Nazmus Shakeb

Nazmus Shakeb I am just a Traveler. It's my page about traveling videos and photography. Subscribe me in youtube

26/09/2025

উমরা পালনে ৫ বছরের নিচে ও ৮০ বছরের উপর বয়সের ভিসার টেকনিক্যাল সমস্যা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ...
এখন ভিসা ডাউনলোড হচ্ছে।

*📢 গুরুত্বপূর্ণ নোটিশ* যাত্রীদের বিমানবন্দরে ফ্লাইটের নির্ধারিত সময়ের কমপক্ষে 5/6 ঘণ্টা আগে পৌঁছাতে হবে।বর্তমানে এয়ারল...
24/09/2025

*📢 গুরুত্বপূর্ণ নোটিশ*

যাত্রীদের বিমানবন্দরে ফ্লাইটের নির্ধারিত সময়ের কমপক্ষে 5/6 ঘণ্টা আগে পৌঁছাতে হবে।

বর্তমানে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অধিকাংশ ফ্লাইট ওভারবুকড অবস্থায় রয়েছে। এ কারণে যাত্রীরা যদি সময়মতো বোর্ডিং-এর জন্য না যায়, তবে তাদের বোর্ডিং ডিনাই (deny) করার সম্ভাবনা রয়েছে।

#গুরুত্বপূর্ণনোটিশ #ফ্লাইটআপডেট #ভ্রমণতথ্য #নিরাপদভ্রমণ #বিমানবন্দর #যাত্রীসচেতনতা #ঢাকাবিমানবন্দর #ভ্রমণসংবাদ

24/09/2025

আজ থেকে লাইসেন্সবিহীন কোন এজেন্সি সরাসরি সৌদি কোম্পানি থেকে ভিসা নিতে পারবে না৷

🎉 Happy Saudi National Day! 🎉On this special occasion, we extend our warmest wishes to all our Saudi friends. May this d...
23/09/2025

🎉 Happy Saudi National Day! 🎉

On this special occasion, we extend our warmest wishes to all our Saudi friends. May this day bring joy, unity, and pride to everyone. 🇸🇦

এই বিশেষ সৌদি জাতীয় দিবসে, আমরা আমাদের সৌদি বন্ধুদের প্রতি জানাচ্ছি অন্তরিক শুভেচ্ছা। এই দিনটি সবার জন্য আনন্দ, একতা ও গর্বের হোক। 🇸🇦

ঢাকা অফিসের কাজ সৌদিতে বসে করতে হচ্ছে উমরাহ ভিসার জন্য যারা এই আবেদন করবেন ১৫ দিন কমপক্ষে হাতে নিয়ে করবেন
23/09/2025

ঢাকা অফিসের কাজ সৌদিতে বসে করতে হচ্ছে
উমরাহ ভিসার জন্য যারা এই আবেদন করবেন ১৫ দিন কমপক্ষে হাতে নিয়ে করবেন

✈️ উমরাহ ভিসা কি সত্যিই বন্ধের পথে?আমিরাতের ভিসা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এবার শোনা যাচ্ছে, সৌদি উমরাহ ভিসাও বন্ধের দ্বা...
21/09/2025

✈️ উমরাহ ভিসা কি সত্যিই বন্ধের পথে?

আমিরাতের ভিসা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এবার শোনা যাচ্ছে, সৌদি উমরাহ ভিসাও বন্ধের দ্বারপ্রান্তে। যদিও অফিসিয়ালি ঘোষণা আসেনি, তবে বাস্তবে সেটি বন্ধের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে।

👉 রাজনৈতিক কারণ থাকলেও, আমাদের দেশের ভিসা–দুর্ব্যবহারই এই কড়াকড়ির প্রধান কারণ।
অনেকে নির্দ্বিধায় জিজ্ঞেস করে—“নো ব্যাক ভিসা কত করে দেন?” অথচ “নো ব্যাক ভিসা” নামে কোনো অফিশিয়াল ভিসার ধরন নেই। এর মানে হলো, উমরাহ ভিসা তিন মাসের জন্য করা হলেও যাত্রী আর দেশে ফিরে আসবে না।

😔 এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সত্যিকারের উমরাহপ্রেমী মানুষরা—যারা বছরের পর বছর কষ্টের টাকা জমিয়ে একবার আল্লাহর ঘর দেখার স্বপ্ন লালন করেছেন। কিন্তু দুঃখজনকভাবে, নিজেদের দেশের কিছু মানুষের অপব্যবহারের কারণে তাদের সেই স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে।

📌 উমরাহ শুধু ভ্রমণ নয়, এটি ইবাদত। তাই ইবাদতকে ব্যবসা বা ফাঁকিবাজির হাতিয়ার বানালে ক্ষতিগ্রস্ত হবেন সেই নিরীহ মানুষরা, যারা সারাজীবন ধরে আল্লাহর ঘরের টানে অপেক্ষা করেছেন।

KaabaBeauty
18/09/2025

KaabaBeauty

🫶Day and night view of the Royal Clock Tower 🌙
18/09/2025

🫶

Day and night view of the Royal Clock Tower 🌙

🌟 আলহামদুলিল্লাহ 🌟আরও একটি সফল ও আরামদায়ক হজ্ব/ওমরাহ যাত্রা সম্পন্ন করার লক্ষ্যে।আমাদের সম্মানিত হাজী সাহেবরা এইবারের যা...
17/09/2025

🌟 আলহামদুলিল্লাহ 🌟
আরও একটি সফল ও আরামদায়ক হজ্ব/ওমরাহ যাত্রা সম্পন্ন করার লক্ষ্যে।
আমাদের সম্মানিত হাজী সাহেবরা এইবারের যাত্রায় Saudia Airlines এ করে রওনা হয়েছেন পবিত্র বাইতুল্লাহর পথে 🕋✈️

এই আয়োজনের সাথে ছিলো:
✅ Al Safwa Trade Tours & Travels
✅ Dhaka Trade Tours & Travels

আমাদের পরবর্তী সরাসরি ফ্লাইট ইনশাআল্লাহ 20 নভেম্বর, Saudia Airlines এর মাধ্যমে সৌদি আরবের উদ্দেশ্যে।

Hajj Packages Bangladesh, Umrah Packages 2025, Saudia Airlines Umrah Flight, Best Hajj Agency Dhaka

🕋 আলহামদুলিল্লাহ!  উমরাহ যাত্রী নিয়ে ঢাকা থেকে মদিনার পথে... ✈️💚সব প্রশংসা মহান আল্লাহর, যিনি তাওফিক দিয়েছেন—আজ আমি ঢাকা...
17/09/2025

🕋 আলহামদুলিল্লাহ! উমরাহ যাত্রী নিয়ে ঢাকা থেকে মদিনার পথে... ✈️💚

সব প্রশংসা মহান আল্লাহর, যিনি তাওফিক দিয়েছেন—আজ আমি ঢাকা থেকে পবিত্র মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়েছি, আমার সঙ্গে আছেন উমরাহ যাত্রী।
এই সফর শুধু একটি ভ্রমণ নয়—এটি একটি আমানত, একটি দায়িত্ব এবং এক অপূর্ব নিয়ামত। 🌟

🕌 আমাদের গন্তব্য: মদীনায় নবীজির (সা.) রওজা মোবারক, শান্তির শহর যেখানে আকাশেও যেন রহমতের ছায়া নেমে আসে।
এই সফরে সবাই যেন নিরাপদে, সুস্থভাবে এবং পূর্ণ ইবাদতের মাধ্যমে সময় কাটাতে পারেন—এই দোয়াই সবার কাছে কাম্য।

🤲 দোয়া করবেন, সফরটি যেন সহজ হয়, মাকবুল হয়।
আপনাদের দোয়ায় আমাদের সকল সাথী যেন উমরাহর প্রতিটি কাজ সঠিকভাবে আদায় করতে পারেন।

📸 ইনশাআল্লাহ মদিনা ও মক্কা থেকে ছবি ও অভিজ্ঞতা শেয়ার করবো। চোখ রাখুন!

---

#উমরাহ২০২৫ #মদিনা #ঢাকা_থেকে_মদিনা #উমরাহযাত্রী #উমরাহগ্রুপ #মদিনামুনাওয়ারা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nazmus Shakeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmus Shakeb:

Share

Category

Random Traveller

I am just a Traveler. It's my page about travelling videos and photography. Here will be published many tips and tricks about travelling