31/10/2025
ঢাকায় মাদারীপুর-৩ আসনের নাগরিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাস্থ মাদারীপুর-৩ আসনের নাগরিক সমাজের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা রফিকুল ইসলাম এর সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে গতকাল শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান।
প্রথম পর্বের সভাপতিত্ব করেন মাদারীপুর ঝাউদি ইউনিয়নের কৃতি সন্তান, জমিয়তে তলাবায়ে পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)-এর সাবেক সেক্রেটারি, সরকারি নাজিমুদ্দিন কলেজের সাবেক ভিপি ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী খান।
সভায় বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা হুমায়ূন কবির, ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি আমিনুল ইসলাম, এবং মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন।
স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শূরা সদস্য মাওলানা মুহসিন উদ্দিন।
সভাটি সঞ্চালনা করেন শরীয়তপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শরীফ আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোখলেছুর রহমান বলেন, “প্রতিটি কর্মীকে অন্তত একশত মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে।” তিনি আরও আহ্বান জানান, মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলামকে বিজয়ী করতে সবাইকে মাঠে-ময়দানে একযোগে কাজ করতে হবে।
সভায় প্রথম পর্বের সভাপতি ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী খান বলেন, “মাদারীপুরবাসীদের একসঙ্গে পেয়ে আমি গভীরভাবে অনুপ্রাণিত। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে রফিকুল ইসলাম ভাইকে বিজয়ী করতে হবে।”
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন মাওলানা মুহসিন উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
Rafiqul Islam ক্যাম্পাস সমাচার