Mallika Daily life

Mallika Daily life নমস্কার, Malllika Daily life এখানে আমি প্রতিদিনের জীবন ধারা সেয়ার করি।
(16)

Dev কে উপস্থাপক জিজ্ঞেস করলো, 'জীবন থেকে কি চাইছো?' দেব কোনো ভনিতা না করে সোজা বললো 'শান্তি! একটু শান্তি!'আমি ওই জায়গায় ...
30/07/2025

Dev কে উপস্থাপক জিজ্ঞেস করলো, 'জীবন থেকে কি চাইছো?'
দেব কোনো ভনিতা না করে সোজা বললো 'শান্তি! একটু শান্তি!'
আমি ওই জায়গায় থাকলে নিশ্চিত বলতাম 'Us Dev Da! Us!'
জীবনের একটা সময় আসে,যখন আমরা আর ১০০ স্বপ্ন দেখিনা! শুধু একটু শান্তি চাই, শান্তি তে ঘুমাইতে চাই!
আর কিচ্ছু চাইনা! চাই একটু শান্তি!! 🤍

22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!❤️‍🩹

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফা*য়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই...

🙏
21/07/2025

🙏

21/07/2025

ঘটনাটি খুবই মর্মান্তুিক।
পরমকরুণাময় আমাদের সন্তানদের রক্ষা করুন।
যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-

১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

শুভ সন্ধ্যা
07/07/2025

শুভ সন্ধ্যা

26/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

মাদারীপুর , রাজৈর , কমদবাড়ি
Dhaka
7902

Telephone

+8801725981601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mallika Daily life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share