Aporajita's

Aporajita's We are the experts from Aporajita's when it comes to your beauty needs. We provide true reviews and authentic products, no replicas, no duplicates!
(1)

You’re not only, special to yourself, you’re also special to us. Our mission is to inspire women to be inspirational, to look beautiful, to feel confident and empowered. Everyone is beautiful, doesn’t really matter who you are! You’re beautiful, when you’re happy. You’re happy when you appreciate your true self. Aporajita's is the ultimate online shopping destination for Bangladesh offering comple

tely hassle-free shopping experience through secure and trusted gateways. We offer you trendy and reliable shopping with all your preferred brands and more. Now shopping is easier, quicker and always joyous. We help you mark the exact choice here. Quality Products
We promise the quality of our products.Our dedicated Aporajita's quality promise team works round the clock to individually make sure the right packages reach on time. Our quality assurance team makes sure that you are receiving the correct product at the exact price. You will find here the deluxe quality and premium products with a sensible pricing. We have a wide range of products of the varied category in our product line. We provide finest quality and service at the best price. So message now to get anything you need.

এরা কার লাগবে একদম সোনার হুবুহু কপি
05/09/2025

এরা কার লাগবে একদম সোনার হুবুহু কপি

05/09/2025

Feeling sick😭

Assalamualaikum
04/09/2025

Assalamualaikum

03/09/2025

ফাইভ স্টার কম্বো স্পেশাল অফার সাদা পরী কম্ব স্পেশাল অফার ♥️♥️♥️♥️

গর্ভাবস্থায় বাচ্চার ছবি দেখতে কেন MRI নয়, Ultrasound ব্যবহার করা হয়? 🤰🤔গর্ভাবস্থায় শিশুর অবস্থা জানতে আলট্রাসাউন্ড (...
02/09/2025

গর্ভাবস্থায় বাচ্চার ছবি দেখতে কেন MRI নয়, Ultrasound ব্যবহার করা হয়? 🤰🤔

গর্ভাবস্থায় শিশুর অবস্থা জানতে আলট্রাসাউন্ড (Ultrasound) সবচেয়ে পরিচিত একটি পদ্ধতি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, কেন ডাক্তাররা সাধারণত এমআরআই (MRI) ব্যবহার করেন না? এর পেছনে নিরাপত্তা এবং ছবির ধরণ—দুটিই বড় কারণ।

আলট্রাসাউন্ডে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়, যা মা ও শিশু উভয়ের জন্যই সম্পূর্ণ নিরাপদ। এটি দ্রুত, সহজলভ্য এবং শিশুর হৃৎস্পন্দন, নড়াচড়া ও বৃদ্ধির রিয়েল-টাইম ছবি দেখায়।
অন্যদিকে, এমআরআই-তে গর্ভের শিশুর ছবি দেখলে আপনি হয়তো অবাক হবেন! আলট্রাসাউন্ডের পরিচিত ছবির মতো না হয়ে, এমআরআই-তে শিশুর কঙ্কাল, নরম টিস্যু এবং অঙ্গ-প্রত্যঙ্গের এক অতি-বিস্তারিত, কিছুটা ভৌতিক বা কঙ্কালসার ছবি ফুটে ওঠে। 👻 এই ধরনের ছবি প্রথমবার বাবা-মায়ের জন্য বেশ অস্বস্তিকর হতে পারে।

তবে, বিশেষ কোনো জটিলতা নির্ণয়ের জন্য ডাক্তাররা এমআরআই ব্যবহার করেন যা আলট্রাসাউন্ডে পুরোপুরি বোঝা যায় না।

এই পার্থক্যটিই দেখিয়ে দেয়, প্রযুক্তি কীভাবে মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি হয়। ✨

মজার তথ্য: মানব ভ্রূণের প্রথম আলট্রাসাউন্ড ছবিটি ১৯৫০-এর দশকে তৈরি হয়েছিল, যা প্রসবপূর্ব যত্নকে এক নতুন যুগে নিয়ে যায়।



Assalamualaikum good morning
02/09/2025

Assalamualaikum good morning

১১ বছরের সংসার, দুটি ফুটফুটে সন্তানের মা হওয়ার পরও স্ত্রীর মনে অন্য এক পুরুষের জায়গা হলো!আল্লাহ আপনি ক্ষমা করুন !স্বামী ...
01/09/2025

১১ বছরের সংসার, দুটি ফুটফুটে সন্তানের মা হওয়ার পরও স্ত্রীর মনে অন্য এক পুরুষের জায়গা হলো!
আল্লাহ আপনি ক্ষমা করুন !

স্বামী তাকে এমনভাবে ভালোবেসেছিলেন যে
স্ত্রীর এই ভুল জানার পরও—
তিনি রাগ করেননি, চিৎকার করেননি, বরং প্রতিবার চেষ্টা করেছেন স্ত্রীকে ফিরে পেতে।

কারণ, তাদের অসুস্থ মেয়েটির প্রতি মাসে রক্ত দিতে হয়।
মেয়ের কথা ভেবে স্বামী মুখ বন্ধ করে সয়ে গেছেন স্ত্রীর সব অন্যায়।
মনে মনে ভেবেছেন—
"একদিন হয়তো এই মোহ কেটে যাবে, ভালোবাসার কাছে সে ফিরবে।"

কিন্তু শ'*তানের ফাঁ*দে আটকানো মন তো আর সহজে ফেরে না!
স্ত্রী নিজের ইচ্ছায়, স্বামীকে জানিয়েই, ১১ বছরের সংসার পেছনে ফেলে অন্য পুরুষকে বিয়ে করল।

তবু অবাক করার মতো বিষয়—
এই প্রতারণার পরও স্বামীর মুখে অভিযোগ নেই!
চোখের পানি গড়িয়ে শুধু বললেন—
"ভালোবাসা তো জোর করে হয় না। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে সুখী না। সে যেভাবে সুখে থাকে—আমার সুখও সেখানেই। কাছে রেখেই ভালোবাসতে হবে, এমন তো কথা নেই… দূর থেকেও ভালোবাসা যায়।"

কি অদ্ভুত ভালোবাসা!
এমন ভালোবাসা কি সত্যিই সম্ভব?
যে নারী স্বামীর বুক ফুঁ*ড়ে এত কান্না ঝরাল, তার চোখে কি একফোঁটা অনুশোচনাও নেই?
প্রশ্ন জাগে—
অন্যকে কাঁদিয়ে, ভে*ঙে দিয়ে নিজে কি কখনও সুখী থাকা যায়?

তবে সবচেয়ে শান্তির বিষয়—
নিষ্পাপ দুটি সন্তান বাবাকে জড়িয়ে ধরে আগলে রেখেছে, যেন বাবার চোখের পানি একদিন শুকিয়ে যায়।

ভালোবাসা কি তবে এমনই—নিজেকে পু"ড়ি'য়ে অন্যের সুখের জন্য আলো জ্বা"লা'নো?

#ভালোবাসা #ত্যাগ #আবেগ #জীবনেরগল্প

যেই কারনে অন্য মহিলাদের নিজেদের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হয়?একজন বিজ্ঞ মনীষী কাছে এক লোক এসে অপরাধীর কন্ঠে বলতে লাগ...
01/09/2025

যেই কারনে অন্য মহিলাদের নিজেদের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হয়?
একজন বিজ্ঞ মনীষী কাছে এক লোক এসে অপরাধীর কন্ঠে বলতে লাগলো,

মনীষী!
আমার স্ত্রী কে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি, তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি।

যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব গ্রহন করলো, বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে।

আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম, দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী।
বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেলো, আমার মনে হলো, প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী।

মনীষী উত্তরে বললেন, আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো? লোকটি বললো, হ্যাঁ হ্যাঁ, বলুন।

মনীষী বলতে লাগলেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়িকুত্তা গুলোকে তোমার বেশি সুন্দরী মনে হবে।
লোকটি অধীর আগ্রহে জানতে চাইলো, কিন্তু মনীষী কেন এমনটা মনে হবে?
সমস্যাটা কোথায় হচ্ছে?
মনিষী ব্যাখ্যা করে বলতে লাগলেন,
শোনো, সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয়। সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায়, সৃষ্টি কর্তা ডর-ভয়, লাজ-শরমও যখন মানুষের চলে যায়, তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরে না।

আর তোমার সমস্যাটা হচ্ছে,
তুমি পাপ এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না।
সৃষ্টি কর্তাকে ভয় করতে থাকো।
দেখবে সমস্যা সমাধান হয়ে গেছে।

তাই নিজের স্ত্রী কে ভালোবাসুন গুরুত্ব দিন সুন্দর চোখে দেখুন,

01/09/2025

Facial korbo .... special offer

আমিন।
31/08/2025

আমিন।

30/08/2025

স্পেশাল কম্ব অফার

Address

1 No Housing Hasnabad, South Keraniganj Dhaka.
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Aporajita's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aporajita's:

Share