ক্যাম্পাস সমাচার

ক্যাম্পাস সমাচার ✍️লিখে রাখুন প্রতিদিন, বদলে যাবে প্রতিটি গন্তব্য।
(2)

ক্যাম্পাস সমাচার দেশের প্রথম ও একমাত্র অনলাইন গণমাধ্যম। ২০২০ সালে যাত্রা শুরু আমরা পাঠকের ব্যাপক সাড়া পেয়েছি। বাংলা সংস্কৃতিকে আঁকড়ে‘সত্যকে ছড়িয়ে দেই সর্বত্র' স্লোগান নিয়ে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। সারা বিশ্বের ভ্রমণের নিয়মিত আপডেট, গানের অনুষ্ঠানগুলো“ক্যাম্পাস সমাচার”ফেসবুক পেজে সম্প্রচার করা হয়।

বিএনপির জন্য করুণা হয়: মুফতি ফয়জুল করীমআরমান হোসেন খালাসী;-কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি।ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়...
13/08/2025

বিএনপির জন্য করুণা হয়: মুফতি ফয়জুল করীম

আরমান হোসেন খালাসী;-কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘বিএনপির জন্য করুণা হয়! যাদের উপর চোখ ওঠাও,যাদের তোমরা নিন্দা করছো। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্নও দেখতো না, যদি তারা আন্দোলন না করতো। আজকে তোমাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগও পেত না, যদি তারা না থাকতো।’

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণসমাবেশটি প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আরও বলে, আজকে খোলা আকাশের নিচে মাঠে রাজনীতি করার সুযোগ তোমরা পেতা না, যদি তারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে না নামতো।

মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচনে সবাইকে পরীক্ষা করে দেখেছেন- আওয়ামী লীগ ফেল, বিএনপি ফেল, জাতীয় পার্টিও ফেল। একবার হাতপাখাকে পরীক্ষা করে দেখুন; যদি আমরা ফেল করি, কোনো দিন ভোট চাইতে আসব না।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি.এম রুহুল আমীন, কিশোরগঞ্জ জেলা দীনি সংগঠন মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে গণসমাবেশ সফল করতে দুপুর থেকে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে গণসমাবেশে মিলিত হয়।

পরিশেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ

12/08/2025

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান।
#জামায়াত

কোটচাঁদপুরে জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের গণসংযোগঝিনাইদহের কোটচাঁদপুরে দিনব্যাপী গণসংযোগ করেছেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর...
12/08/2025

কোটচাঁদপুরে জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের গণসংযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে দিনব্যাপী গণসংযোগ করেছেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। রবিবার (১০ আগস্ট) ফজর নামাজের পর পৌরসভার চৌগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদে আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

গণসংযোগে কাঁচাবাজার, ঋষিপাড়া, পালবাড়ি, কলেজ বাসস্ট্যান্ড, সবজিবাজার, মাছবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসম্পৃক্ততা কার্যক্রম চালান তিনি। পথসভা ও কুশল বিনিময়ে অধ্যাপক মতিয়ার রহমান ন্যায়, ইনসাফ ও দেশগঠনের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।

সন্ধ্যায় সলেমানপুর উত্তরপাড়া জামে মসজিদে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র পদপ্রার্থী ও উপজেলা যুব ও মিডিয়া সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম। এতে পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

12/08/2025

মাদারীপুরের শিবচরে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা, আহত অন্তত ২০

11/08/2025

ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ রিফাত হোসেন বলেছেন, “আমরা ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে তারিয়েছি হাজারো শহীদের বিনিময়ে।” তিনি আরও বলেন, এই ত্যাগ-তিতিক্ষার ইতিহাস প্রমাণ করে জনগণ অন্যায়ের কাছে কখনোই মাথা নত করে না।

সাংবাদিক তুহিন হত্যা'র প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে ময়মনসিংহে মানববন্ধনস্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। গাজীপুরে সাংবাদিক ...
11/08/2025

সাংবাদিক তুহিন হত্যা'র প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি ও মানববন্ধন হয়।

গাজীপুরে প্রতিদিনের কাগজে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তাকে নৃশংস ভাবে একদল সন্ত্রাসী বাহিনী কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। এনিয়ে সারা বাংলাদেশে সাংবাদিক তুহিন হত্যা কান্ডের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আইন আছে আদালত আছে কিন্তু বিচার হচ্ছে না, একটি হত্যা মামলার আসামি সর্বোচ্চ ১৫ থেকে ২২ দিনের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও র‍্যাব কত কষ্ট করে দিনরাত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। কিন্তু আদালতে কোনো বিচার নেই, আমরা বলতে চাই আগামী ৯০ দিনের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা কারীদের ফাঁসি কার্যকর করতে হব।

প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক খাইরুল আলম রফিক বলেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারীর জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক সাংবাদিকের জামিন হয় নাই। সোমবার (১১ আগস্ট ) ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিহত সাংবাদিকের নাম মো. আসাদুজ্জামান তুহিন (৩২)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি জাতীয় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ময়মনসিংহের ফুলবাড়িয়ার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (০৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে তুহিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক ও নাগরিক সাংবাদিক খায়রুল আলম রফিক, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, কামাল হোসেন, আব্দুল হক লিটন, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুল হাকিম, নজরুল ইসলাম বাবু, রুকসানা আক্তার, তাসলিমা রত্না, আব্দুস সাত্তার, লেখক কবিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সুন্দরবনের চর দখল করে গড়া হচ্ছে রিসোর্ট সেন্টার ও ট্যুরিষ্ট পয়েন্ট।জাবের আহমেদ, রিপোর্টার শ্যামনগর সাতক্ষীরা  সুন্দরনের ...
11/08/2025

সুন্দরবনের চর দখল করে গড়া হচ্ছে রিসোর্ট সেন্টার ও ট্যুরিষ্ট পয়েন্ট।

জাবের আহমেদ, রিপোর্টার শ্যামনগর সাতক্ষীরা

সুন্দরনের চর দখলে নিয়ে গড়ে তোলা হচ্ছে রিসোর্ট সেন্টার ও ট্যুরিষ্ট পয়েন্ট। চরের গাছ কেটে সাবাড়ের পর পায়ে চলাচলের রাস্তাসহ সেখানে নির্মান করা হচ্ছে ভ্রমনপিপাসুদের রাত্রযাপনের উপযোগী আবাসস্থল। এছাড়া চারপাশে বাঁধ তৈরী করে চরের মধ্যে ‘লেক সাদৃশ’ জলাধার তৈরীর পাশাপাশি রাস্তার শেষপ্রান্তে নির্মিত হচ্ছে ‘জেঠি’ বা পল্টোন। সুন্দরবন ভ্রমনে আসা পর্যটকরা যেখান থেকে একই প্রতিষ্ঠানের নির্দিষ্ট নৌযানে চড়ে ঘুরে বেড়াবে সুন্দরবন।

সম্পুর্ন বেআইনীভাবে এমন রিসোর্ট সেন্টার বা ট্যুরিষ্ট পয়েন্ট নির্মিত হচ্ছে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ এলাকায়। বনবিভাগের মুন্সিগঞ্জ অফিস হতে মাত্র পাঁচশত মিটার দক্ষিনে মালঞ্চ নদীর তীরে মৌখালী এলাকায় প্রায় আট মাস ধরে বিশাল এ কর্মযজ্ঞ চললেও বনবিভাগ কিংবা পানি উন্নয়ন বোর্ডের কেউ নাকি কিছু জানে না।
রবিবার (১০ আগস্ট) সরজমিন গিয়ে স্থানীয়দের অভিযোগ খুলনার জনৈক মাহাবুব আলম প্রায় আট মাস ধরে মালঞ্চ নদীর তীরে এএন্ডএন ট্যাভেল এন্ড ট্যুরস নামীয় রিসোর্ট সেন্টার ও ট্যুরিষ্ট পয়েন্ট নিমার্ন কাজ শুরু করেছেন। এর আগে সেখানকার বাঁধ প্রশস্থ এবং উঁচু করার জন্য পানি উন্নয়ন বোর্ড কতৃক সেখানে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়। পরবর্তীতে বহিরাগত এক ব্যক্তি এসে প্রভাবশালী ট্যুরিষ্ট ব্যবসায়ী পরিচয়ে ডাম্পিংকৃত উক্ত বাঁধের উপর স্থাপনা নির্মানের কাজ শুরু করেছেন।
এসব গ্রামবাসীর অভিযোগ সুন্দরবন থেকে ভেসে আসা বিভিন্ন গাছের ফুল ও ফল জমে চরে কৃত্রিম বনভুমি সৃষ্টি হয়। সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পাশাপাশি সামাজিক বনায়নের সাথে সংশ্লিষ্টরা কৃত্রিমভাবে সৃষ্ট এসব বনভুমি সংরক্ষনে নানা উদ্যোগ নেয়। অথচ চরে জম্মানো গাছ কেটে সাবাড়ের পাশাপাশি শুধুমাত্র ব্যবসা করতেই সেখানে রিসোর্ট সেন্টার ও ট্যুরিষ্ট পয়েন্ট গড়ে তোলা হচ্ছে।

মুন্সিগঞ্জ গ্রামের কালিপদ বিশ্বাস জানান সেখানে ট্যুরিষ্ট পয়েন্ট হলে বহিরাগতদের আনাগোনা মারাত্বকভাবে বেড়ে যাবে। ভাল মানুষের সাথে সাথে বদঅভ্যাসে জড়িতদেরও আনাগোনা বহুগুনে বৃদ্ধি পাবে। তাতে এলাকার পরিবেশ মারাত্বক ক্ষতির মুখে পড়বে। এছাড়া চরের গাছ-গাছালী কেটে সাবাড়ের ফলে সেসব এলাকার বাঁধ অতিশয় ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

স্থানীয় গ্রামবাসী আব্দুল্লাহ ও রফিকুল ইসলামসহ কয়েকজনের দাবি সুন্দরবনে আাবারও জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এসব দস্যুরা সাধারণত প্রকাশ্যে নিচে নামা কিংবা উপরে উঠে আসতে পারে না। লোকারয়ের বাইরে এমন অঁজ পাড়াগায়ের মধ্যে রিসোর্ট সেন্টার বা ট্যুরিষ্ট পয়েন্ট হলে বহিরাগতদের নিয়ে তারাও নিজেরাও শংকার মধ্যে পড়বে।

এদিকে পরিবেশ নিয়ে কাজ করা শাহিন বিল্লাহ জানান যত্রতত্র রিসোর্ট সেন্টার বা ট্যুরিষ্ট পয়েন্ট হিতে বিপরীত হতে পারে। এমনিতেই অসচেতন পর্যটকদের পতিত প্লাস্টিক ও পলিথিনে সুন্দরবন মারাত্বক ঝুঁকি মোকাবেলা করছে। এর উপর এভাবে সরকারি অনুমোদন ছাড়া যে কেউ মন চাইলেই রিসোর্ট সেন্টার বা ট্যুরিষ্ট পয়েন্ট করলে তার ফল খুবই খারাপ হবে।

এবিষয়ে জানতে চাইলে এএন্ডএন ট্রাভেল এন্ড ট্যুরস এর মালিক মাহাবুব আলম জানান তিনি ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েছেন। কাগজপত্রের প্রমানপত্র দেখতে চাইলে তিনি উত্তেজিত হয়ে প্রতিবেদককে বকা নিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিভিশনাল প্রকৌশলী ইমরান সরদার জানান বিষয়টি জানতে পেরে প্রায় ছয় মাস আগে উক্ত স্থাপনা নির্মান কাজ বন্ধে তাদেরকে চিঠি দেয়া হয়। পাউবো’র জায়গায় কারও কোন রিসোর্ট সেন্টার বা ট্যুরিষ্ট পয়েন্ট করার অনুমতি দেয়া হয়নি জানিয়ে তিনি বলে দ্রুতই এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান আপনারা সংশ্লিষ্টদের কাছে আমার লিখিত অনুমতি দেখতে বলেন। তারা কারও থেকে কোন অনুমতি না নিয়েই হয়ত এমনটা করছে। দ্রুতই পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে বলা হবে।

11/08/2025

গাইবান্ধার সাদুল্লাপুরে মাতৃত্বকালীন ভাতা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রসুলপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার কোহিনুর বেগম প্রকাশ্যে জানিয়েছেন, ৫ থেকে ৬ হাজার টাকা ঘুষ না দিলে মাতৃত্বকালীন ভাতার সুযোগ পাওয়া যাবে না। তার এই বক্তব্য এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, সরকারি ভাতার এমন অনৈতিক বাণিজ্য বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে।

উপহার নয়, ভালোবাসা বিলালেন,  কাজী দ্বীন মোহাম্মদস্টাফ রিপোর্টার --কুমিল্লাবিকেলের আলোটা সেদিন ছিল মলিন, কিন্তু ফারুকী হা...
11/08/2025

উপহার নয়, ভালোবাসা বিলালেন, কাজী দ্বীন মোহাম্মদ

স্টাফ রিপোর্টার --কুমিল্লা

বিকেলের আলোটা সেদিন ছিল মলিন, কিন্তু ফারুকী হাউজের প্রাঙ্গণে যেন ভোরের উজ্জ্বলতা নেমে এসেছিল। হাতের তালুতে শুকনো চামড়া, চোখে ক্লান্তির রেখা—তবু প্রত্যাশায় ভরপুর মুখগুলো বুক ভরা আশা নিয়ে বসে আছে। ঠিক এই মুহূর্তে, একেকটি উপহার প্যাকেট যেন হয়ে উঠছিল শুধু খাদ্য বা সামগ্রী নয়—এটি ছিল আশার প্রতীক।

১০ আগস্ট, রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আয়োজনে অনুষ্ঠিত এই উপহার বিতরণ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৬ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী, মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি কুমিল্লা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট এডভোকেট শহিদুল ইসলাম। তাঁরা নিজ হাতে অসহায় মানুষের কাছে উপহার তুলে দেন—একেকটি প্যাকেটের সাথে যেন যুক্ত হচ্ছিল আন্তরিক দৃষ্টি, সহমর্মিতার উষ্ণতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক জনপ্রিয় কাউন্সিলর মোশাররফ হোসেন, যুব বিভাগের সভাপতি ও মহানগর কর্মপরিষদ সদস্য কাজী নজির আহমেদ, আমীর হোসেন ফরায়েজী, ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি হাছান আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজে যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।”

তিনি দীর্ঘদিন ধরে কেবল আর্থিক সহায়তা নয়, মনোবল জোগানো, সমস্যা শোনা এবং সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই প্রয়াস অনেকের কাছে আশ্রয়ের ঠিকানা হয়ে উঠেছে।

সেদিন অনুষ্ঠান শেষের পর, এক বৃদ্ধা তার প্যাকেট আঁকড়ে ধরে ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন। চোখে পানি, ঠোঁটে কৃতজ্ঞতার হাসি। হয়তো এই প্যাকেট কয়েক দিনের জন্য তার রান্নাঘরের হাঁড়ি ভরাবে, কিন্তু তার চেয়ে বড় কথা—এটি তাকে মনে করিয়ে দিল, এখনো এই শহরে এমন মানুষ আছে, যারা নিঃস্বার্থভাবে অন্যের কথা ভাবে। কুমিল্লার মানবিক ইতিহাসে সেদিনের সেই মুহূর্ত এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

অনেক চেষ্টা করেছি কেসিনো থেকে বাচতে পারলাম না’- যুবকের লাশ উদ্ধারতাইজুল ইসলাম রিপোর্টার, আশুলিয়া (ঢাকা):আশুলিয়ার মানিকগঞ...
11/08/2025

অনেক চেষ্টা করেছি কেসিনো থেকে বাচতে পারলাম না’- যুবকের লাশ উদ্ধার

তাইজুল ইসলাম রিপোর্টার, আশুলিয়া (ঢাকা):

আশুলিয়ার মানিকগঞ্জ পাড়া এক ভাড়া বাসা থেকে রাব্বি (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়। আর তাতে লেখা ছিল- ‘অনেক চেষ্টা করেছি কেসিনো থেকে বাচতে পারলাম না’ ‘কেসিনো জীবন শেষ কেসিনো ধ্বংস কেসিনো মৃত্যু তাই যুব সমাজ সাবধান’ সহ নানা কথা।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোড এলাকার মিলন মৃধার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি (২৮) নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া এলাকার মোঃ ছবির আলীর ছেলে। সে তার স্ত্রীর সাথে ওই বাড়িতে বাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরিতে জুয়ার সাথে জড়িত থাকার বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে। এছাড়াও স্থানীয়রা সহ পরিবারের স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়, সে জুয়া ও মাদকের সাথে জড়িত ছিল। এ কারণে সে কিছু ঋণ হয়। তাই হয়তো হতাশাগ্রস্থ থেকে সে আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তুহিন হত্যার বিচার না হলে সাংবাদিকরা নিরাপদ নয়: ডিমলার সাংবাদিকরামেহেদী হাসান- ডিমলা(নীলফামারী)গাজীপুরে দৈনিক প্রতিদিন প...
10/08/2025

তুহিন হত্যার বিচার না হলে সাংবাদিকরা নিরাপদ নয়: ডিমলার সাংবাদিকরা

মেহেদী হাসান- ডিমলা(নীলফামারী)

গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নীলফামারীর ডিমলায় কর্মরত পেশাদার সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটায় ডিমলার স্মৃতি অম্লান (শুটিবাড়ি মোড়) প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সংবাদপেশায় স্বাধীনতা ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছরে ৪৯ জন সাংবাদিক নিহত হয়েছেন, ১৮০ জনের বেশি নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন এবং বহু সাংবাদিক গুম হয়েছেন—যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।

বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা সত্য ও ন্যায়বিচারের কণ্ঠস্বর। তাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে।”

তারা তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় বক্তারা দেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা ও সহিংসতা ঠেকাতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। দীর্ঘদিন ধরে তিনি সাহসিকতার সঙ্গে দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ হত্যাকাণ্ডে দেশের সাংবাদিক মহলে গভীর শোক ও ক্ষোভ নেমে এসেছে।

বক্তারা শেষ পর্যন্ত সতর্ক করে বলেন, “দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে না। কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের নৃশংস ঘটনা বাড়তেই থাকবে এবং দেশের গণতান্ত্রিক চেতনা বিপন্ন হবে।”

মাদারীপুরে ডাকাত দলের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবা...
10/08/2025

মাদারীপুরে ডাকাত দলের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে শহরের প্রবেশ মুখে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

অভিযানে অংশ নেওয়া ডিবি পুলিশের কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় উদ্ধারকৃত প্রাইভেটকারটি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং অস্ত্রগুলো আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ক্যাম্পাস সমাচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্যাম্পাস সমাচার:

Share