21/04/2024                                                                            
                                    
                                                                            
                                            যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে।হুজুগে লাগালেন,কিন্তু গাছ বাঁচলো না,লাভ নাই ত।
সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়।ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না।খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।
একটা লিস্ট দিচ্ছি,চাইলে ফলো করতে পারেন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন।এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।
 # # 
রাস্তার ধার (Roadside):
    1. নিম ()
    2. রেইন ট্রি ( )
    3. জারুল ()
    4. কদম()
    5. সিলভার ওক ( )
    6.সোনালু
 
রাস্তার বিভাজক (Road Divider):
    1. জবা ()
    2. কান্টিকারা ( )
    3. রতনগাছ ( )
    4.রাধাচূড়া  ()
   5.দেবদারু()
পার্ক (Park):
    1. বটগাছ ( )
    2. কদম () 
    3. চাপালিশ ()
    4. কনক চাঁপা ()
    5. অশোক ()
ফুটপাথ (Footpath):
    1. পারুল 
    2. সিঙ্গাপুরের চেরি
    3. ক্রিসমাস ট্রি
   4.দেবদারু
    
খোলা জায়গা (Open Space):
    1.  মেহগনি ()
    2. কৃষ্ণচূড়া ()
    3. শিমুল ()
    4. অর্জুন গাছ () 
শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
    1. আম ()
    2. কাঁঠাল ()
    3. জাম্বুল ()
    4. বেল ()
    5. পাকুড় ()
বাড়ির আঙ্গিনা (Homestead):
ফলের গাছ 
    1. আম 
    2. কাঁঠাল 
    3. লিচু 
    4. পেয়ারা 
    5. নারিকেল 
    6. কলা গাছ 
    7. পপাই 
    8. জাম্বুল 
    9. কামরাঙ্গা 
    10. বেল 
কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।
ধন্যবাদ 
Shadhin 
Forestry,Chittagong University