Weather News-আবহাওয়ার খবর

Weather News-আবহাওয়ার খবর This is not officials Page Department of
Bangladesh government weather.

04/08/2025

কাপ্তাই লেকের পানি বিপদসীমায় অবস্থান করছে। পানি কমানোর জন্য সীমিত আকারে খুলে দেওয়া হবে ১৬ টি জলকপাট।

02/08/2025

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ইশান!
সময়সীমা: ৩-৯ আগস্ট ২০২৫।
বিস্তারিত আজ রাতে আসছে ইনশাআল্লাহ!

31/07/2025

ঢাকায় একটানা বর্ষন চালু হয়েছে।
যা আজ প্রায় সারাদিন চলতে পারে!

21/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থীর যে মা দুপুরের খাবার রান্না করে সন্তানের অপেক্ষা করছিলেন, তিনি কীভাবে সইবেন এই দুঃখ।

21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই..

21/07/2025

একবার চিন্তা করেন,

আপনার ১০-১২ বছরের বাচ্চার শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। যেই বাচ্চাগুলোকে কখন চুলার আগুনের আঁচ লাগতে দেননি।

আর সেই বাচ্চা চিৎকার দিচ্ছে, " ও মা, ও আব্বা, ও আল্লাহ।" বলে

বুকের ভিতরটা কিভাবে চৌচির হয়ে যাবে। এক-একটা ভিডিও দেখছি আর মস্তিষ্কে র'ক্তক্ষ'রণ হচ্ছে।

ইয়া আল্লাহ, এই নিষ্পাপ বাচ্চাগুলো দেহে আ'গুনের জ্বা'লা ও তাদের পিতামাতার বুকের জ্বালাকে শীতল করে দাও😥🤲আমিন।
ভিতরটা ফোটে যাচ্ছে 💔



09/07/2025

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮ স্থানে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত

ফেনীতে রেকর্ড বৃষ্টি, মুহুরি নদীর বাঁধ ভেঙে বিপর্যয়গত ২৪ ঘণ্টায় ফেনীতে ২৩৩ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। মুহুরি নদীর বাঁধ ভেঙে...
08/07/2025

ফেনীতে রেকর্ড বৃষ্টি, মুহুরি নদীর বাঁধ ভেঙে বিপর্যয়
গত ২৪ ঘণ্টায় ফেনীতে ২৩৩ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। মুহুরি নদীর বাঁধ ভেঙে নিলক্ষ্মী-গাবতলা সড়কের দোকান ও রাস্তা নদীতে ধসে পড়ে। সড়কটি এখন সম্পূর্ণ বন্ধ।

🚨ফেনী শহরের অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। গতবারের মত কেউ কারেন্ট বা নেটওয়ার্কের আশায় থাকবেন না! এখন থেকেই প্রস্তুতি ...
08/07/2025

🚨ফেনী শহরের অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। গতবারের মত কেউ কারেন্ট বা নেটওয়ার্কের আশায় থাকবেন না! এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। ফেনীর উজানে ভারতের ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে অতি বৃষ্টিপাত হলে ফেনী আবারও ভয়াবহ বন‍্যার কবলে থাকবো আমরা। একই সময় সাগরে লঘুচাপ চাপের ফলে ফেনীর ভাটিতে বঙ্গোপসাগরে মোহনায় অতি জোয়ারের কারণে পানি নামছে অতি ধীর গতিতে।
সব মিলিয়ে ফেনীবাসির জন্য এখন প্রতিকূল সময়। আতংকিত না হয়ে গতবারের বন‍্যার অভিজ্ঞতায় সবাই পূর্ব প্রস্তুতি নিন। আল্লাহ আমাদের সহায় হউন।

08/07/2025

বন্যায় নদীর পানিতে কত বড় বড় মাছ!
কি মাছ হ‌তে পা‌রে?

☀️🌧️ জুলাই মাসের সম্ভাব্য আবহাওয়ার চিত্র🔄 জুলাই মাসেও ঘন ঘন ঘূর্ণাবাত ও লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে মৌসুমি অক্ষর...
02/07/2025

☀️🌧️ জুলাই মাসের সম্ভাব্য আবহাওয়ার চিত্র

🔄 জুলাই মাসেও ঘন ঘন ঘূর্ণাবাত ও লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে মৌসুমি অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করতে পারে।

🌊 এর ফলে উত্তর বঙ্গোপসাগর জুলাই এর অনেকটা সময় জুড়েই উত্তাল থাকার আশঙ্কা রয়েছে।

🇮🇳 ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা অঞ্চলে মৌসুমি বায়ুর মূল প্রভাব বেশি থাকায় সেখানে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।

🇧🇩 বাংলাদেশের ক্ষেত্রে:

উত্তর, মধ্য ও পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, তবে অধিকাংশ এলাকায় নিয়মিত বা ভারী বৃষ্টি নাও হতে পারে।

উপকূলীয় অঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।

🌦️ সারাদেশেই রোদ, মেঘলা আকাশ, আবার কোথাও কোথাও হঠাৎ বৃষ্টি — এই ধরণের পরিবর্তনশীল আবহাওয়া দেখা দিতে পারে।

📅 বিশেষ করে জুলাইয়ের প্রথম সপ্তাহের শেষদিকে দেশের অনেক স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে, তবে তা সকল অঞ্চলে নাও হতে পারে। দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল বিভাগসহ দেশের কিছু স্থানে ভারী বর্ষনের সম্ভাবনা আছে।

ধন্যবাদ
সাথে থাকুন

🔔🌧️ **আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা** 🌊🚫  প্রিয় সকলের প্রতি অনুরোধ, জীবন বাঁচাতে আপাতত সাগরে মাছ ধরতে যাবেন না!  মৌসুমি লঘ...
28/06/2025

🔔🌧️ **আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা** 🌊🚫

প্রিয় সকলের প্রতি অনুরোধ, জীবন বাঁচাতে আপাতত সাগরে মাছ ধরতে যাবেন না!

মৌসুমি লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে জাতীয় উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 🌩️

এ সময় বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা সাগরকে উত্তাল করে তুলবে। এই উত্তাল অবস্থায় ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো ডুবে যাওয়ার ঝুঁকি রয়েছে। ⚠️🚤

অতএব, আপনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে বলছি, কোনো প্রকারে সাগরে যাওয়া থেকে বিরত থাকুন। জীবন থাকলে জীবিকার ব্যবস্থা হবেই, তাই নিজের ও পরিবারের সুরক্ষার জন্য জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না।

👉 দয়া করে এই পোস্টটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন।

ধন্যবাদ!
©Bangladesh Weather Observation Team Ltd.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Weather News-আবহাওয়ার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Weather News-আবহাওয়ার খবর:

Share