Easy life

Easy life আলহামদুলিল্লাহ মুসলিম হয়ে আমি গর্বিত ❤️

24/06/2025

আয়াতুল কুরছি 'সুরা বাকারার শেষের দুই আয়াত' তিন কুল 'সুরা কাফিরুন ,৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪বার আল্লাহহুআকবার। প্রতিদিন সবাই এই আমল করব ইনশাআল্লাহ🤲 আয়াতুল কুরসি
উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজিম 🌸

24/06/2025

:সুবহানাল্লাহ ইসলামের বিজয় হবে একদিন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেই দিনের অপেক্ষায় আছি ❤️❤️❤️❤️

12/06/2025

অবশেষে দেবের(Emni) বলার রহস্য ফাঁস হলো।
🤣😂😆😅



05/06/2025

" লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি'মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্‌।

"আমি হাজির, হে আল্লাহ ! আমি হাজির, আমি হাজির, কোন শরীক নাই তোমার, আমি হাযির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্যও তোমার, কোন শরীক নাই তোমার।”

❤️❤️❤️❤️

04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।

আজকে মেয়েটার ( mass Allah apu ) লাইভটা সম্পূর্ণ দেখলাম।মেয়েটা যখন লাইভে কান্না করে বলতেছিলো,একের পর এক ওনার চিট করার ঘটন...
02/06/2025

আজকে মেয়েটার ( mass Allah apu ) লাইভটা সম্পূর্ণ দেখলাম।
মেয়েটা যখন লাইভে কান্না করে বলতেছিলো,একের পর এক ওনার চিট করার ঘটনা গুলো যখন সামনে আসতেছিলো,আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আমার মাঝে কি এমন কমতি আছে? বলো আমি কেমন হইলে তুমি আর চিট করবানা? তুমি যেমন চাও আমি তেমনই হবো।এটা দেখে এত খারাপ লাগছে!
আসলে এমন কড়ায় গন্ডায় হিসেব করে একটা মানুষের মনমতো গড়ে তোলার চেষ্টায় কি কোনো সম্পর্ক টেকে?
আসলে লয়াল হাসবেন্ড পেতে আহামরী সুন্দরী, শিক্ষিত, ধনী, রূপেগুণে ১০/১০ পারফেক্ট হওয়া লাগেনা।
এখানে 'পারফেকশন' কোনো গ্যারান্টিইনা।
কপাল লাগে শুধু। 🙂💔

30/05/2025

Alhamdulillah
Subhanallah
Allahu akber

29/05/2025

এই দোয়া শুনতে-বলতে এত ভালো লাগে...

লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি'মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্‌......... “আমি হাজির, হে আল্লাহ ! আমি হাজির, আমি হাজির, কোন শরীক নাই তোমার, আমি হাযির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্যও তোমার, কোন শরীক নাই তোমার।”




ঠিক এই কারণেই_বাড়ির বউরা কখনো প্রেমিকা হতে পারে না।🖤প্রেমিকা যখন প্রেমিকের জন্য রূপচর্চা করতে ব্যস্ত,তখন বাড়ির বৌ তার স্...
23/05/2025

ঠিক এই কারণেই_
বাড়ির বউরা কখনো প্রেমিকা হতে পারে না।🖤
প্রেমিকা যখন প্রেমিকের জন্য রূপচর্চা করতে ব্যস্ত,তখন বাড়ির বৌ তার স্বামীর যত্ন নিতে বা খাবার বানাতে ব্যস্ত!
পরিবারের সবার কেয়ার করতে করতে,কখন যে নিজের কথা ভুলে যায়,সে নিজেও জানেনা।💙
সেই কবে চুল আঁচড়িয়েছে সেটাও হয়তো মনে নেই!
দিনশেষে গন্ধযুক্ত পোশাক পরিধানে তার দিন কাটে!পারফিউম কি জিনিস,সেটা বোঝার মতো সময় সুযোগ তার কোনোটাই হয়না!
অথচ_
একটাই আফসোস কি জানেন?
যার জন্য তার এতো আয়োজন,সেই দিনশেষে তার গন্ধযুক্ত চেহারা দেখে ভ্রু কুচকায়!কাটা-পোড়া শরীরে সে কোমলতা,খুঁজে পায়না!

কি অদ্ভুত না এদের গল্পটা!
হ্যা কিন্তু এটাই বাস্তব!
আমরা স্ত্রী নামক সে নারীর কষ্টটা কখনোই বুঝি না!💔

23/05/2025

কিছু আত্মীয়-স্বজন সান্ডার মতো, ইসলামে জায়েজ কিন্তু রুচিতে আসে না 🦎🦎🦎

ঘুম, সে তো মরিচীকা! তুমি আসবে বলে আমি দু'চোখের পাতা কভু এক করি না। তুমি আসবে, ভালোবাসবে বলেই আমি রাত্রি জাগি, জেগে জেগে ...
23/05/2025

ঘুম, সে তো মরিচীকা!
তুমি আসবে বলে আমি দু'চোখের পাতা কভু এক করি না। তুমি আসবে, ভালোবাসবে বলেই আমি রাত্রি জাগি, জেগে জেগে চাঁদ দেখি, আকাশের তারা গুনি।

তুমি আসো না বলেই সময়গুলো অবসরে ভেংচি কাটে! তোমার আসার পথে অপলক তাকিয়ে থাকি। মাঝে মাঝে কী ইচ্ছে হয় জানো? এই রাতে তোমায় নিয়ে কোনো এক নদীর কিনারায় বসে গল্প করি৷ নানা বাহানায় তোমার হাত ধরি, তোমার অবাধ্য এলো চুলগুলো কপাল থেকে আঙুলের ফাঁকে সরিয়ে দেই, তোমার পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে হাঁটি।

তুমি আসো না বলেই অপেক্ষা এত যন্ত্রণার!
কতশত আয়োজনেও মন কেমন খারাপ হয়ে যায়! তুমি নেই বলেই কবিতা তার ছন্দ ফিরে পায় না। কবি তার ভাষা হারিয়ে ফেলে।

মাঝে মাঝেই ইচ্ছে হয়, তোমার গাঢ় কাজল চোখে তাকিয়ে থাকি। উহু, চোখ বন্ধ করবো না একদম। ইচ্ছে করে, অপলক তাকিয়ে থেকে তোমাতে ডুবে যাই। ভরা বৃষ্টির মৌসুমে তোমার শাড়ির আঁচলে ঠাঁই নেই। গা হিম করা তীব্র শীতে তোমার বুকের উষ্ণতায় আমি তপ্ত হয়ে উঠি।

অথচ তোমার আসার কোনো খবর নেই!
তুমি আসো না বলে ইচ্ছেগুলো দিনদিন তার প্রাণ হারায়। বারবার হতাশ হতে হতে ওরা যে আশা ছেড়ে দেয়। কতদিন হয় হৃদয়ে অসীম শূন্যতা বয়ে বেড়াই!

অথচ তুমি চাইলেই আসতে পারো, ভালো তো বাসতেই পারো। তুমি এলে অন্তত এই মন খারাপের রাতগুলো ফিরে পায় ছন্দ। তোমার আসার খবরে হৃদয়ে হতে পারে প্রেম আর ভালোবাসার আয়োজন। তোমার আসার পথে লাল-নীল আলোকসজ্জায় পুরো রঙিন হয়ে যায় ভালোবাসার পৃথিবী।

আর ঘুম?
ওরাও যে চোখের সাথে মিশে যেতে পারে অবলীলায়। তুমি এলেই, ভালোবাসলেই চোখে ঘুম নেমে আসে। তুমি এসে আদর করে ঘুম পাড়িয়ে দিবে বলেই তো আমি আর ঘুমাই না।

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share