AmzMarts

AmzMarts DyinGroom's Force uses AI to push the boundaries of music creation. Discover the future of music with DyinGroom's Force.

Experience unique, dynamic tracks crafted with cutting-edge technology and creative innovation. DyinGroom's Force is at the cutting edge of music creation, harnessing the power of AI to produce groundbreaking tracks. Combining innovative technology with creative vision, DyinGroom's Force pushes the boundaries of sound to craft unique and captivating music experiences. From intricate melodies to po

werful rhythms, our AI-driven approach ensures that every composition is fresh, dynamic, and ahead of the curve.

06/04/2025

Oh Gaza, we hear your call,
For peace, for justice, for an end to it all,
Your pain is not in vain,
In the end, the light will come again.

YT - https://youtu.be/lhVo9Z4DpH4

27/11/2024

🔥 "Ka Mate: Death’s Defiance" is here! 🔥
This death metal anthem, crafted by AI and DyinGroom's Forge, channels the fierce power of the Haka into a sonic onslaught of riffs and growls. Get ready to feel the intensity! 💀⚡

12/09/2024

Bidrohi by Our National Poet Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam Shomogro
Music Credits AI
Edited by DyinGroom

বিদ্রোহী

(Intro) বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

(Verse 1) আমি চির বিদ্রোহী,
মহাকাশের বিদ্রোহী,
চন্দ্র সূর্য গ্রহ তারা,
ভূলোক দ্যুলোক ভেদিয়া।
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে দীপ্ত জয়শ্রীর!

(Chorus) বল বীর –
আমি চির উন্নত শির!
আমি দুর্বিনীত, নৃশংস,
মহা-প্রলয়ের আমি নটরাজ, সাইক্লোন, ধ্বংস!
আমি ভাঙি, আমি চুরমার,
আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল!

(Verse 2) আমি ধূর্জটি,
ঝড় অকাল-বৈশাখীর,
আমি বিদ্রোহী,
আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
চির উন্নত শির,
আমি চির-দুরন্ত,
দুর্মদ, বন্য!

(Chorus) বল বীর –
আমি চির উন্নত শির!
আমি সন্ন্যাসী,
আমি রাজবেশ ম্লান,
আমি বজ্র, ঈশান-বিষাণে,
ওঙ্কার, পিণাক-পাণি!

(Bridge) আমি ক্ষ্যাপা,
বিশ্বামিত্র-শিষ্য,
দাবানল-দাহ,
মহা-প্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস!
আমি অরুণ খুনের তরুণ,
আমি বিধির দর্পহারী!

(Verse 3) আমি চির-শিশু,
চির-কিশোর,
আমি যৌবন-ভীতু,
পল্লীবালার আঁচড় কাঁচলি!
আমি উত্তর-বায়ু,
মলয়-অনিল,
আমি পথিক-কবির গভীর রাগিণী!

(Chorus) বল বীর –
চির-উন্নত মম শির!
আমি পরশুরামের কুঠার,
বিশ্ব শান্তি আনিব শান্ত উদার!
আমি বিদ্রোহী,
আমি চির বিদ্রোহী,
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

(Outro) আমি বিদ্রোহী ভৃগু,
ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
আমি খেয়ালী-বিধির বক্ষ করিব ভিন্ন!

08/09/2024

Kamal Pasha by Our Nation Poet Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam Shomogro
Music Credits AI
Edited by DyinGroom

Lyrics
Verse 1
ঐ খেপেছে পাগ্লি, মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে, জোর্সে সামাল সামাল তাই।
কামাল! তু নে কামাল কিয়া ভাই!
হো হো, কামাল! তু নে কামাল কিয়া ভাই!

Chorus
লেফ্ট! রাইট! লেফ্ট!
লেফ্ট! রাইট! লেফ্ট!
সেই দামাল কামাল ভাই, গায়ে রক্তের লাল ছোপ,
মাঠে জয়ের ধ্বনি, শত্রুরা পালায় দ্রুত সরে!
হো হো, কামাল! তু নে কামাল কিয়া ভাই!

Verse 2
সাব্বাস ভাই! সাব্বাস দিই, সাব্বাস তোর শম্শেরে,
পাঠিয়ে দিলি দুশ্মনে, সব যম-ঘর একদম-সে রে!
বল্ দেখি ভাই বল্ হাঁ রে,
দুনিয়ার কে ডর্ করে না তুর্কির তেজ তলোয়ারে?

Chorus
লেফ্ট! রাইট! লেফ্ট!
লেফ্ট! রাইট! লেফ্ট!
কামাল ভাইয়ের কাহিনী, গাথা বিজয়ের রূপে,
সোলো গিটার বাজুক, যুদ্ধের গান গাওয়ার দিন এসে গেছে!

Bridge
দৃশ্য বদলে, রক্তের রঙে চমক,
যুদ্ধের পথে যুদ্ধের গান, হামলা সব চলে জোরে।
কামাল ভাইয়ের নাম গানে, শত্রু কাঁপে ভয়ে,
মৃত্যুর শোকে, কামাল গাইছে বিজয়ের মন্ত্র!

Guitar Solo

Verse 3
শির হতে এই পাঁও-তক ভাই, লাল-লালে লাল খুন মেখে,
রণ-ভিতুদের শান্তি-বাণী শুনবে কে?
পিণ্ডারিদের খুন-রঙিন,
নোখ-ভাঙা এই নীল সঙিন।

Chorus
লেফ্ট! রাইট! লেফ্ট!
লেফ্ট! রাইট! লেফ্ট!
সেই দামাল কামাল ভাই, গায়ে রক্তের লাল ছোপ,
মাঠে জয়ের ধ্বনি, শত্রুরা পালায় দ্রুত সরে!
হো হো, কামাল! তু নে কামাল কিয়া ভাই!

Outro
ঐ খেপেছে পাগ্লি, মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে, জোর্সে সামাল সামাল তাই।
কামাল! তু নে কামাল কিয়া ভাই!
হো হো, কামাল! তু নে কামাল কিয়া ভাই!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AmzMarts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share