Md Emon Ahamed.02

Md Emon Ahamed.02 এই পেইজটা কে সবাই ফলো দিয়ে পাশে থাকুন
নতুন নতুন আপডেট তথ্য জানতে

এই বিজয় ছাত্র জনতার

With MD Emon Ahmed – I'm on a streak! I've been a top fan for 9 months in a row. 🎉
26/04/2025

With MD Emon Ahmed – I'm on a streak! I've been a top fan for 9 months in a row. 🎉

📌 এই ছবিটা ফোনে সেভ করে রাখুন !যখনই বাজারে যাবেন, কিছু কেনার আগে একবার এই ছবিটা দেখে নিন। ইস*রাইলি কোম্পানির প্রডাক্ট না...
11/04/2025

📌 এই ছবিটা ফোনে সেভ করে রাখুন !
যখনই বাজারে যাবেন, কিছু কেনার আগে একবার এই ছবিটা দেখে নিন। ইস*রাইলি কোম্পানির প্রডাক্ট না কিনে, সব সময় বিকল্প পণ্য কেনার চেষ্টা করবেন।

🔁 বিকল্প পণ্য কিনুন, সচেতন হন।
আমার বয়*কটের ফলে যদি ইস*রাইলের ১ পয়সারও ক্ষতি না হয়, তবুও আমার লস নেই, কারণ আল্লাহ আমার নিয়ত ও প্রচেষ্টা দেখবেন, ফলাফল তিনিই দিবেন।

👐 বন্ধু-বান্ধব মিলেও এমন কিছু উদ্যোগ নিতে পারেন :

// এই পিকচারটি প্রিন্ট করে লিফলেট বা হ্যান্ডবিল বানিয়ে বিতরণ করতে পারেন।

// স্থানীয় মুদি দোকানে বা সুপার শপে স্টিকার আকারে লাগিয়ে দিতে পারেন, এমন জায়গায় লাগাবেন, যাতে সহজেই ক্রেতাদের চোখে পড়ে ।

লিফলেটটি আপনারা যারা প্রিন্ট করতে চান এই লিংক থেকে ডাউনলোড করে নিনঃ https://drive.google.com/drive/folders/1Pa8OIN03ayRMXnTqmWa94jhFShAqA-Al
বেশি থেকে বেশি শেয়ার করে করে মাযলুম ভাই-বোনদের পাশে দাঁড়ান।

10/04/2025

ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানালো বাংলাদেশ জনতা

পাবনা থেকে ঢাকা বাস মালিকদের অনেক সিন্ডিকেট ভেঙ্গে দেন, না হয়  সাধারণ জনগণের অনেক কষ্ট হয় । যদি না ভাঙতে পারেন তবে বয়কট...
08/04/2025

পাবনা থেকে ঢাকা

বাস মালিকদের অনেক সিন্ডিকেট ভেঙ্গে দেন, না হয়

সাধারণ জনগণের অনেক কষ্ট হয় ।

যদি না ভাঙতে পারেন তবে বয়কট করুন বাস গাড়িতে আসা ।

চালু করুন সবাই পাবনা থেকে ফেরি তে করে কাজিরহাট

আরিচা হয়ে ঢাকা আসা তাতে আপনা খরচ কম হবে ।

250 থেকে 300 টাকার মধ্যে ঢাকা চলে আসতে পারবেন।

বয়কট করুন সবাই

ঈশ্বরদী আরামবাড়ীয়া বাজারের পাশে একই স্থানে দুই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনা!
08/04/2025

ঈশ্বরদী আরামবাড়ীয়া বাজারের পাশে একই স্থানে দুই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনা!

বাটা ইউরোপের একটি কোম্পানি। বলতে গেলে বাটা বাংলাদেশে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। আজ সিলেটের একটি বাটা শো-রুমকে ইসরায়েলী ...
08/04/2025

বাটা ইউরোপের একটি কোম্পানি। বলতে গেলে বাটা বাংলাদেশে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। আজ সিলেটের একটি বাটা শো-রুমকে ইসরায়েলী প্রতিষ্ঠান দাবি করে এভাবে লু'টপাট করছে কথিত তৌহিদি জনতা।

৫ই আগস্ট থেকে শুরু হওয়া ম'বজাস্টিস এখনো চলমান।
বাটা কোম্পানির বিনিয়োগ কত বাংলাদেশে? জানেন? এরা বিনিয়োগ বন্ধ করলে কয় হাজার মানুষ বেকার হবে? ধারণা আছে? প্রশাসন কোথায়? এদের থামাবে কে?

08/04/2025

ইসরাইল পণ্য বয়কট করুন সবাই

সবাই ফিলিস্তিনের পাশে থাকুন ঈমানের সাথেই থাকবেন

#ঈদ #ঈদুল

07/04/2025

বাংলাদেশ থেকে KFC এর অস্তিত্ব যেন শেষ হয়ে যায় আজীবন কর জন্য

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি ঢাকা, ০৭ এপ্রিল ২০২৫ (স...
07/04/2025

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

ঢাকা, ০৭ এপ্রিল ২০২৫ (সোমবার): মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ মিয়ানমারের রাজধানী নেপিডোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনের টপ ফ্লোরে বাংলাদেশের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান সম্পন্ন করে। বাংলাদেশের উদ্ধারকারী দলের সম্মানে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, আজও বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত ০৪ জন রোগীর জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ১৬২ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক অদ্যাবধি সর্বমোট ৬১৯ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামীকাল, মেডিকেল টিম কর্তৃক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের মান্দালয় শহরে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
Md Emon Ahamed.02

বাইক টা দিছে শ্বশুরমশাই     আব্বা দিছে তেলতাই তো আমার গতির সাথে   জেট বিমান ও ফেল।দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়গেলে ...
07/04/2025

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

এধরনের মানসিকতা পরিহার করুন
ধীরে আস্তে গাড়ি চালান, জীবন অনেক দামি

গতির ক্ষতি!

Address

খিলক্ষেত
Rajshahi Division
১২০৭

Alerts

Be the first to know and let us send you an email when Md Emon Ahamed.02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Emon Ahamed.02:

Share