু একটু করে নিজের পা পাটিতে শক্ত করছেন। কিন্তু বাবা—মায়ের ভা-ঙা সংসার নিয়ে এমনিতেই চলছে চারদিকে সমালোচনা৷ এরই মধ্যে আলোচনায় এলেন সারা সেনগুপ্ত। থাইল্যান্ডের পাতায়ায় ছুটি কাটানোর বেশ কিছু মুহূর্ত নিজের সামাজিক মাধ্যমের শেয়ার করে নিয়েছেন সারা৷ কখনো বিচের ধারে সময় কাটাচ্ছেন, আবার কখনো খাওয়া—দাওয়া করছেন৷—এমন কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরাল। এ নিয়ে নেটিজেনদের মাঝে জোর আলোচনা চলছে।

সেই ছবিতে দেখা যাচ্ছে, সারা সেনগুপ্তের পরনে সাদা স্কার্ট, সঙ্গে মানানসই বি-কিনি। কোনো এক পুরুষ বন্ধুর হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন সারা। সেই ছবি দেখে অনেকেই আঁচ করেছেন, সারার জীবনে বুঝি বসন্ত এসেছে। যদিও তারা সম্পর্কে আছেন কিনা— না কি শুধুই বন্ধু, তা অবশ্য খোলসা করেননি সারা৷

উল্লেখ্য, অভিনেতা যিশুর সঙ্গে বি-চ্ছেদ জল্পনার মাঝে দুই মেয়েকে নিয়ে আলাদা সংসার করছেন নীলাঞ্জনা শর্মা। অন্যদিকে নিজেকে কয়েক মাসে গুটিয়ে নিয়েছেন অভিনেতা। যদিও এখন স্বমহিমায় ফিরেছেন পর্দায়। একটি রিয়্যালিটি শোর মঞ্চে দেখা যাচ্ছে তাকে। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে হাজিরও হচ্ছেন। এবার নীলাঞ্জনার জীবনে একটা সুখের দিন। শেয়ার করে নিলেন সেই সুখবর। তবে দুই মেয়ে ছাড়া যে কোনো কিছু সম্ভব হতো না, সে কথাও জানালেন টালিপাড়ার এ প্রযোজক।

বিনোদন জগতের ওয়ারফেইজ ব্যান্ড তারকা জনপ্রিয় ভোকাল পলাশ নূর নতুন গান ‘খুঁজি তোমায়’প্রকাশ করলেন।এ গানে গিটার ও কণ্ঠে ছিলে...
19/07/2025

বিনোদন জগতের ওয়ারফেইজ ব্যান্ড তারকা জনপ্রিয় ভোকাল পলাশ নূর নতুন গান ‘খুঁজি তোমায়’প্রকাশ করলেন।

এ গানে গিটার ও কণ্ঠে ছিলেন মাইলস ব্যান্ডের কিংবদন্তি সদস্য হামিন আহমেদ ও ড্রামসে সৈয়দ জিয়াউর রহমান তুর্য। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এক মিউজিক স্টোরে সংবাদ সম্মেলন করে গানটির সঙ্গে প্রকাশ করা হয় এর মিউজিক ভিডিও। আর ভিডিওটি পরিচালনা করেন গাজী শুভ্র।

আর এ গানটির মধ্য দিয়েই আত্মপ্রকাশ করেছে নতুন মিউজিক লেবেল ‘রুটনোট প্রোডাকশনস’। যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে— দেশ ও দেশের বাইরের সংগীতশিল্পীদের একত্র করে আন্তর্জাতিক মানের গান তৈরি এবং উপস্থাপন করা।

রুটনোট প্রোডাকশনসের পরিচালক ইমরান আসিফ বলেন, সাধারণত একজন সংগীতপ্রিয় শ্রোতা হিসেবেই তিন মাস আগে গানের ডেমো শুনে মনে হয়েছিল এটির একটি যথাযথ প্রযোজনা হওয়া উচিত।

তিনি বলেন, তাই পলাশকে বলি, আর সেই ধারণা থেকে প্রথমে হামিন ভাই ও তূর্য ভাইকে অনুরোধ করি গানটিতে তাদের নিজ স্বকীয়তা যোগ করতে। এ গানটিতে হামিন ভাইয়ের গায়কী ও অসাধারণ গীটার সলো পলাশের সঙ্গে একটা অনন্য মাত্রা যোগ করেছে বলে জানান ইমরান আসিফ।

19/07/2025

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার জন্মদিনে অদেখা ছবি পোস্ট করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টালিউডের জনপ্র...
19/07/2025

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার জন্মদিনে অদেখা ছবি পোস্ট করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রিয়াংকার সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এ শুভেচ্ছাবার্তা জানান অভিনেত্রী। অভিনেত্রী যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে—একটি কালো রঙের কুর্তি পরে রয়েছেন ঋতুপর্ণা, অন্যদিকে প্রিয়াংকা চোপড়ার পরনে রয়েছে হালকা গোলাপি রঙের একটি ড্রেস। ছবিটি যে পুরোনো তা বলার অপেক্ষা রাখে না।

এ ছবিটি পোস্ট করে ঋতুপর্ণা ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়াংকা চোপড়া। আপনার শক্তি ও মনোবল আমাকে সবসময় অনুপ্রাণিত করে। 'পুরাতন' মুক্তির সময় যেভাবে আপনি সমর্থন করেছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনার জীবনে সবসময় শুভ হোক এ কামনাই করি। প্রিয়াংকা চোপড়া ও ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে স্ক্রিন শেয়ার না করলেও প্রিয়াংকা চোপড়ার প্রথম প্রযোজিত বাংলা ছবি ‘বৃষ্টির অপেক্ষায়’ অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। অভিনেত্রী ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছিলেন রাহুল বোস ও পার্নো মিত্র। সিনেমাটি পরিচালনা করেছিলেন বিভাস মুখোপাধ্যায়।

প্রিয়াংকা চোপড়া ৪৩—এ ছোঁয়া জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে কাটানো বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করে নিয়েছেন। প্রিয়াংকা যে ভিডিওটি পোস্ট করেছেন, সেখানে কখনো মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে। মেয়ে মালতি এখন বেশ বড়, তাই বাবা—মায়ের সঙ্গে ঘুরতে গেলেও সে ব্যস্ত থাকে নিজের খেলা নিয়ে।

এদিকে সামাজিক মাধ্যমে জন্মদিন উপলক্ষে ভিডিওটি পোস্ট করে প্রিয়াংকা লিখেছেন, ‘আরও একটি বছর সূর্যের চারপাশে ঘুরে যাওয়ার আগে প্রস্তুতি নিচ্ছি। আমার জন্মদিনে আমি শুধু কৃতজ্ঞ হতে পারি। ইউনিভার্স আমাকে সবসময় রক্ষা করেন।

19/07/2025

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে স্মরণসভা।
প্রধান অতিথি: তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি—টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ লক্ষ্য স্থির করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আল...
19/07/2025

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি—টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ লক্ষ্য স্থির করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাসে থাকা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সালমান জানিয়েছেন, তার দল তিনটি ম্যাচেই জয়ের জন্য খেলবে।

রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুদল। তার আগে আজ (শনিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। বাংলাদেশকে বেশ সমীহ করছেন তিনি।

বাংলাদেশকে ভালো দল উল্লেখ করে সালমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

গত ৯ বছর পাকিস্তানকে টি—টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে অতীত পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি, খুব খুশি হবো।’

ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে পেতে মরিয়া সৌদি ক্লাব আল আহলি। তাকে দলে ভেড়াতে রেকর্ড পরিমাণ অর্থ খসাতে রাজি ...
19/07/2025

ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে পেতে মরিয়া সৌদি ক্লাব আল আহলি। তাকে দলে ভেড়াতে রেকর্ড পরিমাণ অর্থ খসাতে রাজি দলটি। ইউরোপীয় সংবাদমাধ্যমে খবর চাউর হয়েছে, রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের জন্য নাকি ৩৫০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪,৯৪৫ কোটি টাকা ট্রান্সফার ফি পরিশোধ করতে তৈরি আল আহলি।

যদি এই দামে রিয়াল ছেড়ে আল আহলিতে পাড়ি জমান ভিনিসিয়ুস, তাহলে এটাই হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দলবদল। এর আগে নেইমার ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন। এখন পর্যন্ত সেটিই সবচেয়ে ব্যয়বহুল দলবদল হিসেবে টিকে আছে।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৭ সালের জুনে। তবু এখনই তার সঙ্গে নতুন চুক্তি করতে চায় রিয়াল। তবে চুক্তি নবায়নের শর্ত হিসেবে মোটা অঙ্কের বোনাস দাবি করেছেন ব্রাজিলিয়ান এই তারকা, সঙ্গে আছে বেতন বৃদ্ধির দাবিও।

রিয়াল তার সেসব শর্তে রাজি নাকি রাজি না–এ নিয়ে যখন কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে, তখনই আলোচনায় এল আল আহলির নাম। যদিও এখনো কোনো পক্ষই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rang Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share