Mir Hossain

Mir Hossain Traveling relieves people of mental fatigue

৩ সিজন তাবুসামারে ক্যাম্পিং এর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তাবুর ভিতরে গরম লাগা। এই তাবুটার সুবিধা হচ্ছে কাভার খুলে দিলে চার...
03/05/2024

৩ সিজন তাবু

সামারে ক্যাম্পিং এর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তাবুর ভিতরে গরম লাগা। এই তাবুটার সুবিধা হচ্ছে কাভার খুলে দিলে চারদিক থেকে বাতাস চলাচল করতে পারে। তাই গরমেও কোনো অসুবিধা হয়না। সাথে ওয়াটারপ্রুফ কাভার থাকায় শীত এবং বর্ষায় ক্যাম্পিং করতে পারবেন নিশ্চিন্তে।
দাম : ২৬০০ /-
অর্ডার করতে ইনবক্স করুন 💌
Boirag

যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি ...
21/04/2024

যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে।হুজুগে লাগালেন,কিন্তু গাছ বাঁচলো না,লাভ নাই ত।

সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়।ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না।খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।

একটা লিস্ট দিচ্ছি,চাইলে ফলো করতে পারেন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন।এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।

# #

রাস্তার ধার (Roadside):
1. নিম ()
2. রেইন ট্রি ( )
3. জারুল ()
4. কদম()
5. সিলভার ওক ( )
6.সোনালু


রাস্তার বিভাজক (Road Divider):
1. জবা ()
2. কান্টিকারা ( )
3. রতনগাছ ( )
4.রাধাচূড়া ()
5.দেবদারু()

পার্ক (Park):
1. বটগাছ ( )
2. কদম ()
3. চাপালিশ ()
4. কনক চাঁপা ()
5. অশোক ()

ফুটপাথ (Footpath):
1. পারুল
2. সিঙ্গাপুরের চেরি
3. ক্রিসমাস ট্রি
4.দেবদারু


খোলা জায়গা (Open Space):
1. মেহগনি ()
2. কৃষ্ণচূড়া ()
3. শিমুল ()
4. অর্জুন গাছ ()

শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
1. আম ()
2. কাঁঠাল ()
3. জাম্বুল ()
4. বেল ()
5. পাকুড় ()

বাড়ির আঙ্গিনা (Homestead):

ফলের গাছ
1. আম
2. কাঁঠাল
3. লিচু
4. পেয়ারা
5. নারিকেল
6. কলা গাছ
7. পপাই
8. জাম্বুল
9. কামরাঙ্গা
10. বেল

কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।
ধন্যবাদ

Shadhin
Forestry,Chittagong University


Your Dream House!
02/04/2024

Your Dream House!

Beautiful Bangladeshsunamganj
17/03/2024

Beautiful Bangladesh
sunamganj

নয়াবাদ মসজিদবাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত। মসজিদটির পাশ দ...
07/03/2024

নয়াবাদ মসজিদ

বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত। মসজিদটির পাশ দিয়ে চলে গেছে ঢেপা নদী। ১.১৫ বিঘা জমির উপর এই মসজিদটি তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।
মসজিদের প্রবেশের প্রধান দরজার উপর স্থাপিত ফলক হতে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্ব কালে ২ জৈষ্ঠ্য, ১২০০ বঙ্গাব্দে(ইংরেজি ১৭৯৩ সালে) নির্মাণ করা হয়। সেসময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ। যিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর। এলাকার অধিবাসীদের থেকে জানা যায় যে, ১৮ শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলমান স্থপতি ও কর্মীরা এই মসজিদটি তৈরি করেন। তারা পশ্চিমের কোন দেশ থেকে এসে নয়াবাদে বসবাস শুরু করে এবং তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি তৈরি করে। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চার কোনে ১২.৪৫মিটার x ৫.৫মিটার আকারের চারটি অষ্টভুজ মিনার রয়েছে। দেয়ালগুলির পুরুত্ব ১.১০ মিটার। উত্তর ও দক্ষিণের দেয়ালে একটি করে জানালা রয়েছে। পশ্চিম পাশের দেয়ালে মোট তিনটি মিম্বার রয়েছে যেগুলি মসজিদের তিনটি প্রবেশ দরজা বরাবর তৈরি করা হয়েছে। মাঝের মিম্বারটি আকারে বড়(উচ্চতা ২৩০ মিটার এবং প্রস্থ্য ১.০৮ মিটার) এবং অপর দুটি মিম্বার একই আকারের। মসজিদটা তৈরির সময় যে সকল টেরাকেটা বা পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছিল তার অধিকাশংই এখন নেই এবং যেগুলি রয়েছে সেগুলিও সম্পূর্ণ অক্ষত নেই। এখানে বর্তমান মোট ১০৪টি টেরাকোটা অবশিষ্ট রয়েছে। এগুলি আয়তক্ষেত্রাকার এবং আকার ০.৪০মিটার x০.৩০ মিটার।
মসজিদটির পাশে একটি কবর রয়েছে। তবে কবর বা মসজিদে কোন অংশেই এটি সম্পর্কিত কোন তথ্য দেয়া নেই। তবে কথিত আছে যে এটি মসজিদের কোন নির্মাণ শ্রমিকের কবর।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category