11/05/2025
আমি মনে করি মায়ের ভালোবাসা প্রকাশের জন্য কোন ধরনের "Mother Day" এর প্রয়োজন নেই কারন মা তো মাই তাকে শুধু আমি "Mothers Day" এর দিনেই ভালোবাসলার ফেসবুকে ঘটা করে একটা Post করলাম এতেই কি মাকে ভালোবাসা হয়ে যায়?
আমার মতে এটা সম্পুর্ণই ভুল একদিন মাকে ভালোবেসে সবাই কে দেখলাম আর সারাবছর মায়ের সাথে খারাপ ব্যবহার করলাম তাকে তুচ্ছ করলাম এটাতো হয় না মাকে ভালোবাসলে সব সময় ভালো বাসতে হবে।
আচ্ছা মাকি এমন দেখানো ভালোবাসাই Deserve করে বলেন তো। মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপন মানুষ যার থেকে আমরা প্রথম কথা বলা চলা ফেরা সব শিখেছি।
মাকে আমিও ভালোবাসি কিন্তু কখনো ঘটা করে বলা হয়নি যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি তার সাথে অনেক খারাপ ব্যবহার অনেক কিছুই করেছি যা বলার মতোই না যাই হোক ভালো থাকুক পৃথিবীর সকল মা।🖤
সবাই Mothers Day বাদের মাকে ভালোবাসবেন মুল্য দিবেন তাকে সব সময় হেল্প করবেন তার পছন্দের খাবার খাওয়াবেন।মা যত খারাপই হোক না কেন সবার আগে সে একজন মা তার পরে তার সকল পরিচয়☺️