29/01/2024
শোক সংবাদ
আসসালামু আলাইকুম
বিশিষ্ট সমাজসেবক,গরিবের বন্ধু (দয়াল খোকোন)জামরুলতলা মোর নিবাসী আজ সকাল দশটার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনার জানাজার নামাজ আজ আসর বাদ জামরুল তলা মোড়ে অনুষ্ঠিত হয়েছে , উনাকে আজ নিজেদের পারিবারিক গোরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।