23/05/2025
ঘুম, সে তো মরিচীকা!
তুমি আসবে বলে আমি দু'চোখের পাতা কভু এক করি না। তুমি আসবে, ভালোবাসবে বলেই আমি রাত্রি জাগি, জেগে জেগে চাঁদ দেখি, আকাশের তারা গুনি।
তুমি আসো না বলেই সময়গুলো অবসরে ভেংচি কাটে! তোমার আসার পথে অপলক তাকিয়ে থাকি। মাঝে মাঝে কী ইচ্ছে হয় জানো? এই রাতে তোমায় নিয়ে কোনো এক নদীর কিনারায় বসে গল্প করি৷ নানা বাহানায় তোমার হাত ধরি, তোমার অবাধ্য এলো চুলগুলো কপাল থেকে আঙুলের ফাঁকে সরিয়ে দেই, তোমার পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে হাঁটি।
তুমি আসো না বলেই অপেক্ষা এত যন্ত্রণার!
কতশত আয়োজনেও মন কেমন খারাপ হয়ে যায়! তুমি নেই বলেই কবিতা তার ছন্দ ফিরে পায় না। কবি তার ভাষা হারিয়ে ফেলে।
মাঝে মাঝেই ইচ্ছে হয়, তোমার গাঢ় কাজল চোখে তাকিয়ে থাকি। উহু, চোখ বন্ধ করবো না একদম। ইচ্ছে করে, অপলক তাকিয়ে থেকে তোমাতে ডুবে যাই। ভরা বৃষ্টির মৌসুমে তোমার শাড়ির আঁচলে ঠাঁই নেই। গা হিম করা তীব্র শীতে তোমার বুকের উষ্ণতায় আমি তপ্ত হয়ে উঠি।
অথচ তোমার আসার কোনো খবর নেই!
তুমি আসো না বলে ইচ্ছেগুলো দিনদিন তার প্রাণ হারায়। বারবার হতাশ হতে হতে ওরা যে আশা ছেড়ে দেয়। কতদিন হয় হৃদয়ে অসীম শূন্যতা বয়ে বেড়াই!
অথচ তুমি চাইলেই আসতে পারো, ভালো তো বাসতেই পারো। তুমি এলে অন্তত এই মন খারাপের রাতগুলো ফিরে পায় ছন্দ। তোমার আসার খবরে হৃদয়ে হতে পারে প্রেম আর ভালোবাসার আয়োজন। তোমার আসার পথে লাল-নীল আলোকসজ্জায় পুরো রঙিন হয়ে যায় ভালোবাসার পৃথিবী।
আর ঘুম?
ওরাও যে চোখের সাথে মিশে যেতে পারে অবলীলায়। তুমি এলেই, ভালোবাসলেই চোখে ঘুম নেমে আসে। তুমি এসে আদর করে ঘুম পাড়িয়ে দিবে বলেই তো আমি আর ঘুমাই না।
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼