ক্যাম্পাস সমাচার

ক্যাম্পাস সমাচার স্বপ্নরা আলো দেখুক

ক্যাম্পাস সমাচার দেশের প্রথম ও একমাত্র অনলাইন গণমাধ্যম। ২০২০ সালে যাত্রা শুরু আমরা পাঠকের ব্যাপক সাড়া পেয়েছি। বাংলা সংস্কৃতিকে আঁকড়ে‘সত্যকে ছড়িয়ে দেই সর্বত্র' স্লোগান নিয়ে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। সারা বিশ্বের ভ্রমণের নিয়মিত আপডেট, গানের অনুষ্ঠানগুলো“ক্যাম্পাস সমাচার”ফেসবুক পেজে সম্প্রচার করা হয়।

17/07/2025

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসন্ন ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে, মাদারীপুরের কালকিনিতে আজ এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

16/07/2025

গোপালগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সেনাবাহিনীর ওপর হামলার উস্কানি, অভিযুক্ত ছাত্রলীগ।

16/07/2025

মাদারীপুরে NCP বিক্ষোভ মিছিল চলছে

16/07/2025

রাজবাড়ীর মহাসড়কে খানাখন্দ, যান চলাচলে চরম দুর্ভোগ

রাজবাড়ীর প্রধান মহাসড়কে ব্যাপক খানাখন্দের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও সাধারণ যাত্রীরা। বৃষ্টির মৌসুমে অবস্থা আরও করুণ হয়ে উঠেছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে জমে থাকা পানি দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে।

স্থানীয়রা দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছেন।

16/07/2025

গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা – সংঘর্ষে উত্তপ্ত এলাকা

গোপালগঞ্জে আজ (১৬ জুলাই) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা স্থানীয়ভাবে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য, যাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী হিসেবে পরিচিত।
সংঘর্ষ এখনও চলমান রয়েছে বলে জানা গেছে।

ফুটেজ:
ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় সাংবাদিক এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ধারণ করেন, যেখানে সংঘর্ষের মুহূর্ত এবং সেনা সদস্যদের প্রতিরোধের চেষ্টার চিত্র দেখা যায়

16/07/2025

📍 মাদারীপুরে NCP পথসভা
মাদারীপুরে NCP এর উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ পথসভার আয়োজন করা হয়েছে। বিকেল ৩টা থেকে শুরু হতে যাওয়া এ সভার মঞ্চ প্রস্তুত চলছে।

15/07/2025

আজ আষাঢ়ের শেষ দিন, আগমন শ্রাবণের বার্তা

স্টাফ রিপোর্টার:
বাংলা বর্ষপঞ্জির আষাঢ় মাস আজ শেষ হচ্ছে। কাল থেকে শুরু হবে শ্রাবণ — বর্ষার দ্বিতীয় ও সবচেয়ে রোমান্টিক মাস হিসেবে পরিচিত। আষাঢ়ের বিদায় এবং শ্রাবণের আগমন যেন প্রকৃতির এক নতুন সুর।

আষাঢ় মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। কৃষকের জমিতে প্রাণ ফিরেছে, শহরে জলাবদ্ধতা ও যানজট তৈরি হয়েছে—সব মিলিয়ে আষাঢ় ছিল বৃষ্টির রঙে ভিজে থাকা এক মাস।

শ্রাবণ মাসকে ঘিরে বাংলা সাহিত্যে রয়েছে অজস্র কবিতা ও গানের উল্লেখ। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ — সকলেই এই শ্রাবণের বৃষ্টিধারায় পেয়েছেন প্রেম, বেদনা আর অপেক্ষার অনুপ্রেরণা।

14/07/2025

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মাদারীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মাদারীপুর, ১৪ জুলাই:
সারাদেশে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)।

রবিবার (১৪ জুলাই) সকালে মাদারীপুর জেলা ছাত্রদলের ব্যানারে শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা বক্তব্যে বলেন, “দেশবাসীকে সচেতন হয়ে এই দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে, কোনো ষড়যন্ত্রে মাথানত করবে না।”

সমাবেশ থেকে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরপেক্ষ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

14/07/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফখরুল বিভাগের সংস্কার চেয়ে শিক্ষার্থীদের অনশন

প্রতিবেদক: মিজানুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফখরুল বিভাগে একাধিক অনিয়ম ও শিক্ষার মান অবনতির অভিযোগ তুলে সংশ্লিষ্ট বিভাগের সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেছে।

শিক্ষার্থীরা দাবি করছেন, দীর্ঘদিন ধরে বিভাগের একচেটিয়া কর্তৃত্ব, শিক্ষক সংকট, সঠিক পাঠদানের ঘাটতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে শিক্ষার পরিবেশ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বারবার দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

এক শিক্ষার্থী জানান, “আমরা চাচ্ছি বিভাগের স্বচ্ছতা, মানসম্মত শিক্ষক, সময়মতো ক্লাস ও পরীক্ষাসহ একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ। তা না হলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে।”

শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপিও প্রদান করেছে। দাবি পূরণ না হলে তারা অনশন অব্যাহত রাখবে এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন।

তাসনুবা নয়, কুমিল্লা বোর্ডে ১২৬৪ পেয়ে প্রথম অনামিকা দেবনাথনিজস্ব প্রতিনিধি, কুমিল্লা।। এসএসসি পরীক্ষায় তাসনুবা ইসলাম তোহ...
14/07/2025

তাসনুবা নয়, কুমিল্লা বোর্ডে ১২৬৪ পেয়ে প্রথম অনামিকা দেবনাথ

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা।।

এসএসসি পরীক্ষায় তাসনুবা ইসলাম তোহা ১২৬১ নম্বর পেয়ে প্রথম হয়েছে, এমন শিরোনাম হলেও পরে সঠিক ব্যক্তির নাম জানিয়ে দিল কুমিল্লা শিক্ষাবোর্ড। মূলত কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লার মেয়ে অনামিকা দেবনাথ। সে ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী৷ মোট ১৩০০ নম্বরের মধ্যে অনামিকার প্রাপ্ত নম্বর ১২৬৪।

অনামিকার বাড়ি কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায়। পড়ালেখার সূত্রে ফেনী গার্লস ক্যাডেট কলেজেই থাকতো অনামিকা।

অনামিকার বাবা দিলীপ কুমার দেবনাথ ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং মা বীণা দেবনাথ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

সোমবার (১৪ জুলাই) দুপুরে অনামিকা দেবনাথ তার সফলতার কথা গুলো সাংবাদিক তুলে ধরেন।

এসময় অনামিকা দেবনাথ বলেন, সপ্তম শ্রেণী থেকে আমি ফেনী গার্লস ক্যাডেট কলেজে অধ্যয়নরত। আমি এবার এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নাম্বার পেয়েছি । আমার এই ফলাফল এর পেছনে আমি সবচেয়ে বেশি অবদান বলবো আমার শিক্ষকদের। তারা আমাকে গাইডলাইন না দিলে আমি এতদূর আসতে পারতাম না।

ভবিষ্যতে কি করবেন এমন কথা জানতে চাইলে অনামিকা বলেন, আমি বড় হয়ে নিজে কিছু করতে চাই। রিসার্চ ভিত্তিক কাজ করতে আমি পছন্দ করি। তাই নিজে উদ্যোক্তা হবো।

নিজের এই সফলতার চাবিকাঠি হিসেবে অনামিকা উল্লেখ করে বলেন, আমার এই সফলতার মূল চাবিকাঠি হল নিজের প্রতি আত্মবিশ্বাস। নিয়মিত পড়ালেখা করতাম রুটিন করে। যেহেতু ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলাম তাই সব কিছু নিয়ম অনুযায়ী চলতে হতো। সকালে পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান পড়তাম। বিকালে স্কুলের কাজগুলো শেষ করতাম। আর রাতে যে যে বিষয়গুলো সমস্যা রয়েছে সেগুলো নিয়ে পড়াশোনা করতাম। পড়াশুনার পাশাপাশি অনামিকার কবিতা আবৃতি করার শখ। এটা নিয়েও কাজ করার ইচ্ছা রয়েছে তার।

এদিকে, নিজের মেয়ের সফলতায় খুশি অনামিকার মা বীণা দেবনাথ। এই প্রতিবেদককে বীণা দেবনাথ বলেন, আমার মেয়ের এই সফলতায় আমার চেয়ে তার প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান অনেক বেশি। কারণ ভর্তি হওয়ার পর থেকে সে ক্যাডেট কলেজেই থাকতো। আমি আমার মেয়ের এই ফলাফলে অনেক খুশি। আমি চাই আমার মেয়ে বড় হয়ে দেশ ও দশের সেবা করুক। মানুষের কল্যাণে সে কাজ করুক।

প্রসঙ্গত, এবছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।

নিজ মেয়েকে ধর্ষণের নির্মম অপরাধে বাবার মৃত্যুদণ্ডনিজস্ব প্রতিনিধি মানিকগঞ্জ মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্...
13/07/2025

নিজ মেয়েকে ধর্ষণের নির্মম অপরাধে বাবার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি মানিকগঞ্জ

মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক অভিযুক্ত বাবাকে তারই নয় বছর বয়সী কন্যাকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। এ ঘটনায় বিচারক এম এ হামিদ অপরাধীকে এক লাখ টাকা জরিমানাও করেন।

২০১৯ সালের ১ সেপ্টেম্বর মানিকগঞ্জের একটি ভাড়া বাসায় আনোয়ার হোসেন নামের এই ব্যক্তি নিজ কন্যাশিশুকে ধর্ষণ করেন। পরদিন মেয়েটি তার মাকে ঘটনা জানালে মামলা দায়ের করা হয়। পুলিশ ২০২০ সালে অভিযোগপত্র জমা দেয়। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন যশোর সদর উপজেলার বাসিন্দা

১৩ জন সাক্ষীর বক্তব্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই কঠোর রায় ঘোষণা করেন। বিশেষ পিপি হুমায়ূন কবির বলেছেন, "এ রায় সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।" আইনজীবী ও মানবাধিকার কর্মীরা দ্রুত বিচার নিশ্চিত করা এবং শিশুটির মানসিক পুনর্বাসনের ওপর জোর দিয়েছেন।

12/07/2025

বিএনপির কাউন্সিল ঘিরে হামলা, মির্জা ফখরুলের ভাই আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল রূপ নেয় সংঘর্ষে। এতে দলীয় নেতাকর্মীদের হামলার শিকার হন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন। এসময় তার ব্যবহৃত গাড়িতেও ভাংচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্সিলকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, নেতৃত্বের দ্বন্দ্বে ক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা চালায়। হামলার ফলে তিনি আহত হন এবং তার গাড়িটি ভাঙচুর করে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে মির্জা ফয়সাল আমিন বলেন, “এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। যারা দলের ক্ষতি করছে, তাদের চিহ্নিত করে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।”

ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃবৃন্দ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। এদিকে, হামলার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

Address

Matikata

Alerts

Be the first to know and let us send you an email when ক্যাম্পাস সমাচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্যাম্পাস সমাচার:

Share