18/09/2023
আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা আসা করি ভালো আছেন।জি আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ।ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে স্বাধীনতা বা মুক্তপেশা । অর্থ কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে মুক্তিভাবে অনলাইনে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে ।এইটা আপনি ঘরে বসে , পড়ালেখার পাশাপাশি এবং চাকরির পাশাপাশি করতে পারবেন এই ফ্রিল্যান্সিং। যারা আজকে আমাদের ফ্রি মেঘা গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি করতে চান বা করতে ইচ্ছুক তারা আমার ইনবক্স এ নক করেন । আমাদের লাইভ ক্লাসটি প্রতিদিন সন্ধ্যা ৭টার সময় অনুষ্ঠিত হয় । আসা করছি বুঝতে পারছেন 💸💸