21/08/2025
ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন
আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ও দ্বীনদার ব্যক্তির নজরে আসবেই ইনশাআল্লাহ
ফেতরা বা যাকাত হিসাবে
হৃদয় বান ব্যক্তিরা দয়া করে এগিয়ে আসুন,,,কাজ শেষে ছুটিতে দেশের বাড়িতে আসতে ছিলো তার বৌ এবং বাচ্চা বাড়িতে থাকে তিনি ঢাকায় চাকরি করে,,বাড়ি ফেরার পএে সিএনজি টি বাসের সাথে সংঘর্ষ হয় তখন তিনি চটকে গিয়ে কারেন্টের খাম্বার সাথে মাথায় আঘাত পায়,,এবং তার মাথার হাড় ভেঙে যায়,, তার আর্থিক অবস্থা তেমন ভালো নয় তাই আপনাদের কাছে সাহায্য চাচ্ছি আপনারা মেহেরবানী করে যে যা পারেন সাহায্য ও সহযোগিতা করবেন এ ভাই টির একটি বাচ্চা আছে অন্তত বাচ্চাটির মুখে চেয়ে তাকে একটু ভিক্ষা দিন, প্রায় ৩ লাখ টাকার মতো খরচ হয় আরো ২ লাখ টাকার প্রয়োজন তাই তাই আপনাদের কাছে বাচ্চাটির মুখের দিকে চেয়ে হলেও ভিক্ষা দিন । এ ভাই টির অবস্থা খুব খুব খারাপের দিকে ভাই একটু দয়া করুন প্লিজ,, বাঁচাতে ভাই যে যতো টুকু পারেন একটু ভিক্ষা দেন ভাই ১০০/২০০/৫০০/১০০০ জন্য ভাই একটু দয়া করুন ভাই প্লিজ🙏🙏😭😭
উনার স্ত্রীর পার্সোনাল বিকাশ নাম্বার ☞01779106611