09/05/2023
মেয়েদেরকে দুর্বল ভাবার মতো বোকামির থেকে বড় বোকামি এই পৃথিবীতে আর কিছু নেই।
আপনি যতোই সুদর্শন এবং সফল পুরুষ হোন না কেন যদি আপনি আপনার ব্যাক্তিগত নারীকে ভালো না রাখতে পারেন তবে সে তার ভালো থাকার পথ অন্য কোথাও অবশ্যই খুঁজবে। আপনি যদি তাকে ভ্যালু না দেন, প্রায়োরটি না দেন সে তার ভ্যালু, প্রায়োরিটি অবশ্যই অন্য কোথাও খুঁজবে এবং পাবে। আপনার সৌন্দর্য, টাকা-পয়সা কোন কিছুই তখন আর কোন কাজে দিবেনা।
আপনার জন্য যদি একটি মেয়ে পাগল থাকে আর যদি আপনার সেই বিষয় নিয়ে অহংকার থাকে তবে জেনে রাখুন যে, একটি মেয়ে দেখতে যতোই খারাপ হোক না কেন তার জন্য সবসময় মিনিমাম ৫টি ছেলে পাগল থাকে। এখন আপনার জন্য যদি ৪টি মেয়ে পাগল থাকে তাহলে আপনার ব্যাক্তিগত নারীর জন্য ২০টি ছেলে পাগল আছে।
এমনকি একজন ডিভোর্সি পুরুষের থেকে একজন ডিভোর্সি নারীর দ্রুত বিয়ে হয়। আর একজন বাচ্চাসহ পুরুষের দ্বিতীয় বার তো বিয়েই হয় না যদি তার লক্ষ-কোটি টাকা না থাকে কিন্তু একটি বাচ্চাসহ ডিভোর্সি নারী যেমনি হোক না কেন তার বিয়ে হয়েই যায়। সমাজে নারীদের ভ্যালু কম নয়, আপনারা মানুষিক শান্তির আশায় নারীদের দাবিয়ে রাখেন।
আপনি যতো যাই হোন না কেন! নিজের ভালোবাসার মানুষের সাথে থাকতে হলে আপনাকে অবশ্যই তার মতো করে তাকে বুঝতে হবে, ভালো রাখতে হবে, ভালো থাকতে দিতে হবে। তা না হলে একজন নারী যদি একা ভালো থাকে আর আপনার সাথে ভালো না থাকে তবে সে আপনাকে ছেড়ে একা থাকাটাই বেছে নিবে।