16/08/2024
এতো মায়া জমেছে তাদের একটু দেখতে চাই, তারা যখন মাদ্রাসার ছাত্রদের (আল্লাহর মেহমান) বেয়াদবি করেছিল, মুরব্বি মুরব্বি আলেমদের ঘন্টার পর ঘন্টা হাঁটুর উপর ভার দিয়ে বসিয়ে রেখে শান্তি দিয়েছিল তখন কোথায় ছিলেন, শাহবাগে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান নিয়ে টিটকারি (নাউজুবিল্লাহ) করেছিল তখন কোথায় ছিলেন, শহিদ মুফাস্সির রহ. কে তুই রাজাকার তুই রাজাকার বলে বলে জুতা পরিয়েছিল তখন কোথায় ছিলেন, শাহ আহমেদ শফি রহ. জুনায়েদ বাবুনগরী রহি. এর সাথে বেয়াদবি করেছিল তখন কোথায় ছিলেন, মামুনুল হক হাফি. কে গালি দিয়েছিল হেনস্থা করেছিল তখন কোথায় ছিলেন, আলেমদের দাড়ি টান দিয়েছিল তখন কোথায় ছিলেন,
আজকে তাদের সাথে যা হচ্ছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করুন এটা তাদের প্রাপ্য ✊