Hafsa'r Jahaan

Hafsa'r Jahaan Assalamuwlaykum.. Welcome to my page �

02/10/2025

A jealous family member can be more dangerous than a hateful enemy.💔

28/09/2025

রাসূল (ﷺ) বলেন,,,❤️
জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মাজলুম; আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।
☘️|বুখারীঃ৬২০২|☘️

ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয়, মায়াবতী, রূপবতী,গুনোবতী যে যাই হোক জয় কিন্তু ভাগ্যোবতীর হয়। 🥺
26/09/2025

ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয়, মায়াবতী, রূপবতী,গুনোবতী যে যাই হোক জয় কিন্তু ভাগ্যোবতীর হয়। 🥺

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Shanjida Akter Lamiya, Jannatul Shorna, S...
25/09/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Shanjida Akter Lamiya, Jannatul Shorna, Shova Mony, Mb Hanif Sek, Hia Rahman

পৃথিবীতে কিছু ঘটনা ঘটে যা শুনলে স্ত*ব্ধ হয়ে যেতে হয়, মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যেতে চায়। এমনই এক অকল্পনীয় নি*ষ্ঠু*র*ত...
18/09/2025

পৃথিবীতে কিছু ঘটনা ঘটে যা শুনলে স্ত*ব্ধ হয়ে যেতে হয়, মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যেতে চায়। এমনই এক অকল্পনীয় নি*ষ্ঠু*র*তা*র সাক্ষী হলো এক ক*ব*র*স্থান।

দুই-তিন মাসের ছোট্ট এক শিশু। মৃ*ত ঘোষণা করে একটি কার্টুনে ভরে তাকে দা*ফ*ন করার জন্য ক*ব*র*স্থা*নে দিয়ে যায় ৩০-৩২ বছরের এক ব্যক্তি। ক*ব*র*স্থা*নের দায়িত্বে থাকা একজন মুরুব্বি যখন কবর খুঁড়ে শিশুটিকে দা*ফ*নে*র জন্য কার্টুনটি খোলেন, তখন তাঁর পৃথিবী যেন ওলটপালট হয়ে যায়!

তিনি অবাক হয়ে দেখেন, কা*ফ*নে*র কাপড়ে মোড়ানো ছোট্ট শরীরটা নড়ছে!

ভয়ে আর বিস্ময়ে তিনি তড়িঘড়ি করে শিশুটিকে বের করে আনতেই, ছোট্ট দুটি চোখ মিটমিট করে তাঁর দিকে তাকালো। এ যেন এক অলৌকিক দৃশ্য! এক নি*ষ্পা*প প্রাণের বাঁচার আকুতি।

ওই মুরুব্বি এক মুহূর্তও দেরি না করে চিৎকার করে সবাইকে জানান এবং শিশুটিকে নিয়ে হাসপাতালের দিকে ছোটেন।

ভাবতে পারেন, কোন পাষাণ হৃদয়ের মানুষ পারে, এমন নিষ্পাপ একটা ফুলকে জী*ব*ন্ত কবর দিতে? কী অপরাধ ছিল এই শিশুটির? পৃথিবীতে এসে কি একটু ভালোবাসা পাওয়ার অধিকারও তার ছিল না?

মহান আল্লাহ হয়তো ওই মুরুব্বিকে ফেরেশতা বানিয়ে পাঠিয়েছিলেন শিশুটিকে বাঁচানোর জন্য।

আমরা জানি না কোন অমানুষ এই জঘন্য কাজটি করেছে। মহান আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, নয়তো তাদের জন্য এমন দৃষ্টান্তমূলক শা*স্তি*র ব্যবস্থা করেন যা দেখে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

আর ছোট্ট এই শিশুটির জন্য রইলো বুকভরা দোয়া। আল্লাহ তাকে সুস্থ জীবন ও একটি নিরাপদ আশ্রয় দান করুন। আমিন।

Copy post

17/09/2025
15/09/2025

সাপ জ্বীনে আক্রান্ত এক পেশেন্টকে রুক্বইয়্যাহ করার সময়
মুখ দিয়ে সাপ বের হয়ে গেল 🩺 আল্লাহু আকবার।

:-আল্লাহ সকল প্রকার কালু জাদু থেকে মানুষকে হেফাজত করুক।
(Copy post)

14/09/2025

ফেসবুকে এসে দেখলাম ভূমিকম্প হয়েছে,নইলে আমার যে অনুভূতি টের পাওয়াই মুশকিল ☹️☹️

Pizza Lovers or Not?
14/09/2025

Pizza Lovers or Not?

“ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে যত্ন আর নিঃশর্তে পাশে থাকা।” 🌸
13/09/2025

“ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে যত্ন আর নিঃশর্তে পাশে থাকা।” 🌸

এটা আমার জিবনের সত্য কথা তাই পরের লিখাটা দিলাম 👇ভরা রোদ দুপুরে গোসল করে চুল শুখাচছিলাম ছাদের সিরিতে হঠাৎ অনেক ঠান্ডা বাত...
10/09/2025

এটা আমার জিবনের সত্য কথা তাই পরের লিখাটা দিলাম 👇

ভরা রোদ দুপুরে গোসল করে চুল শুখাচছিলাম ছাদের সিরিতে হঠাৎ অনেক ঠান্ডা বাতাস আসছে কেমন যেনো অদ্ভুত লাগলো সিঁড়ি থেকে নেমে ঘরে গেলাম। ওইদিনের পর থেকে আমার অনেক জর এমন জর নাকি কখনো আমার হয়নি আম্মু বলছে এলাকার ফার্মেসি ডা: চৌধুরী আনকেল উনাকে আমরা অসুখ বিসুখ হলে দেখাই আমার কিছুতেই জর ভালো হচ্ছিলো না আনকেল বললো আজিমপুরে একজন ডা:আছে ঢাকামেডিকেলর ডা: বসেন বিকেলে উনাকে নিয়ে দেখান। আব্বু নিয়ে গেলো আজিমপুরে একটা ছোট্ট ক্লিনিকে বিকেল ৫টায় ওইদিন ডা: একটু লেট করে আসবে ৬টার পর আসবে আব্বু সিরিয়াল আমার নাম দিলো। আজিমপুরে আব্বুর বন্ধু বান্ধব আছে ইসটানে কবরস্থান সাথে তখন কবরস্থান এতো গার্ড ছিলো না খোলামেলা ছিলো আব্বু তার বন্ধুর সাথে কথা বলছিলো। আমি আবার কবরস্থান থেকে না বুঝে একটা জবা ফুল ছিরছি এটা আবার একজন ওইখানের লোক দেখে বলছেন ওই মাইয়া ফুল ছিরো না ওখান থেকে কিন্তু আমি ঘুরে দেখি কেউ নাই আমি একটু ভয় পাইসি। আজিমপুরে কবরস্থান অনেক ঘটনা আছে অনেকে জানে। তো আমি ফুল আর ছিরি নাই আব্বু দেখে বলতেছে ফুল কই থেকে নিলি আমি আর ভয়ে কিছু বলি নাই যদি আববু বকা দেয় আমি যখন ফুল ছিড়লাম ঠিক তখন মাগরিব আজান দিচ্ছে। পরে আব্বু ওই ডা: কাছে নিয়ে গেলো বললো কিছু ওষুধ দিচ্ছি ওকে খাওয়ান কমে যাবে। তখন থেকে আমার জর আরো বারছে মাথা নিয়ে দারাতে পারছি না আব্বু কোলে করে নিয়ে বাসায় আসলো। আম্মু রাতে বসে বসে জর পট্টি দিচ্ছে ঔষধ খেলে একটু কমে কিন্তু আবার বারে একসময় আমার মুখ বাকা হয়ে যাচ্ছেলো কথা বললে মুখ বাকা হয়ে যায় কথা তেমন বলতে পারছি না পরের দিন আব্বু ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল ভর্তি করালো আমার চিকিৎসা শুরু জর কমছে কিন্তু মুখ বাকা ভালো হচ্ছিলো না ডা: থেরাপি দিচ্ছে প্রতিদিন সকালে বিকালে। অনেক বিল উটছিলো আব্বু আর বিল দাওয়া সম্ভব হচ্ছিলো না ডা: সাথে পরামর্শ করে আমাকে রিলিজ দিলো কিন্তু থেরাপি বন্ধ দাওয়া যাবে না। এদিকে তেমন উন্নতি হচ্ছিলো না আমাদের এলাকা একজন আনটি ছিলো উনি আবার আসনে বসতো। উনার সাথে কয়েকটি জিন আছে উনার উপর ভর করে প্রতি সপ্তাহে সন্ধা উনি আসোনে বসতো। আমাকে দেখালো উনাকে উনার জিন বললো ও একদিন দুপুরে ছাদে চুল খুলে দারিয়ে ছিলো তখন ওর বাতাস লাগছে এমন কি কোথাও কবরস্থান কিছু করছে আমাকে জিজ্ঞেস করার পর আমি বলছি হে আমি ফুল ছিরছি কবর থেকে মাগরিবের সময়। তখন উনার জিন বললো ওকে সাবধানে রাখবেন ওর সমস্যা আরো বারবে আর প্রতি সন্ধা ৭দিন আগরবাতি ছাই সাথে কবরস্থান মাটি দিয়ে ওর মুখে মালিশ করাবে এখানে এসে। আর খিচুড়ি রান্না করে সবাই কে দিবে সাথে একদামে ফল ৬পদের আনবে। কবরস্থান এক দমে নিসশাস দিয়ে মাটি আনতে হবে আমার জিবনে এতো ভয়ংকর কিছু হবে আমার মা কল্পনা ও করে নাই লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই পরের আবার লিখবো......... আর এটা কোনো গুজব না আমার জীবনে বাস্তব কথা আমার আর আমার ফেমেলি সাথে হয়েছে ,,,,,,, (copy post )

09/09/2025

জিভে হাড় না থাকা সত্ত্বেও, মানুষের মন ভেঙে দেয়ার শক্তি রাখে!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafsa'r Jahaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share