Halal Vlogs - হালাল ভ্লগস

Halal Vlogs - হালাল ভ্লগস Asalamu Alaikum! I’m Saif from Bangladesh, spreading love and positivity through my music free content.

Follow along for the sake of Allah!

on Youtube | Instagram | Tiktok

26/07/2025

আবূ যার রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

فَمَنْ جَعَلَ اللَّهُ أَخَاهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ ، وَلاَ يُكَلِّفُهُ مِنَ الْعَمَلِ مَا يَغْلِبُهُ فَإِنْ كَلَّفَهُ مَا يَغْلِبُهُ فَلْيُعِنْهُ عَلَيْهِ

সুতরাং আল্লাহ তা‘আলা যার ভাইকে তার অধীন করে দেন সে নিজে যা খায়, তাকেও যেন তা খাওয়ায়। সে নিজে যা পরে, তাকেও যেন তা পরায়। আর তার উপর যেন এমন কোন কাজের চাপ না দেয়, যা তার শক্তির বাইরে। আর যদি তার উপর এমন কঠিন কাজের চাপ দিতেই হয়, তাহলে সে নিজেও যেন তাকে সাহায্য করে।

সহীহ আল বুখারী, হাদীস ৬০৫০

25/07/2025

Absolutely!
Design: Qaseera

25/07/2025

আলহামদুলিলাহ, নিয়ত ছিলো না কিন্তু আল্লাহ দেখা করার ব্যবস্তা করে দিয়েছেন ।

25/07/2025

‎পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

‎قُلْ لِّلْمُؤْمِنِیْنَ یَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَ یَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰلِكَ اَزْكٰی لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌۢ بِمَا یَصْنَعُوْنَ۝۳۰

‎মু’মিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত।

‎সূরা আন-নূর, আয়াত ৩০

25/07/2025


‎আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বলেছেন,
‎শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন অপেক্ষা উত্তম ও বেশি প্রিয়। তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে। যা তোমার জন্য উপকারী তার প্রতি লোভ করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। অক্ষম হয়ে পড়ো না। যদি তোমার কোন বিপদ আসে তবে বলো না, "যদি আমি এরূপ করতাম তবে এমন এমন হতো।" বরং বলো, "আল্লাহ তাকদীরে এটাই রেখেছেন। তিনি যা চেয়েছেন, করেছেন।" কেননা ‘যদি’ শব্দটি শয়তানের কাজ করার পথ খুলে দেয়।

‎সহীহ মুসলিম, হাদীস ২৬৬৪

24/07/2025

“আল্লাহর বাদাগণের মধ্য হতে শুধুমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে।” (৩৫-সূরা ফাতির: আয়াত-২৮)

প্রিয় সায়েক ٱلْحَمْدُ لِلَّٰهِ
24/07/2025

প্রিয় সায়েক
ٱلْحَمْدُ لِلَّٰهِ

23/07/2025
ইয়া আল্লাহ
23/07/2025

ইয়া আল্লাহ

ٱلْحَمْدُ لِلَّٰهِ
21/07/2025

ٱلْحَمْدُ لِلَّٰهِ

পঞ্চাশ লক্ষ টাকা এবং বিশ জন (বা*র্ন) প্লা*স্টিক সা র্জা রি সা র্জ ন পাঠিয়েছেন ডা. শফিক।
ঢাকা শহরে ইবনে সিনা হাসপাতালের ১৮ টি সেন্টার এবং ইসলামি ব্যাংক হাসপাতালের ৪ টি সেন্টারে ভু'ক্তভো'গী যেকোন ধরনের সেবা নিতে পারবেন ফ্রি অব চার্জ।

ভাল কাজকে ভাল না বলে থাকতে পারি না 💚

21/07/2025

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে।

মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মন্সুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাড়া ৩০-৪০ টাকা। কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল ১২০ টাকা, ১৫০ টাকা।

মাইলস্টোন থেকে কাছাকাছি মর্ডান হাসপাতালে রেগুলার ভাড়া ২৫০-৩০০ টাকা, অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা।

একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবত ঘুরছিল কিন্তু একটা রিকশাওয়ালা, সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না। তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে।

এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্যে। এইদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পোড়া,শরীরের মাংস গলে গলে পড়ার মতো অবস্থা।

বাচ্চাগুলো তখন পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল, গোঙাচ্ছিল শুধু।

এদেশের মানুষগুলো এমন কেন.? বিপদ দেখলেই ওরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এদেশের মানুষগুলো সভ্য হবে কবে.?

19/07/2025

উমার ইবনে খাত্তাব রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের মধ্যে যে কেউ সুন্দর করে অযূ করে বলে, ‘আশহাদু আনলা ইলাহা ইল্লা-ল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসূলুহ’ তাঁর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।”
(মুসলিম ২৩৪)

Address

Dhaka, Dhaka Division
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halal Vlogs - হালাল ভ্লগস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Halal Vlogs - হালাল ভ্লগস:

Share