
08/10/2024
সর্বশেষ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে ৭০% জনসংখ্যার বয়স ৪০ এর নিচে অর্থাৎ বাংলাদেশে তরুণ জনসংখ্যা অনেক বেশি এবং তারাই আগামী ২০-৩০ বছর পরে বার্ধক্য সময়ে উপনীত হবে। তাই বর্তমানে পেনশন প্ল্যানের দিকে আমাদের অনেক বেশি নজর দিতে হবে।
পেনশনের প্ল্যানের বৈশিষ্ট্য, সুযোগ সুবিধা এবং উপস্থাপন পদ্ধতি নিয়ে সাজানো হয়েছে একটি অনলাইন প্রশিক্ষণ। আপনি যদি একজন বীমা পেশাজীবি হোন অথবা পেনশন পলিসি গ্রহণের একজন সম্ভাব্য গ্রাহক হোন তাহলে এই প্রশিক্ষণ আপনার জন্য
📌 প্রশিক্ষণের নামঃ বীমা প্রকল্প পরিচিতি-পেনশন প্ল্যান
📌 প্রশিক্ষণের তারিখঃ ১২ অক্টোবর ২০২৪ (শনিবার)
📌 প্রশিক্ষণের সময়ঃ রাত ৯ টা - রাত ১০.৩০ টা
📌 প্রশিক্ষণ মাধ্যমঃ অনলাইন জুম প্ল্যাটফর্ম
🟥 প্রশিক্ষণ পরিচালনা করবেনঃ আলামিন মোহাম্মদ, সেলস এন্ড সফট স্কিলস ট্রেইনার
🟥 আসন সংখ্যাঃ ৫০ জন
👉 প্রশিক্ষণ ফিঃ ৩০০ টাকা (তিনশত টাকা মাত্র)
🟩🟩 পেমেন্ট মাধ্যমঃ
বিকাশ/নগদ/উপায় (সেন্ডমানি)
01919463330
Rocket: 019194633305
রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন 👇
https://forms.gle/AZhKVkdfYQb4ZzEV8
ধন্যবাদ