27/04/2024
Assalamualaikum, everyone.
These Organic mehendis are available right now in Munshiganj ❤️
To purchase & confirm Organic mehendi's please inbox us❤️
Inbox to book your slot ❤️❤️❤️
রুলস ফলো না করলে কালার আসবে না! তখন আমাকে বলে লাভ নাই কিন্তু🥺 মেইনটেইনের উপরে অরগানিক মেহেদির ৬০% কালার নির্ভর করে! অর্গানিক মেহেদীতে সর্বোচ্চ গাঢ় রং পাওয়ার জন্য নিচের রুলস গুলা ফলো করুন প্লিজ⬇️
✅১.মেহেদি হাতে পাওয়ার সাথে সাথে ডিপ ফ্রিজে রাখুন। কারন নরমাল টেম্পারেচারে ২-৩ দিনের বেশি ভালো থাকে না। ❌
✅২.ব্যবহারের কমপক্ষে ১ ঘন্টা আগে বের করে রাখবেন
✅৩. মুখ খোলার আগে দুই হাতের তালুতে ভালোভাবে ঘষে নিবেন মুখ দিকে একটু পানি থাকলে বা কালো অংশ থাকলে তা ফেলে নিতে হবে কারণ এই অংশে রং হয় না।
✅৪. হাতে মশ্চারাইজার এপ্লাই করা থাকলে অবশ্যই ধুয়ে নিবেন।
✅৫.কনসিস্টেন্সি বেশি লিকুইড মনে হলে এপ্লাই করার সময় একটু সময় নিয়ে এপ্লাই করুন!
✅৬.এপ্লাই এর পর মেহেদী ৯০% শুকিয়ে গেলে সিল্যান্ট ( চিনিঃ পানি = ১ঃ১) মিক্সচার এপ্লাই করুন।
✅৭. শুকনা তাওয়াতে ১৫-২০ লবঙ্গ নিয়ে অল্প আঁচে হিট দিবেন! যে ধোয়াটা উঠবে সেটা হাতে ৮-১০ মিনিট নিবেন। সিল্যান্ট এপ্লাই করা থাকলে তা শুখানো পর্যন্ত ক্লোভ হিট নিন! চামড়ার অংশে হিট নেওয়াটা বেশি জরুরি।
✅৮. মেহেদী কমপক্ষে ৬-৮ ঘণ্টা হাতে রাখবেন। ওভারনাইট রাখলে বেস্ট।
✅৯.মেহেদি হাত থেকে তোলার পর শরিষা বা অলিভ অয়েল এপ্লাই করবেন! পানি এভয়েড করতে হবে! প্রয়োজন হলে তেল এপ্লাই করার পর পানি ব্যবহার করবেন।
✅১০. 48 ঘন্টা সাবান-শ্যাম্পু ডিটারজেন্ট বা ক্ষার জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। ❌