07/06/2024
কেমন যাবে আপনার আগামি সপ্তাহ (৮ জুন- ১৫জুন, ২০২৪ )
- শাহান কবন্ধ
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
- দেখবেন জিমের আয়নায় নিজেকে ফিট লাগে। কিন্তু অন্য আয়নায় ভুড়ি ভেসে ওঠে। জীবন যেখানে যেমন। এই হিসাবটা একটু মাথা খাটালেই বোঝা যায়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
- সপ্তাহের শেষ দিকে হতে টাকা আসতে চলেছে। তবে সিধান্ত আপনার টাকা বাঁচাবেন নাকি গরুর হাটে শেষ করবেন। ঈদের পরও কিন্তু একটা লম্বা সময় আছে। গরুর হাটের খরচটা একটু সংযত রাখুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
- বৃষ্টি হচ্ছে কম বেশি ভালোই তবে গরম কিন্তু থামছে না। খরচের গরমে একটু ঠাণ্ডা হওয়া দিয়ে রাখেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)
- ভাবনা ছাড়া সিধান্ত নিলে একটা বড় ঝামেলা চলে আসতে পারে জীবনে। তাই যাই করিবেন একটু ভেবে চিন্তে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন)
- বন্ধুদের সাথে একটু হিসেব করে মেশা ভালো। কখনো কখনো খুব কাছের বন্ধুর সাথেও ভুল বোঝাবুঝি হয়ে যায়।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
- জ্যোতিষী কিছু তৈরি করতে পারে না। পারে অনুমান করতে। তবে একটা উপদেশ দেই- জীবনটাকে যাপন নয় উদযাপন করুন। এটাই আপনি।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট)
- ছায়ারা সরে যাবে, জানি সূর্য উঠবে। মৃত সব গাছের নিচে আগুন জ্বলবে। বাকিটা বুঝে নিতে হবে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
- ঝড় যা হওয়ার হয়ে গেছে। বন্যার পরে কিন্তু জমিতে ভালো ফলন হয়। অপেক্ষায় থাকুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
- অনেক তো বিদেশ ঘুরলেন এবার নিজের ঠিকানায় ফিরে আসতে হবে। ফিরে আসার মুল্য আমাদের দেশের ফোন কম্পানি খুব ভালো বুঝে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
- বাজার গরম। আয় বুঝে ব্যয় করার প্র্যাকটিস এখনি শুরু করতে হবে। এম্নিতে অনেক দেরি হয়ে গেছে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
- ভালো ভালো আর ভালো দেখতে পাচ্ছি। পার্টি দেন আর আমাকে দাওয়াত দিতে ভুলবেন না কিন্তু।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
- কাজে একটি বিরতি আসছে তবে ভয়ের কিছু নেই। সামনে আবার ব্যস্ততা বাড়বে।
বিঃ দ্রঃ আপনার ভাগ্য পুরোপুরি আপনার কাছে। পৃথিবীর কোনো জ্যোতিষী এর পরিবর্তন করতে পারে না। কিন্তু চাইনিজ সখ্যাতত্ত্ব'র বয়স ৩ হাজার বছরেরও বেশি। তাই এই জ্ঞানকে তো আর একদম ফেলে দেয়া যাবে না। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর। আমি বলি, তর্কে মিলায়বস্তু বিশ্বাসে বহুদুর। কেউ তর্ক করতে চাইলে, স্বাগতম!!!