Dainik Somachar online

  • Home
  • Dainik Somachar online

Dainik Somachar online দেশ বিদেশের প্রতি মুহূর্তের আপডেট খবর।

07/06/2024

কেমন যাবে আপনার আগামি সপ্তাহ (৮ জুন- ১৫জুন, ২০২৪ )
- শাহান কবন্ধ
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
- দেখবেন জিমের আয়নায় নিজেকে ফিট লাগে। কিন্তু অন্য আয়নায় ভুড়ি ভেসে ওঠে। জীবন যেখানে যেমন। এই হিসাবটা একটু মাথা খাটালেই বোঝা যায়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
- সপ্তাহের শেষ দিকে হতে টাকা আসতে চলেছে। তবে সিধান্ত আপনার টাকা বাঁচাবেন নাকি গরুর হাটে শেষ করবেন। ঈদের পরও কিন্তু একটা লম্বা সময় আছে। গরুর হাটের খরচটা একটু সংযত রাখুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
- বৃষ্টি হচ্ছে কম বেশি ভালোই তবে গরম কিন্তু থামছে না। খরচের গরমে একটু ঠাণ্ডা হওয়া দিয়ে রাখেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)
- ভাবনা ছাড়া সিধান্ত নিলে একটা বড় ঝামেলা চলে আসতে পারে জীবনে। তাই যাই করিবেন একটু ভেবে চিন্তে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন)
- বন্ধুদের সাথে একটু হিসেব করে মেশা ভালো। কখনো কখনো খুব কাছের বন্ধুর সাথেও ভুল বোঝাবুঝি হয়ে যায়।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
- জ্যোতিষী কিছু তৈরি করতে পারে না। পারে অনুমান করতে। তবে একটা উপদেশ দেই- জীবনটাকে যাপন নয় উদযাপন করুন। এটাই আপনি।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট)
- ছায়ারা সরে যাবে, জানি সূর্য উঠবে। মৃত সব গাছের নিচে আগুন জ্বলবে। বাকিটা বুঝে নিতে হবে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
- ঝড় যা হওয়ার হয়ে গেছে। বন্যার পরে কিন্তু জমিতে ভালো ফলন হয়। অপেক্ষায় থাকুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
- অনেক তো বিদেশ ঘুরলেন এবার নিজের ঠিকানায় ফিরে আসতে হবে। ফিরে আসার মুল্য আমাদের দেশের ফোন কম্পানি খুব ভালো বুঝে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
- বাজার গরম। আয় বুঝে ব্যয় করার প্র্যাকটিস এখনি শুরু করতে হবে। এম্নিতে অনেক দেরি হয়ে গেছে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
- ভালো ভালো আর ভালো দেখতে পাচ্ছি। পার্টি দেন আর আমাকে দাওয়াত দিতে ভুলবেন না কিন্তু।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
- কাজে একটি বিরতি আসছে তবে ভয়ের কিছু নেই। সামনে আবার ব্যস্ততা বাড়বে।

বিঃ দ্রঃ আপনার ভাগ্য পুরোপুরি আপনার কাছে। পৃথিবীর কোনো জ্যোতিষী এর পরিবর্তন করতে পারে না। কিন্তু চাইনিজ সখ্যাতত্ত্ব'র বয়স ৩ হাজার বছরেরও বেশি। তাই এই জ্ঞানকে তো আর একদম ফেলে দেয়া যাবে না। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর। আমি বলি, তর্কে মিলায়বস্তু বিশ্বাসে বহুদুর। কেউ তর্ক করতে চাইলে, স্বাগতম!!!

06/06/2024

নতুন গান 'নিজের মতো'
সিঙ্গারঃ Rafi Alam
টিউন এন্ড মিউজিকঃ Raef Al Hasan Rafa
লিঙ্ক কমেন্টে!!!

17/05/2024

কেমন যাবে আপনার আগামি সপ্তাহ (১৮মে- ২৪মে, ২০২৪ )
- শাহান কবন্ধ

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
- যে কাজের জন্য অন্যকে খোঁচা দিয়ে কথা বললেন ভর মজলিশে আজ সেই কাজ করেই নিজেকে সুখি ভাবছেন। এটাই সায়েন্স। মাঝে মাঝে নিজেকে একটু সংযত রাখতে হয়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
- বড়কিছু হারালেন, আরও কিছু হারানোর সিধান্ত নিলেন। বলতে হবে সাহস আছে আপনার। এই সাহসই বাঁচিয়ে রেখেছে আপনাকে আজন্মকাল।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
- বড়দের কথা শুনতে হয়। কারন বড়দের আছে অবিজ্ঞতা। আপনার আছে জ্ঞান। জ্ঞানে আর অবিজ্ঞতায় মিলেমিশে এক হয়ে গেলে তো হয়েই গেলো।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)
- কেউ আপনার দুঃখ শোনার জন্য বসে নেই। তাই নিজের কথা নিজের ভেতরে রেখে নিজেই সমাধান করার চেস্টা করুন। উপকারে আসবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন)
- বছরের একটা সময় ইলিশ মাছ ধরা বন্ধ রাখে সরকার। এতে আমাদেরই লাভ হয়। সারা বছর ইলিশের ফলন ভালো হয়। জীবনেও এমন সময় রাখা উচিত যখন কেউ ইলিশ ধরবে না। তবে সাময়িক কালের জন্য।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
- ভূতের ফিল্ম না দেখাই ভালো হবে আগামি সপ্তাহে। এতে জিবনে ভূতের ভয় কমে। আর যদি মনে করেন আপনি নিজেই একটা ভুত তাহলে নিজে নিজে আয়নায় দেখা বন্ধ রাখুন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট)
- দিনের কাজ দিনে আর রাতের কাজ রাতে করা উত্তম। এতে সবকিছু ঠিক থাকে। সবকিছু মানে জীবনের সবকিছু। জীবনের বাইরে তো কেউ না।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
- কবিতার মতো জীবন কি কার হয়? হয় না। স্বয়ং কবিরাও কবিতার মতো জীবন পায় নাই। তাই একটু বাস্তবতায় আসুন। সমাধান এখানেই।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
- আমি সাধারণত সাহসী প্রাণী বলে নিজেকে দাবি করি। কিন্তু তুলা রাশির মানুষদের একটু ভয় আমি পাই। এরা সব পারে। কি ব্যপার তাই না?
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
- একটা না একটা ভালো খবর যদি না আসে তাহলে আমাকে বলবেন। হোক তা ছোট কিংবা বড়, আসবেই আসবে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
- ইদানিং তাপদাহ রাতেও বাড়ছে। তাই সময়টা একটু গরম। আপনাকে থাকতে হবে ঠাণ্ডা। জীবন সুন্দর।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
- ৩ ব্যটারির ট্ররস লাইট কিনে রাখুন নিজের কাছে। আলো বন্ধ হলেই শত্রু ঘরে ঢুকে যেতে পারে। নিজেকে একা একা রাখা ঠিক হবে না।

বিঃ দ্রঃ আপনার ভাগ্য পুরোপুরি আপনার কাছে। পৃথিবীর কোনো জ্যোতিষী এর পরিবর্তন করতে পারে না। কিন্তু চাইনিজ সখ্যাতত্ত্ব'র বয়স ৩ হাজার বছরেরও বেশি। তাই এই জ্ঞানকে তো আর একদম ফেলে দেয়া যাবে না। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর। আমি বলি, তর্কে মিলায়বস্তু বিশ্বাসে বহুদুর। কেউ তর্ক করতে চাইলে, স্বাগতম!!!

16/05/2024

রাশিচক্র আসছে আগামীকাল!!!

টিকেট পেতে ক্লিক করুন shorturl.at/bfIL6 অথবা কল করুন: 01717-915999
20/09/2022

টিকেট পেতে ক্লিক করুন shorturl.at/bfIL6 অথবা কল করুন: 01717-915999

টিকেট পেতে ক্লিক করুন shorturl.at/bfIL6 অথবা কল করুন: 01717-915999
18/09/2022

টিকেট পেতে ক্লিক করুন shorturl.at/bfIL6 অথবা কল করুন: 01717-915999

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dainik Somachar online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Somachar online:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share