Islamic kahani

Islamic kahani কাউকে অতীতের পাপ নিয়ে খোটা দিও না ! সে হয়তো তওবা করে মহান আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে"
(6)

এতো মায়া জমেছে তাদের একটু দেখতে চাই, তারা যখন মাদ্রাসার ছাত্রদের (আল্লাহর মেহমান) বেয়াদবি করেছিল, মুরব্বি মুরব্বি আলেমদে...
16/08/2024

এতো মায়া জমেছে তাদের একটু দেখতে চাই, তারা যখন মাদ্রাসার ছাত্রদের (আল্লাহর মেহমান) বেয়াদবি করেছিল, মুরব্বি মুরব্বি আলেমদের ঘন্টার পর ঘন্টা হাঁটুর উপর ভার দিয়ে বসিয়ে রেখে শান্তি দিয়েছিল তখন কোথায় ছিলেন, শাহবাগে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান নিয়ে টিটকারি (নাউজুবিল্লাহ) করেছিল তখন কোথায় ছিলেন, শহিদ মুফাস্সির রহ. কে তুই রাজাকার তুই রাজাকার বলে বলে জুতা পরিয়েছিল তখন কোথায় ছিলেন, শাহ আহমেদ শফি রহ. জুনায়েদ বাবুনগরী রহি. এর সাথে বেয়াদবি করেছিল তখন কোথায় ছিলেন, মামুনুল হক হাফি. কে গালি দিয়েছিল হেনস্থা করেছিল তখন কোথায় ছিলেন, আলেমদের দাড়ি টান দিয়েছিল তখন কোথায় ছিলেন,
আজকে তাদের সাথে যা হচ্ছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করুন এটা তাদের প্রাপ্য ✊

আপনার একটি শেয়ারে বেঁচে যাইতে পারে অনেকগুলো প্রাণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব...
21/06/2024

আপনার একটি শেয়ারে বেঁচে যাইতে পারে অনেকগুলো প্রাণ।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)
দোয়াটি হলো (আরবি) :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

14/09/2023

প্রবাসি ভাইয়েরা সর্তক হন।

জানা-অজানাঃ মাটির ৮৫ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত আস্ত এক শহর! বাস করতে পারতো ২০,০০০ এর অধিক লোক!তুরষ্কের প্রাচীন শহর এলেং...
29/08/2023

জানা-অজানাঃ
মাটির ৮৫ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত আস্ত এক শহর! বাস করতে পারতো ২০,০০০ এর অধিক লোক!
তুরষ্কের প্রাচীন শহর এলেংগুবু। বর্তমানে পরিচিত ডেরিঙ্কু নামে। মাটির প্রায় ৮৫ মিটার গভীর পর্যন্ত এর বিস্তৃতি। যেখানে টানেলের সংখ্যা ১৮ তলা বিশিষ্ট। এখন পর্যন্ত খনন করা মাটির নিচের সবচেয়ে বড় শহর এটি। প্রায় ১০০০ হাজার বছরের বেশি এটি ব্যবহার করা হয়েছে৷ অবশেষে ১৯২০ সালে এটিকে পরিত্যক্ত হিসেবে ফেলে রাখা হয়৷
মজার বিষয় হচ্ছে ওই অঞ্চলে ২০০ এর মত এমন ছোট বড় আরো শহরের হদিস পাওয়া গেছে। ধারণা করা হয় সবগুলো শহর টানেলের মাধ্যমে এক সাথে যুক্ত ছিল। যেগুলোর দৈর্ঘ্য ১০০ মাইলেরও অধিক হবে৷
এই শহর আবিষ্কারের কাহিনিও অনেক মজার৷ ১৯৬৩ সালের দিকে এই শহরের ওপরে বাস করা এক অজ্ঞাত ব্যক্তি নিজের বাসায় মুরগি পালতেন। কিন্তু বাসা সংস্কার করার সময় তিনি লক্ষ্য করেন নতুন তৈরি হওয়া এক ছিদ্র দিয়ে তার মুরগিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তাই তিনি ভালো ভাবে অনুসন্ধানের জন্য ওখানে হাল্কা খোড়াখুড়ি করেন এবং লম্বা এক প্যাসেজের সন্ধান পান৷
সাথেই সাথেই এই অঞ্চলে সরকারিভাবে খোড়াখুড়ি করা শুরু হয়। যার বদলৌতে শহরের মাঝে শুকনো খাবার সংরক্ষণের স্থান, বিদ্যালয়, ঘুমানোর স্থান, আস্তাবল সহ সম্পূর্ণ এক সভ্যতার আবাসের তথ্য পাওয়া যায়!
©️সংগৃহীত

প্রতিটা লাইন প্রতিটা শব্দ মেয়েদের উৎসর্গ করে লেখা। একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী ...
09/04/2023

প্রতিটা লাইন প্রতিটা শব্দ মেয়েদের উৎসর্গ করে লেখা।

একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টন।

এবার একজন একজন করে কয়েক জন পুরুষ এনে বলেন তুমি যে কোন একটা কাজ করবা।

হয় একটা একটা করে মার্বেল কুড়াও না হয় পড়ে থাকা তিনটা ভারী কার্টন সরাও।

আমি একজন পুরুষ হিসাবে বলছি। একটা একটা মার্বেল কুড়ানোর চেয়ে ভারী কার্টন সরানো আমার জন্য সহজ কাজ।

না আমরা শুধু সহানুভুতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দেইনি l বরং আমরা জানি আমাদের ধৈর্য কম শক্তি বেশি।

আমার না পারা কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু?

পুরুষ শাষিত এ সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না। রাত ১২টার পরেও মশারি গুজতে গুজতে মেয়েটা ভাবে সে একটা গৃহিনী !

ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চক চক করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাপ !

লবন কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফোস্কাটা পড়াটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে !

যে নারী কিছুই করেনা সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক। আপনি তখন কার্টনও সরাবেন মার্বেলও কুড়াবেন তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না l

আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ। আর দিন ভর যে নারী মার্বেল কুড়ায় সে নারীকে বলি অকর্মা !

যে নারীর স্বামী নাই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই ঘর বাড়ি সামলাতে !

ঘর বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে সহজ !

কারো এটো বাসন ধুতে শুধু শক্তি না, মমতাও লাগে। আপনি খাটলে বেতন পান সে খাটলে ভালবাসা পায় তো ?

১২ বছরের ছোট্ট ছেলেটা রোজা রেখে দিন শেষে মাত্র ১ ঘন্টা আছে এমন সময় বলে মাগো আমি আর পারছি না একটু পানি দাও 😞 #মা বলে এইতো...
08/04/2023

১২ বছরের ছোট্ট ছেলেটা
রোজা রেখে দিন শেষে মাত্র ১ ঘন্টা আছে
এমন সময় বলে মাগো আমি আর পারছি না
একটু পানি দাও 😞
#মা বলে
এইতো বাবা আর একটু শুয়ে থাকো একটু পরেই আযান হবে 😟
এই বলে মা রান্নাঘরে চলে গেল
আযানের আর মাত্র ৫ মিনিট বাকি ছেলেকে ডাকে বাবা ওঠ আযানের সময় হয়ে এসছে
কিন্তু ছেলে আর ওঠে না 😫
মা ডাকতেই থাকে তার পর মা বুঝে যাই ছেলে আর পৃথিবীতে নেই

রোজাদার ব্যক্তির মৃত্যু শহীদের থেকেও উত্তম।ইয়া আল্লাহ আমাদেরকে রমজান মাসে শুক্রবার দিন মৃত্যু দান করো। আমিন 🤲

09/01/2023

► সুন্দর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান।

হে আল্লাহ আপনি আমাদের অন্তরটাকে কোরআনের আলোয় আলোকিত করে দিন, আমিন।🤲❤️
07/01/2023

হে আল্লাহ আপনি আমাদের অন্তরটাকে কোরআনের আলোয় আলোকিত করে দিন, আমিন।🤲❤️

04/01/2023

অবাক করা ৪টি প্রশ্নের অসাধারণ উত্তর -

একবার এক খৃষ্টান বাদশাহ চারটি প্রশ্ন লিখে, হযরত ওমর (রাঃ) এঁর কাছে পাঠালেন এবং আসমানী কিতাবের আলোকে উত্তর চাইলেন।

* ১ম প্রশ্নঃ একই মায়ের পেট হতে দু'টি বাচ্চা একই দিনে একই সময় জন্ম গ্রহন করেছে
এবং একই দিনে ইন্তেকাল করেছে তবে তাদের একজন অপরজন থেকে ১০০ বছরের বড় ছিলো। তারা দুইজন কে? কিভাবে তা হয়েছে?.

* ২য় প্রশ্নঃ পৃথিবীর কোন্ স্থানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে।কেয়ামত পর্যন্ত আর কখনো সূর্যের আলো সেখানে পড়বে না?.

* ৩য় প্রশ্নঃ সে কয়েদী কে, যার কয়েদ খানায় শ্বাস নেওয়ার অনুমতি নেই আর সে শ্বাস নেওয়া ছাড়াই জীবিত থাকে?.

* ৪র্থ প্রশ্নঃ সেটি কোন কবর, যার বাসিন্দা জীবিত ছিল এবং কবর ও জীবিত ছিল আর সে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে এবং কবর থেকেতার বাসিন্দা জীবিত বের হয়ে দীর্ঘকাল পৃথিবীতে জীবিত ছিল?.

হযরত ওমর (রাঃ) উত্তরে লেখেন,

* ১ম উত্তরঃ দুই ভাই ছিলেন হযরত ওযায়ের (আঃ) এবং ওযায়েয (আঃ). তারা একই দিনে জন্ম এবং একই দিনেইন্তেকাল করা সত্বেও ওযায়েয (আঃ) ওযায়ের (আঃ) থেকে ১০০ বছরের বড় হওয়ার কারন হল, মানুষকে আল্লাহ তায়ালা মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবেন? হযরত ওযায়ের (আঃ) তা দেখতে চেয়েছিলেন। ফলে আল্লাহ তাকে ১০০ বছর যাবত মৃত্যু অবস্থায় রাখেন এরপর তাঁকে জীবিত করেন। যার কারনে দুই ভাইয়ের বয়সের মাঝে ১০০ বছর ব্যবধান হয়ে যায়।

* ২য় উত্তরঃ হযরত মুসা (আঃ) এর মু'জিযার কারনে বাহরে কুলযুম তথা লোহিত সাগরের উপর রাস্তা হয়ে যায় আর সেখানে সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে একবার পড়েছে এবং কেয়ামত পর্যন্ত আর পড়বে না।.

* ৩য় উত্তরঃ যে কয়েদী শ্বাস নেওয়া ছাড়া জীবিত থাকে, সে কয়েদী হল মায়ের পেটের বাচ্চা, যে নিজ মায়ের পেটে কয়েদ (বন্দী) থাকে।.

* ৪র্থ উত্তরঃ যে কবরের বাসিন্দা জীবিত এবংকবর ও জীবিত ছিলো, সে কবরের বাসিন্দা হল হযরত ইউনুস (আঃ) আর কবর হল ইউনুস (আঃ) যে মাছের পেটেছিলেন সে মাছ। আর মাছটি ইউনুস (আঃ) কে নিয়ে ঘোরাফেরা করেছে। মাছের পেট থেকে বের হয়ে আসার পর হযরত ইউনুস (আঃ) অনেক দিন দুনিয়ায় ছিলেন। (হেকায়াতুস সাহাবা:-৭৯৪) #সুবহানাল্লাহ

Address

Dhaka

Telephone

+8801879002677

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic kahani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic kahani:

Share

Category